নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শুদ্ধচারী হতে চাই।টুকটাক লিখি আর বিজ্ঞানের ভক্ত।তাই আমি মানুষের আবেগ ও অনুভূতি সম্পর্কিত পোস্ট দিতে বেশি পছন্দ করি।আমি বিশ্বাস করি কোন লেখাই দুনিয়া পরিবর্তন করতে পারে না যদি না আপনি সেটার মূলমন্ত্র ধরতে ও নিজের উপর এপ্লাই করতে না পারেন।

নিসঃঙ্গ গ্রহচারী

আপনার অন্তিম পরিণতি আপনার কাজ দ্বারাই নির্ধারিত হয়, তাই এমন কিছু করবেন না যার জন্য ভবিষ্যতে পস্তাতে হয়।আত্মঅনুশোচনা একজনকে ভেতর থেকে শেষ করে দেয়। আর দিনশেষে লোকের কাছে নয় নিজের কাছে ভাল থাকাটাই ফ্যাক্ট।

নিসঃঙ্গ গ্রহচারী › বিস্তারিত পোস্টঃ

বেকুবের আত্মকথন ।।

১০ ই মার্চ, ২০১৬ রাত ১:২৮


জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের জীবনে একটা শিক্ষামূলক কাহিনী আছে ,

একবার ক্লাসরুমে তাদের শিক্ষিকা তাদের সবাইকে , একটি সাদা কাগজ দেখাল যার মাঝখানে ছোট্ট একটি কাল ফোটা ।। তো উনি ক্লাসের সবাইকে প্রশ্ন করলেন , ''তোমরা এখানে কি দেখতে পাচ্ছ ??
''
সবাই বলল ' ম্যাম কাল বিন্দু '।

কিন্তু কফি আনান উত্তর দিল ম্যাম আমি শুধু সাদা দেখতে পাচ্ছি । ম্যাডাম নিশ্চিত হওয়ার জন্য আবার শুধালেন ''বাছা তুমি কি কাল ফোটা'টি দেখতে পাচ্ছ না ??

বালক কফি আনানের প্রতিত্তর ছিল , সমস্ত কাগজের সবটা সাদা রেখে আমি কাল দেখতে যাব কেন !!
তখনই শিক্ষিকা প্রাণভরে আশীর্বাদ করেছিলেন বাছা তুমি অনেক বড় হবে ।।


কিন্তু দূর্ভাগ্য আমাদের এমন সবাই কেবল খারাপটা নিয়েই মাতামাতি করে ।। তার চেয়ে বড় নিজেকে শিক্ষিত দাবী করে এমন কিছু ব্লগার বেরিয়েছে , যারা কোন ভাল জিনিসকে পেচিয়ে খারাপ বানাতে বড়ই উস্তাদ ।।
উদা স্বরুপ , ধরুন এক মহান ব্যাক্তি যিনি সারা জীবন দেশের জন্য খেটেছেন , কিন্তু তার ও জীবনে কাল অধ্যায় থাকতে পারে ধরুন আছেও । এখন আজ ওই ব্যাক্তির স্মরণে একটা অনুষঠান হল , অনলাইনে সবাই উনার মহানুভবতার প্রশংসা করছেন । তখন ওই ব্লগার'রা কি করবে জানেন ??
তারা , উনার যত কাল অধ্যায় আছে তা এমনভাবে উপস্থাপন করবে যেন , তিনি আসলেই খারাপ , ভাল কাজগুলো ভুলে করে ফেলেছেন ।
.
এত কথা বলার কারণ শুধু তাদের মুখোশটা সবার সামনে তুলে ধরা ,
নজরুল বলেছেন ''যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে '' ।আসলে তাদের মনেই মিথ্যা বাসা বেধে গেছে ,তাই তারা মিথ্যাকেই সত্য মনে করে সবার সামনে উপস্থাপন করে ।।
অবশ্য তারা বলে থাকে আমরা সত্যের পূজারী , আমরা সত্য প্রকাশ করি ।।

ওরে মূর্খের দল , তোদের প্রকাশ তো সত্যের প্রকাশ নয় । তোরা সত্যকে সহ্য করতে পারিস না বলে , মিথ্যাকে সত্যের বিরুদ্ধে হাতিয়ার বানাস ।।


