নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শুদ্ধচারী হতে চাই।টুকটাক লিখি আর বিজ্ঞানের ভক্ত।তাই আমি মানুষের আবেগ ও অনুভূতি সম্পর্কিত পোস্ট দিতে বেশি পছন্দ করি।আমি বিশ্বাস করি কোন লেখাই দুনিয়া পরিবর্তন করতে পারে না যদি না আপনি সেটার মূলমন্ত্র ধরতে ও নিজের উপর এপ্লাই করতে না পারেন।

নিসঃঙ্গ গ্রহচারী

আপনার অন্তিম পরিণতি আপনার কাজ দ্বারাই নির্ধারিত হয়, তাই এমন কিছু করবেন না যার জন্য ভবিষ্যতে পস্তাতে হয়।আত্মঅনুশোচনা একজনকে ভেতর থেকে শেষ করে দেয়। আর দিনশেষে লোকের কাছে নয় নিজের কাছে ভাল থাকাটাই ফ্যাক্ট।

নিসঃঙ্গ গ্রহচারী › বিস্তারিত পোস্টঃ

জমিদারের ন্যায় বিচার

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

জমিদারের ন্যায় বিচার

.............

রমজান শেখ একজন রাজ-কর্মচারী। এলাকার প্রভাবশালী এক জমিদার রায় বাহাদুর এর অধীনে চাকরী করে। জমিদারের রাজ-কর্মচারী হিসেবে এলাকার সবাই তাকে সমীহ করে। একদিন সে আইয়ুব মিয়ার কাছ থেকে ১০০০ টাকা ধার নিল। কিন্তু টাকা শোধ করে না। আইয়ুব মিয়া একজন নিরীহ লোক। মঝে মাঝে সে, রমজান শেখের কাছে টাকা চায়। রমজান শেখ অনেক দিন পর পর এক টাকা করে শোধ করে। আইয়ুব আলী ভয়ে কিছু বলতেও পারে না। একদিন সাহস করে গেল জমিদার বাহাদুরের কাছে, বিচার চাইল। জমিদার বিচার শুরু করলো হিসাবের খাতা বের করে রমজান শেখ দেখালো নিয়মিত তার ধার শোধ করা হচ্ছে। প্রতি পাঁচ বছর পর পর ১ লা বৈশাখে এক টাকা করে ধার শোধ করা হয়েছে। জমিদার রাজ- কর্মচারীর নিয়মানুবর্তিতা দেখে খুশি হলো। আইয়ুব মিয়াকে এক ধমক দিয়ে বললো। কি হে তোমার ধার তো শোধ করা হচ্ছে, তবে আবার আমার কাছে নালিশ কেন? আইয়ুব আলী ভয়ে ভয়ে বলল, টাকা শোধ করতে তো অনেক দিন লাগবে। জমিদার রায় দিলেন ‘এখন থেকে প্রতি বছর এক টাকা করে শোধ করবে।’ জমিদারের ন্যায় বিচারের রায় শুনে চারিদিক থেকে রব উঠলো- জয়! জমিদার বাহাদুরের জয়!! জয়! জমিদার বাহাদুরের জয়!!

লেখক ;- জিয়া . এম . উদ্দীন
সহকারী অধ্যাপক , গণিত , নাসিরনগর ডিগ্রি কলেজ
https://www.facebook.com/zia.m.z.uddin

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

গেম চেঞ্জার বলেছেন: সামুতে স্বাগতম। তবে একটি কথা। নিঃসঙ্গ গ্রহচারি

উভয় নিকের মিল পাচ্ছি নামে। ভুলক্রমে? নাকি একই ব্যক্তি??

২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

নিসঃঙ্গ গ্রহচারী বলেছেন: thnx..i just visited him.we are different.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.