![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার অন্তিম পরিণতি আপনার কাজ দ্বারাই নির্ধারিত হয়, তাই এমন কিছু করবেন না যার জন্য ভবিষ্যতে পস্তাতে হয়।আত্মঅনুশোচনা একজনকে ভেতর থেকে শেষ করে দেয়। আর দিনশেষে লোকের কাছে নয় নিজের কাছে ভাল থাকাটাই ফ্যাক্ট।
মধ্যবিত্তের যে এত্ত ঠেকা আগে জানতাম না ! না পারলাম ধনী বন্ধুদের সাথে চলতে কারন এরা হাই সোসাইটি ম্যাচ হপে না । না পারলাম গরীবদের সাথে চলতে এদের লেভেল লো , ওরা আমাদর সাথে ম্যাচ হয় না ।
আবার মধ্যবিত্তরাও নিজেরা নিজেরা ভাল বন্ধু না কারন আমরা কেউ ই চাইনা আমাদের লেভেলে পড়ে থাকতে ।।
:'(
এভাবে একাই থেকে গেলাম । জানি আজকে আমার অনেক ভাল বন্ধু আমায় ছেড়ে চলে গেছে অথবা আমি তাদের ধরে রাখতে পারি নি ।।
আসলে সমাজে মধ্যবিত্ত শ্রেণি টাই একটা ভেজাল , এরা ধনীদের মত মাথা উচু করে চলতে পারে না , আবার গরীবদের মতও মাথা নিচুও করতে জানে না ।।
এদেরই কোন জাত ভাই যদি ভুলে কোনদিন ধনী হয়ে যায় সেও ভুলে যায় সে আমাদেরই একজন ছিল ! কষ্টজনক অতীত কেউ ই মনে রাখতে চায় না ।।
এই যে শ্রেণিহীনতায় ভুগী সেটা কি শুধুই নিজের অসহায় মনের নিছক মনো-কষ্টে ভোগা নাকি সমাজ ব্যাবস্থার ও দায় আছে ?
সমাজ কি পারবে সেই দায় এড়াতে ??
তাই আমার দাবী সমাজ হতে এদের উচ্ছেদ করা হওক । এদের হয় ধনী বানাও নয়তো গরীব বানাও নয়তো মেরে ফেল ।।
#সাম্য_হওক_এই_ধরনী
২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৪
নিসঃঙ্গ গ্রহচারী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এদেরই কোন জাত ভাই যদি ভুলে কোনদিন ধনী হয়ে যায় সেও ভুলে যায় সে আমাদেরই একজন ছিল ! কষ্টজনক অতীত কেউ ই মনে রাখতে চায় না ।।’’----------- সহমত কঠিণভাবে
তবে এরাই যে কোন আনন্দলনে ঝাপিয়ে পড়ে দেশ এবং দশজনকে রক্ষার করার ক্ষেত্রে ------ সুবিধাটা কিন্তু ধনীরাই নেয় ------ তবে আমাদের কি অপরাধ যে আমরা মরে যাব !!!!!! আমরা বেঁচে থাকবো আমাদের মত করে, আমাদের মাঝেই আরো বন্ধন শক্ত করতে হবে --- আরো বেশি বন্ধন অবশ্যই প্রয়োজন । তাই হাল ছাড়বেন না মাঝি, মাঝ দরিয়া দিয়ে নৌকা বেয়ে যান নির্ভয়ে ----