![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার অন্তিম পরিণতি আপনার কাজ দ্বারাই নির্ধারিত হয়, তাই এমন কিছু করবেন না যার জন্য ভবিষ্যতে পস্তাতে হয়।আত্মঅনুশোচনা একজনকে ভেতর থেকে শেষ করে দেয়। আর দিনশেষে লোকের কাছে নয় নিজের কাছে ভাল থাকাটাই ফ্যাক্ট।
একদা আমার এক শ্রদ্ধেয় ম্যাডাম ক্লাস নাইন অথবা এইটে থাকাকালীন বলিয়াছিল বৎস কখনো কি স্যুপ খাইয়াছ ??
আমরা তখনো নাবালক , তথোপি গ্রামের ছাত্র , সমস্বরে চিৎকারিলাম , নাআআআআআআ ম্যাডাম ।।
ম্যাডাম অতি আশ্চার্যান্বিত হইয়া উপদেশ বর্ষণ করিলেন , '' এখনো সময় আছে বাছা , তোমরা স্যুপ খাইয়া অভ্যেস কর !! ''
;- কেন ম্যাডাডাম কেন ??
;- ''ওরে আমার সোনা !! , ওরে আমার মানিক !! এই গ্রামের গন্ডি পেরিয়ে যখন তুমি পা ফেলিবে শহুরে কলেজ কিংবা ভার্সিটিতে সেই সময়ে তুমি তোমার প্রেমিকা অথবা বান্ধবি ( !! ) নিয়া ডেটিং করিতে যাইবে চাইনিজ রেস্টুরেন্টে , সেথায় তোমার প্রেমিকা ( ম্যাডাম এই স্থলে বান্ধবির কথা আনয়ন করে নাই !!!
) অর্ডার দিবে স্যুপের , তুমি হতভম্ব হইয়া ভাবিবে এই বস্তু খানার নাম শুনিয়াছি কিন্তু চাখিয়া দেখিবার সৌভাগ্য এই নরাধমের হয় নাই !! আমার প্রেমিকা কতই না ভাল , সে তাহার সখার জন্যে এই অমৃত পরিবেশনের কথা ভাবিয়াছে !অতঃপর বেয়ারা সেই বস্তু নিয়া আগমন করিবে , তাহার হাতের বস্তু খানা দেখিয়া তুমি স্মরন করিবার চেষ্টায় থাকিবে , এই বস্তু ইতপূর্বে আমি কোথাও দেখিয়াছি !!
তখন স্মরন করিতে পারিবে না , তখন প্রেমিকার সুধার দিকে তাকাইয়া দেখিবে সে অতি আনন্দের সহিত তা গলঃধারন করিতেছে এবং তাহা তোমাকে ও খাইবার জন্য আহ্ববান করিতেছে ।। অতঃপর তুমি তাহা খাইবে এবং চিৎকারিবে , পাইসি !!
''এইডা তো ভাতের মাড় , এইডা তো আমাদের গ্রামে রান্নার পর ফেলিয়া দেয় ! তোমাদের শহরে বুঝি তাহা মশলা দিয়ে স্যুপ নামে বিক্রি হয় !! ''
,
এরপর আর না বলিলে ও তোমরা বুঝিবে , এই গাইয়া জংলির সাথে এই মধুর সম্পর্ক টিকিবার নয় , সো ব্রেকআপ !! ''
,
,আমরা গ্রাম্য নাবালক ছেলেরা ম্যাডামের এহেন রসিকতায় খুব হাসিয়াছিলাম !! ( প্রসংগত ম্যাডাম কিন্তুক ঢাকাইয়া !! )
,
,
কিন্তু ম্যাডামের কথাই শিরোধার্য !!
আজিকে হঠাৎ মনে আসিল শহুরে পা ফেলিতে আর খুব বেশি দেরি নাই !! নাই বা এই লেভেলে প্রেমিকা ও জুটিল না , বান্ধবি ও না , তাই চাইনিজে ও যাওয়া হয় নাই !! তাই বলে তো সভ্য হতে দোষ নাই ! গায়ের উপর হতে , ''গাইয়া '' উপাধি ঝেরে ফেলিতে হইলে যেসব শহুরে কলচর শিখিতে হইবে তাহার মধ্যে স্যুপ খাওয়া শেখা অন্যতম ।।
,
সো বাজার হইতে স্যুপ কিনিয়া আনিলাম ।। প্যাকেটের পেছনের লেখা দেখিয়া বীরদর্পে রান্না করিলাম ।।
,
,
মুখে দিয়া আমার কি আবেগ হইয়াছিল তা , কেহ সুধাবেন না পিলিগ !!
,
[ শিক্ষা ;- কবি বলিয়াছেন একবারে না পারিলে দেখ শতবার !! শতবার চেষ্টা করিলে জিহ্বার ছালের সাথে ট্যাকের কড়ি ও ফুরাইবার অতিশয় সম্ভাবনা !!
,
তাই প্রজেক্ট স্যুপ আপাতত এখানেই স্থগিত !! ]
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
মহা সমন্বয় বলেছেন: অতঃপর তুমি তাহা খাইবে এবং চিৎকারিবে , পাইসি !!
''এইডা তো ভাতের মাড় , এইডা তো আমাদের গ্রামে রান্নার পর ফেলিয়া দেয় ! তোমাদের শহরে বুঝি তাহা মশলা দিয়ে স্যুপ নামে বিক্রি হয় !! ''
হা হা মজা পাইলাম