![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
নজরুল ইসলাম অনেক আগে বলেছিলেন, “এই নিরীহ জাতটাকে আচরে কামড়ে বেরাবার ইচ্ছা আমার কোনো কালেই ছিলো না”। আবহমান কালের ইতিহাস ঘেটে দেখলে দেখা যায় আমরা এই বাংঙালীরা সবসময়ই শান্তিপ্রীয়, অহিংস ও নিরীহ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমাদের নিয়ে যখন যে যেভাবে পেরেছেন খেলা করেছেন। সেই আফগান শাসক থেকে শুরু করে আর্মেনীয়, ডাচ, ফরাসী, ইংরেজ থেকে শুরু করে পাকিস্তানী সাশক সহ পরবর্তীতে যারা বাংলাদেশের শাসক হয়েছেন প্রায় সবাই আমাদের নিয়ে পুতুল খেলার আশ্রয় নিয়েছেন।
তারপরও আমরা টিকে আছি। তারপরও আগামী বিশ্বের প্রধান শক্তিশালী ও বৃত্তশালী ১৮টি দেশের মধ্যে আমাদের অবস্থান থাকবে ইনশাল্লাহ্। একাত্তরে পাকিস্তানে বসবাস করে পাকিস্তান সামরিক বাহিনীতে থেকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দু-দু’বার ছুটিতে বাংলাদেশে এসেছিলেন হোসে মোহাম্মদ এরশাদ। আর তিনিই বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আমাদের কান্ডারী হয়েছিলেন।
সিলেটকে বাংলাদেশের অংশ করার জন্য যে গণভোট হয়েছিলো সেই ভোটে সিলেট কে বাংলাদেশের অন্তর্ভুক্ত করার জন্য যার অবদান সবচেয়ে বেশী ছিলো সেই মাওলানা ভাষানী নীতিগত কারণে ১৯৭২-৭৪ সালে বঙ্গবন্ধুর কড়া সমালোচনা করেছিলেন আর সেখানে তার সাথে হাত মিলাতে গিয়েছিলের গোড়া কমিউনিস্ট নেতারা আজকে যারা তথ্যমন্ত্রী, বানিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী বা রাশেদ খান মেননের মতো সুযোগ সন্ধাণী নেতারা। যাদের মাওলানা সাহেব বলেছিলেন “আমাকে লাল সালাম নীল সালাম দিস না-খামোশ”। মাওলানা ভাষানী তোফায়েলের উদ্দেশ্যে বলেছিলেন “তোফায়েল!!! আমি এই ৯৩বছরে যেটুকু পোশাব করেছি তুই ঐ পরিমাণ পানিও খাসনি, আর তুই বুড়া মৌলবীর সমালোচনা!!! তোর নেতা মুজিব (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) ছিলো আমার সবচেয়ে প্রিয় সেক্রেটারী। মুজিবের জন্য আমি যেটুকু দোয়া করেছি তার পিতাও তার জন্য এত দোয়া করেনি।”
যাই হোক, জিয়াউর রহমান কর্নেল তাহেরের ফাঁসী দিয়েছিলেন সব ধরনের আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। নাহলে জেনেভা কনভারশন আইনের তোয়াক্কা না করে একজন পঙ্গু মানুষকে রায় হবার দুই সপ্তাহের আগেই ফাঁসীতে ঝুলানো হয়েছিলো।
তারপরও আমরা টিকে আছি। গোলাম আজম সম্পর্কে তার ১৯৫২এর ভাষার জন্য অবদান ও ১৯৭১ এ পাকিস্তানের দোশর সাজার জন্য প্রখ্যাত কথা সাহিত্যিক শওকত ওসমান বলেছিলেন “বেশ্যাও একদিন স্বতী থাকে।”
পল্লীকবি জসীম উদ্দিন লন্ডনের এক রেস্টুরেন্টে খাওয়ার সময় বাংলাদেশী এক হোটেল বয়ের কথায় প্রচন্ড রকম আনন্দিত হয়েছিলেন। তিঁনি দেখেছিলের একটি গরীব ঘরের ছেলে নিজে রেস্ট্রুরেন্টে কাজ করে লন্ডনে ব্যারিষ্টারি পড়ছেন। তিনি এক সময় ঐ সুন্দর ছেলেটিকে নিজের জামাতা করে নিয়ে ছিলেন। ঐ সুদর্শন ছেলেটি আওয়ামীলীগ+বি,এন,পি+জাতীয় পার্টি সহ সব দল করেছেন। একসময় দেশের উপ-রাস্ট্রপতিও হয়েছিলেন। বর্তমানেও তিনি বগুড়ার আসন দিয়ে সংসদ সদস্য। ফকরুদ্দিন সাহেব যখন ক্রিস গেইলের মত খেলে চার ছক্কার মত করে নেতা, নেত্রী, বাজনীতিবিদ ও ব্যবসায়ীদের জেলে পুরে ছিলেন তখনও ঐ পল্লীকবির জামাতা ছিলেন ধরা ছোঁয়ার বাইড়ে। বলতে পারেন তিনি কে? তিনি আমাদের প্রিয় পল্টিবাজ নেতা মওদুদ আহমেদ সাহেব।
যাই হোক এবার মূল আলোচনায় আসার আগে এখানে ক্লিক করে আমার আগের পোস্টটি পড়ে নিলে ভালো হয় । বর্তমানে দেখা যাচ্ছে ডাঃ ইমরান নামের একজন কথিত ও স্বঘোষিত ব্লগার নেতা বা মুখপাত্র আত্মপ্রকাশ করেছেন। তিনি তিন স্তরের নিরাপত্তা ব্যবহার করে সভা করে যাচ্ছেন। শাহবাগ প্রজন্ম আন্দলনের জন্মদাতা বলে নিজেকে দাবি করছেন। মজার ব্যাপার হল তিনি যে ব্লগারদের নেতা হলেন কিন্তু তিনি জীবনেও একটি ব্লগও লেখেন নি। অনেক কষ্ট করে গতদিন প্রথম আলো ব্লগ সাইটে তার একটি ব্লগ একাউন্ট পাওয়া গেলো তাতে মাত্র দুটি মন্তব্য করার প্রমাণ পাওয়া গেছে। আবার তার একটি হল হরমুজ প্রনালীর উপরে। এখানে থেকে দেখতে পারেন। শাহবাগ আন্দলনের একদম প্রথম দিকে তার কোনো প্রকার উপস্থিতি লক্ষ্য করা যায় নি। কিন্তু কাকের গায়ে ময়ুরের পেখম লাগানোর মত করে তিনি হঠাৎ নিজের মধ্যে বঙ্গবন্ধুর আসার ভাব নিয়ে আসার চেষ্টা করছেন। তিনি মাহমুদুর রহমানের মতো বস্তুনিষ্ট সাংবাদিকে ৪৮ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছেন। এ কেমন কথা?