তোরা যে কেবল , মানুষের কাল সত্য নিয়ে খেলা করিস , ও তো সত্যের প্রকৃত রূপ নয় ।।

মানুষের সাথে মানুষের মনের যে সত্য সেই তো প্রকৃত সত্য , তোদের সত্যে , সত্যের সৌন্দর্যহানী হয় । শাশ্বত সত্যকে ছোট করা হয় ।।

কবি গুরু বলেছেন , চোখের সামনে মুষ্টিবদ্ধ থাকলে দূরের পাহাড়ও ঢাকা পড়ে যায় ।।

আসলে এদের চোখ মিথ্যার মুষ্টি দিয়ে ঢাকা তাইতো এরা দূরের মানুষের মন উপলব্দ্ধি করতে পারে না ।। সমাজের উত্তম অংশের প্রশংসা করতে এরা জানে না ।।
এরা কেবল, মহান সত্যের বিরুদ্ধে হাতিয়ার খুজে ।তাই এদের মন হয়ে গেছে ছোট ।। বড় ভাল কিছু এরা চিন্তাও করতে পারে না , সহ্যও করতে পারে না ।।

মানুষের জীবনে ভুল ভ্রান্তিকবেই তাই বলে যে ওই ভুল নিয়েই সারাজীবন পড়ে থাকতে হবে কেন ।।[ভুলের মূল্য জানতে চাইলে আমার আগের পোস্টগুলু দেখুন]

আর তাই সেসব নিয়ে অতিরিক্ত লাফালাফি আমি ছোট মনের প্রকাশই মনে করি ।।

শুধু ব্লগারই নয় , সমাজে আরো কিছু সেলেব্রেটি বেরিয়েছে যারা , সমাজের উন্নতির কথা সবাইকে বলে , সবাইকে স্বতর্স্ফুর্ত সমাজ উন্নয়নে আগ্রহী করার বদলে , সমাজের কাল অংশ নিয়েই মাতামাতি করতে বেশি পছন্দ করে ।।
এটি নিচু মন ও হীনমন্যতার পরিচায়ক ।।
নেতিবাচক মানুষেরাই কেবল নেতিবাচক চিন্তাই করে না , নেতিবাচক বিষয়টাকে এরা ইতিবাচক বিষয়কে ঢাকা দিতেও ব্যাবহার করে , তা সাথে যাই মিশাল দিতে হওক মিথ্যা কিংবা চাপাবাজি ।।

প্রতিটি সমাজে , পদক্ষেপে , কাজে ভুল হবে , কাল অধ্যায় থাকবে সেগুলো যথানিয়মে প্রকাশও হবে কিন্তু তা ভালকে ছাপিয়ে নয় ।।

দূর্ভাগ্য সবাই যেন ভালর প্রতিযোগিতা ছেড়ে মন্দের রচনায় নেমেছে ।। যা সত্য তা প্রকাশ হবেই কিন্তু প্রকাশের ক্ষমতা টা যে মানুষের হাতে !

তাই যে শুধু কাল অংশ নিয়ে মাতামাতি করে , তা থেকে শোধরে ভাল হবার জন্য নয় বরং যাতে দশ ও দেশের মাথা হেট হয় এই উদ্দেশ্যে , এরচেয়ে খারাপ হয় না ।।

তাই প্রত্যেক ব্লগারকেই সত্য প্রকাশ করতে হবে তবে তা মন্দের ভালর উদ্দেশ্যে নয় বরং তাতে যেন সমাজের মহান অংশের প্রকাশ পায় সে প্রচেষ্টা রাখতে হবে ।।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৮

শামছুল ইসলাম বলেছেন: //তাই প্রত্যেক ব্লগারকেই সত্য প্রকাশ করতে হবে তবে তা মন্দের ভালর উদ্দেশ্যে নয় বরং তাতে যেন সমাজের মহান অংশের প্রকাশ পায় সে প্রচেষ্টা রাখতে হবে ।।// - সহমত ।

ভাল থাকুন। সবসময়।

২| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৬

বিজন রয় বলেছেন: তাই প্রত্যেক ব্লগারকেই সত্য প্রকাশ করতে হবে তবে তা মন্দের ভালর উদ্দেশ্যে নয় বরং তাতে যেন সমাজের মহান অংশের প্রকাশ পায় সে প্রচেষ্টা রাখতে হবে।

ঠিক।

৩| ১২ ই মার্চ, ২০১৬ রাত ২:১০

নিসঃঙ্গ গ্রহচারী বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.