নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়তে, জানতে ও লিখতে ভালবাসি । বিতর্কিত বিষয়গুলো নিয়ে জানতে ও জানাতে খুব বেশি ভাল লাগে ।

মোঃ আসিফ ইকবাল রুমি

গল্প শুনতে ও বলতে ভালবাসি ।

মোঃ আসিফ ইকবাল রুমি › বিস্তারিত পোস্টঃ

মিষ্টি সকালের গল্প

১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:১০

ঘুমের মধ্যেই অনেকগুলো ফোন কল।



ফোন ধরে,
ওম বল !

বল কি হুম?
আজ না আপনার কুইজ! পড়ছেন কিছু নাকি পরে পরে ঘুমাবেন সারাদিন?

হুম কুইজ কে? (ঘুমের মধ্যেই)

উফ আল্লাহ উঠবেন আপনি?
না হয় কিন্তু ব্যাপক রাগ করবো!
আর শুনেন চুলে না হেনা প্যাক দিতে বলছিলাম, দিয়েছিলেন?

চোখ বন্ধ করেই কি হইছে হিনার?

হিনা না! ঘুমের মধ্যে হিনা চলে মাথার মধ্যে তাই না?

এতক্ষণে ঘুমের ১২টা, আমারও ১২টা বাজতে দেড়ি নাই বুঝতে দেড়ি নাই।
উঠে বসে-
আরে কে হিনা ! কি হিনা ! আমি তো হেনা প্যাক বললাম, মানে কিভাবে দিবো?

আমি কিছু বুঝি না তাই না? সপ্নে হিনা চলে তাই না?

আরে ধুর ও তো ছোট বোন আমার।

আমিও তাই ছিলাম তাই না?

তো এখন তো বউ তাই না!

তুমি কেন কেন হিনার নাম নিলে সকাল সকাল বলো? (আপনি থেকে তুমি)

আরে ধুর ও দেখতে কেমন যেন!৷ তোমার মতো কিউট নাকি ?

হইছে এখন উঠো, কুইজ দিতে হবে।

রাখো কুইজ! সুইট মানুষের সাথে গল্প করলে এমনিতেই কুইজ ভাল হবে।

সুইট একটা হাসি দিয়ে, ওলে লে লে,যাও উঠে নাস্তা করে নাও আগে,
নাস্তা না করে ক্যাম্পাসে যাবা না কিন্তু।

ও ওওওও ওকে ম্যাম (আবার মাথা মুড়ি দিয়ে ঘুম)

সারমর্মঃ সচরাচর তো ম্যাম আপনি ডাকে, শুধু খুব রাগ পাইলে আর আদর পাইলে তুমি ডাকে >>


অন্যান্য পর্ব সমূহ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪৭

নীলা(Nila) বলেছেন: ১০:২ দিলাম

২| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:২২

মোঃ আসিফ ইকবাল রুমি বলেছেন: ধন্যবাদ, শুভরাত্রী --- নীলা

৩| ১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: ভাল লাগে নি।

৪| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৪১

সাহাদাত উদরাজী বলেছেন: যাতেই ডাকুক, লোক এক্টাই, কি আসে যায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.