![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার অন্তিম পরিণতি আপনার কাজ দ্বারাই নির্ধারিত হয়, তাই এমন কিছু করবেন না যার জন্য ভবিষ্যতে পস্তাতে হয়।আত্মঅনুশোচনা একজনকে ভেতর থেকে শেষ করে দেয়। আর দিনশেষে লোকের কাছে নয় নিজের কাছে ভাল থাকাটাই ফ্যাক্ট।
আগে পরে সব পুরুষ এক রকম, সবগুলুর ভেতরেই বাস করে কামনার শয়তান।।
বাইরের নরপশুগুলা তো বাদই দিলাম, পরিবারের ভেতরেই থাকে আরো বড় শয়তান।।
আজ ভাল কথা বলে, কাল ভাল কথা বলে , বন্ধু হয় কিন্তু ঠিকই একদিন ভেতরের নরপশুকে বের করে ফেলে।। এইটা যেন অমোঘ নিয়তি। প্রতি নিয়ত প্রতিটা পুরুষ নারীকে চোখ দিয়ে ধর্ষন করছে। যে নিজে পরিবারে সাধু , বোনের চোখের শিরোমণি, সেও বাইরে গেলে আগে দেখে মেয়েটা কেমন সেক্সি, তারপরই শুরু হয়ে যায় , বন্ধুূূদের সাথে নোংরা আড্ডা।।
যে ঘরে আদর্শ স্বামী, সন্তানের আদর্শ বাবা সেও অফিসের রিশেপসনিস্টের দিকে নোংরা নজর দেয়।। বাঁচার উপায় নেই নারীদের।
এ যেন ভয়ঙ্কর মাছের পালের মত, এক জায়গা থেকে পালিয়ে অন্য শিকারীর জালে ফাঁসতেই হয়।।
হাই স্কুলের টিচার ও বাস থেকে নামার সময়, হেল্পারটা ড্রাইভারকে হেসে হেসে কি যেন বলে।
এমন ভাবে ফাঁসাবে, আপনি বাচতেও পারবেন না, মরতেও পারবেন না।
বন্ধু, বন্ধু হয়েই ফাঁসায়। ওয়াও দোস! কি কেয়ারিং!! সবই অভিনয়, বুঝার জো নেই হঠাৎই একদিন শুরু হয়ে যায় সেই কদর্য খেলা, সবসময় ব্লক দিয়েও বাঁচতে পারে না মেয়েটি, কারণ ছেলেটি যে খেলা খেলেছে তাতে সেও ছিল সহযোগী......
.
একমাত্র সঠিক শিক্ষাই পারে, এই শয়তানকে দমিয়ে নারীর প্রতি শ্রদ্ধার অনন্য শিক্ষা।।
আর যারা পরিবারে যৌন শিক্ষা পায় না , তাদের অধিকাংশেরই ধারনা নারী কেবল ভোগের বস্তু ! টাকা খরচ করেই ওদের পাওয়া যাবে।।
মন নামের একটি বিচিত্র চিজ যে ওদের আছে, ভাল খারাপ যে ওরাও বুঝে অনেকেই জানে না।। অনেক মহান পুরুষও বিয়ের পর, ওই মনকে সম্মান দিতে পারে না, নিজের পশু মন দিয়ে বিষিয়ে তুলে নারীর জীবন সাথে নিজের সংসারেরও বারটা বাজায়, কারণ রাগান্বিত মহিলার চেয়ে খারাপ কিছুই হয় না।।
টাকা দিয়ে যেসব মেয়ে পাওয়া যায়, ওদেরও মন থাকে, কেউই সইচ্ছায় এ পেশায় আসতে চায় না। কেউ টাকা, কেউ জোর করে কিংবা কেউ সমাজের নির্মম বাস্তবতায় বাধ্য হয়ে।
এ সবই নিরাময় সম্ভব, দরকার সঠিক দৃষ্টি ভঙ্গি, আমরা এমন এক জাতি যারা কর্মী মানুষের চেয়ে ফাপরওয়ালাদের বেশি দাম দেই।
আমাদের, অবশ্যই নৈতিকতার উপরে জোর দিতে হবে।।
যৌন শিক্ষার কথা অস্বীকারে উপায় নেই, সন্তানকে যৌন শিক্ষা দেয়ার মানে এই নয় যে, তাকে উত্তম সেক্সের পদ্ধতি শিখিয়ে দেয়া, বরং এইটা যে, কৈশোর কালের পরিবর্তনগুলু স্বাভাবিক ভাবো বুঝিয়ে দেয়া, এই সময় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণকে যাতে, নিয়ন্ত্রণ করে বন্ধুত্ব শুরু করতে পারে, নারীদের সম্মান করতে পারে ।।।
তাই হচ্ছে যৌনশিক্ষা।।
[ একজন নারীর দৃষ্টি কোণ থেকে কেবল মুদ্রার এপিঠ নিয়ে লিখলাম, অন্যপিঠ নিয়ে অন্যদিন ]
০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৩
নিসঃঙ্গ গ্রহচারী বলেছেন: ধন্যবাদ পরবর্তীতে আরো ভাল হবে আশা করি।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪১
ঢাকাবাসী বলেছেন: ভালই লাগল্
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:১১
বর্ষন হোমস বলেছেন: একটি রাবিশ পোষ্টের যাবতীয় বৈশিষ্ট্য বিদ্যমান!
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫০
কানিজ রিনা বলেছেন: খুবসত্য,
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোনটাই কাজে আসবে না। একমাত্র ধর্মীয় শিক্ষা ও পরকালের শাস্তির কথা চিন্তা করলেই এসব থেকে বেরিয়ে আসা যাবে...
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৭
মহসিন ৩১ বলেছেন: যৌনতা ছাড়া জীবনটা আর বুদ্ধিসুদ্ধিহীন মরনটা সমান সমান। কে কিভাবে তার নিজস্ব যৌনতাকে ব্যাখ্যা করছে সেটা হচ্ছে তার বাক্তিত্ত ও সমকালিন বুদ্ধিমত্তার প্রকাশ।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪১
সামিউল ইসলাম বাবু বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোনটাই কাজে আসবে না। একমাত্র ধর্মীয় শিক্ষা ও পরকালের শাস্তির কথা চিন্তা করলেই এসব থেকে বেরিয়ে আসা যাবে...
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কমন সেন্স। আমি যদি পরকালে বিশ্বাস না করি, আমি যদি শাস্তিকে বিশ্বাস না করি । তাহলে কেন আমি অবাধ যৌনতায় লিপ্ত হবো না? আমার পাওয়ার আছে, ইচ্ছে আছে আবার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, রোগ থেকে বাঁচার উপায়ও আছে তাহলে কেন আমি এমন সুযোগ হারাব?
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
নিসঃঙ্গ গ্রহচারী বলেছেন: সবাইকে ধন্যবাদ। বুঝতেই পারছেন ব্লগে নিয়মিত নি। এনজন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৭
কালীদাস বলেছেন: টপিকটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু লেখাটা খুবই অগোছাল, যত্নের অভাব লক্ষ্যণীয়।
কনটেন্টে একমত।