![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার অন্তিম পরিণতি আপনার কাজ দ্বারাই নির্ধারিত হয়, তাই এমন কিছু করবেন না যার জন্য ভবিষ্যতে পস্তাতে হয়।আত্মঅনুশোচনা একজনকে ভেতর থেকে শেষ করে দেয়। আর দিনশেষে লোকের কাছে নয় নিজের কাছে ভাল থাকাটাই ফ্যাক্ট।
প্রিয় তুমি,
জানো ?
স্মৃতি খুব স্ববিরোধী একটা জিনিস । মন খারাপের সময় যে স্মৃতি হাসায়, আবার মন ভালর সময় সেই স্মৃতিই মন খারাপ করে দেয় । ৬ দিন, মাত্র ৬ দিনের স্মৃতি আমার পুরো জীবনে এক টুকরো চোখ ধাঁধানো আলোর মত লেগে রয়েছে। যখনি আমার মন খারাপ থাকে আমি সেই আলোতে বসে কাঁদি, আর যখন মন খারাপ থাকে আমি সেই একই আলোতে বসে হাসি।
জানো?
আজ আট বছর পর আমার মনে হয়, হয়তো তোমাকে ছেড়ে আসা আমার উচিত হয় নি, আট হ্যা আট টা বছর আমি কাটিয়েছি তোমায় ছাড়া আমার এক ফোঁটাও চোখে জল আসে নি । পৃথিবীতে কিছু ভুলে থাকার জন্য কম জিনিসের অভাব আছে ?
জানো?
এখন আমার প্রায়শই ঘুম হয় না, মাঝ রাতে আমি জেগে উঠি , বালিশ জড়িয়ে ধরে কাঁদি । এই শাস্তিটা আমার পাওনা ছিল, হয়তো আরো বড় কোন শাস্তি । আমি এখন ঘুমুতে পারি না, আমি কেবল আট বছর আগেরকার তোমার চেহারা মনে করার চেষ্টা করি , মাঝে মাঝে গোলাপি ঠোট আর টানা টান চোখের একটা ঝাপসা চেহারা আসে, স্পষ্ট দেখার চেষ্টা করলেই মাথায় প্রচন্ড ব্যাথা করে , আর ছবিটা উধাও হয়ে যায় ।
আদৌ কি আমি তোমাকে ভালবাসতাম?? এই প্রশ্ন টা আমাকে কুড়ে কুড়ে খায় , কিন্তু তোমার ভালবাসা যে নিখাদ ছিল এ নিয়ে কোন প্রশ্ন নেই আমার । মাঝে মাঝে মনে হয় , আট বছর পর আমি আবার নতুন করে প্রেমে পড়েছি , সত্যি কিনা জানি না, তবে ভালবাসি ঐ আমার স্মৃতির অস্পষ্ট ঝাপসা চেহারাটাকে , ভালবেসে ফেলেছি ঐ সত্তাকে যে কি না আমায় ভালবাসত।
বেশিরভাগ মানুষ বলে মানুষ নাকি একবারই সত্যিকারের ভালবাসায় পড়ে , এই কথা নিয়ে কখনো ভাবি নি, ভাবার দরকারও পড়ে নি, আজ মনে হয় কথাটি সঠিকই। আমি সত্যই প্রেমে পড়েছিলাম আজ থেকে আট বছর আগে , তবে তার ভালবাসার পূণর্জন্ম হয়েছে আজ, ঠিক আট বছর পর।
জানি এখন আমাদের পথ আলাদা হয়ে গেছে , আমি তুমি, তুমি আমি এখন সম্পূর্ণ ভিন্ন দুই পথে। কিন্তু তাতে কি ভালবাসা যেকোন পরিস্থিতি থেকেই বাসা যায়।
ভালো থেকো তুমি , আমি বোধহয় আর তোমায় ছাড়তে পারলাম না, সারাটি জীবন তোমাকে ভালই বেসে যাবো
ইতি একজন পাপী প্রেমিক
২| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: সব মানূষই পাপীরে ভাই।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪১
তারেক ফাহিম বলেছেন: অামার মতে স্মৃতি সবর্দায় মন খারাফের বার্তা বয়ে অানে।