নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শুদ্ধচারী হতে চাই।টুকটাক লিখি আর বিজ্ঞানের ভক্ত।তাই আমি মানুষের আবেগ ও অনুভূতি সম্পর্কিত পোস্ট দিতে বেশি পছন্দ করি।আমি বিশ্বাস করি কোন লেখাই দুনিয়া পরিবর্তন করতে পারে না যদি না আপনি সেটার মূলমন্ত্র ধরতে ও নিজের উপর এপ্লাই করতে না পারেন।

নিসঃঙ্গ গ্রহচারী

আপনার অন্তিম পরিণতি আপনার কাজ দ্বারাই নির্ধারিত হয়, তাই এমন কিছু করবেন না যার জন্য ভবিষ্যতে পস্তাতে হয়।আত্মঅনুশোচনা একজনকে ভেতর থেকে শেষ করে দেয়। আর দিনশেষে লোকের কাছে নয় নিজের কাছে ভাল থাকাটাই ফ্যাক্ট।

নিসঃঙ্গ গ্রহচারী › বিস্তারিত পোস্টঃ

অভিনেতা

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫

কখনো কি চিন্তা করেছেন , আপনি একজন মুখোশধারী অভিনেতা মাত্র ??




.
.
বন্ধুর কাছে বন্ধু ,
.
.


'

মা-বাবার কাছে সন্তান

'

প্রেমিকার কাছে প্রেমিক

,

,

শিক্ষকের কাছে ছাত্র

'

'

ভার্চুয়ালে ও ভাব ধরেন ,


.
জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একই ব্যাক্তি হওয়া স্বত্তেও আপনি প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষেত্রে আপনি আলাদা আলাদা অভিনয় করে যাচ্ছেন ।

.
সন্তান আপনির সাথে প্রেমিক আপনির মিল নেই , মিল নেই বন্ধু আপনির সাথে ছাত্র আপনির ।

এভাবে অভিনয় অভিনয়েই কেটে যায় জীবন ।

আপনি কখনোই জানবেন না কিভাবে আপনি শুধু এতকাল অভিনয়ই করে গেলেন ।

.
দার্শনিক আপনাকে বন্ধু আপনি দেখলে সহ্য হবে না , অথচ জীবন একটাই কিন্তু প্রতিচ্ছবি আলাদা আলাদা ।।



আচ্ছা পানির যেমন ত্রৈধ বিন্দু আছে , তেমনি মানব জীবনে ও কি এমন কোন সময় আছে যেখানে আপনার সব প্রতিচ্ছবি , সব ব্যাক্তিত্ব এক আপনিতে পরিনত হবে ??
.
যে আপনি নিঃসংকোচে পুরো পৃথিবীতেকে দেখিয়ে দেবেন দেখো এতকাল শুধু অভিনয় করে গেলাম ।
.
.
আজ দেখো আমাকে আজ আর আমি কারোর নয় , আমি শুধু আমার নিজের ??????

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪

আহা রুবন বলেছেন: কিন্তু আমরা সব সময় ঠিক মতো অভিনয় করতে পারি না।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১

আজমান আন্দালিব বলেছেন: অভিনেতারা তাহলে কি করেন?

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাত দিয়ে একাধিক কাজ চলে, তাই হাতের মরতবা বিশাল। যে ব্যক্তি হাতে কেবল ভাত তুলে খেতে পারে, আর কিছু করতে তার হাত অক্ষম, তাকে কি অন্যদের চেয়ে মহান বলব?

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

এ্যামালগাম বলেছেন: ভালো লিখেছেন !!

৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৫

নিসঃঙ্গ গ্রহচারী বলেছেন: :D

৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৫

নিসঃঙ্গ গ্রহচারী বলেছেন: ওরা বেতনধারী !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.