নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শুদ্ধচারী হতে চাই।টুকটাক লিখি আর বিজ্ঞানের ভক্ত।তাই আমি মানুষের আবেগ ও অনুভূতি সম্পর্কিত পোস্ট দিতে বেশি পছন্দ করি।আমি বিশ্বাস করি কোন লেখাই দুনিয়া পরিবর্তন করতে পারে না যদি না আপনি সেটার মূলমন্ত্র ধরতে ও নিজের উপর এপ্লাই করতে না পারেন।

নিসঃঙ্গ গ্রহচারী

আপনার অন্তিম পরিণতি আপনার কাজ দ্বারাই নির্ধারিত হয়, তাই এমন কিছু করবেন না যার জন্য ভবিষ্যতে পস্তাতে হয়।আত্মঅনুশোচনা একজনকে ভেতর থেকে শেষ করে দেয়। আর দিনশেষে লোকের কাছে নয় নিজের কাছে ভাল থাকাটাই ফ্যাক্ট।

নিসঃঙ্গ গ্রহচারী › বিস্তারিত পোস্টঃ

ব্লগ সম্পর্কে ছোটবেলার ধারনা ও বাস্তবতা !!

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৫

একটা সময় ব্লগ বলতেই বুঝতাম বড় বড় গবেষক অথবা চরম মেধাবীরাই শুধু এটা ব্যাবহার করে , তারপর যখন আরো বড় হলাম তখন আরেকটা বাজে ধারণা ঢুকল ভেতরে যে ব্লগ বোধহয় নাস্তিকেরা লেখে ।। ব্লগ হচ্ছে পুরোপুরি বাজে লোকদের আড্ডাখানা ।।
তারপর বড় হলাম , ব্লগ সম্পর্কে জানলাম কিন্তু ছোটবেলার সেই বাে ধারনা মনে তখনো ছিল , সুপ্তাকারে ।
ফেইসবুকে '' somewhereinblog.net'' পেজকে যে কি বুঝে লাইক দিলাম নিজেও জানি না । টাইমলাইনে এই পেজের পোস্ট এলে এড়িয়ে যেতাম , ঢুকলে বাজে কিছু দেখতে হবে এই ভয়ে ।।

এরপরে ও এই ব্লগে ঢুকাটা আরও বড় বিস্ময় ! কোন একটা ইনটারেস্টিং পোস্ট দেখে ঢুকেছিলাম নামটা মনে নেই ।
এইটাই হল টার্নিং পয়েন্ট , এরপর ব্লগটা যে এত ভাল লাগল কি বলব আর !! একাউন্ট ই খুলে ফেললাম ।জাভা মোবাইল ইউজার তাই প্রোফাইল ভাল করে এডিট করতে পারি নি তবু আপনাদের চমৎকার সব পোস্ট আমাকে এখানে টেনে ধরে রেখেছে ! !

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ।। এখন বুঝি আমরা সামু একটা পরিবারের মত যেখানে আমরা সব ধর্মের , বয়সের ভাই বোন আছে ।। আমাদের মধ্যেই মতভেদ আছে আবার আমাদের পাশে আমরাই দাড়াই ।

পৃথিবীর সব সাম্প্রদায়িকতা ভুলে সব ভাইদের নিয়ে সামু এগিয়ে যাক বীরদর্পে এই প্রত্যাশায় ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.