আজ যেখানে আমার দেশের নিরীহ মানুষ ব্লগার বলতেই বুঝে নিচ্ছে নাস্তিক সেখানে তিনি এই ভুল ভাঙানোর চেষ্টা না করে। মনে মনে নিজেকে বখতিয়ার খিলজী মনে করে বক্তৃতায় পটু হয়ে যাচ্ছে। তাতে সবচেয়ে বেশী ক্ষতি হচ্ছে আপনার আমার মতো ব্লগাদের। আমরা সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি। আমরা বাবা, মা, প্রতিবেশীর কাছে কাফের বলে গণ্য হচ্ছি। কোন প্রকার অপরাধ না করেই।
আমাকে আপনারা বলুন কোন কোন ব্লগার ডাঃ ইমরান সাহেবকে ব্লগারদের নেতা বা মুখপাত্র বানিয়েছেন? আমার মনে হয় না ডাঃ ইমরানের এই উত্থানে কোনো ব্লগারের কোনো প্রকার অবদান আছে। তিনি স্বঘোষিত বা কোনো শক্তির বলে এহেন নেতা সেজেছেন। কিন্তু যার মাসুল আপনাকে আমাকে দিতে হচ্ছে। তাই সামু সহ সবধরনের ব্লগ সাইটের কাছে আমার বিনীত মিনতী তাকে ব্লগার সমাজ থেকে অবাঞ্চিত ঘোষনা করা হোক। আবার অবাঞ্চিত করার প্রশ্নও বা আসে কি করে তিনি তো ব্লগারই নয়। তাহলে আমাদের ব্যপক প্রচার চালাতে হবে তার আসল মুখোষ উম্মোচন করার জন্য নইলে ব্লগার সমাজের এই অপমান ও লাঞ্চনার ভার আমাদেরই বয়ে বেরাতে হবে। আসুন আমরা এই জটিল সমস্যার সমাধানের পথ খুঁজি।
সব কথার মুল কথা ব্লগাররা নিজের ইচ্ছায় নিজের ঘাটের টাকা খরচ করে লিখেন, ব্লগারদের কোনো নেতা নেই সকল ব্লগারই নেতা ও কর্মী। সকল ব্লগারই জ্ঞান পিয়াসী। সকল ব্লগারই শান্তি প্রিয়। আসুন আমরা এই সুযোগসন্ধানী অমানুষগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াই।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১২
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: এখন আমাকে নিয়ে স্লোগান দেবার সময় না।
এখন সময় হল সত্যকে সত্য বলে জনসম্মুখে তুলে ধরা।
২| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯
যোগী বলেছেন: ভাই কি বঞ্চিত নেতা ?
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আপনি আমি সক সকল ব্লগারই লেখক পাঠক নেতা কর্মী সব।
কিন্তু যিনি কোন ব্লগার না সে ব্লগারদের কর্নধার হয় কিভাবে বলুন?
৩| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০২
বিক্ষত বলেছেন: আণ্ডালীগের আন্ডা পাড়া ব্লগার ডাঃ ইমরান। যার এক কলম লেখার অভিজ্ঞতা নাই সে আবার কিসের নেতা ? সে এক লাইন বাংলা লিখতে পারে কিনা সেই তো সন্দিহান।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমার প্রশ্নও এখানে..।
৪| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫
লিঙ্কনহুসাইন বলেছেন: বিক্ষত বলেছেন: আণ্ডালীগের আন্ডা পাড়া ব্লগার ডাঃ ইমরান। যার এক কলম লেখার অভিজ্ঞতা নাই সে আবার কিসের নেতা ? সে এক লাইন বাংলা লিখতে পারে কিনা সেই তো সন্দিহান।
হেইতে ডাক্তার হইলো কেমতে ?
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ডাক্তার কিভাবে হয়েছে জানি না তবে ব্লগারের নেতা হলেন কিভাবে?
৫| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৪
জােকর বলেছেন: Imran 1ta magir pola.or jormmu 71 sale india foshal
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: এখন বকাবকি না করে আসুন সমাধানের পথ খুঁজি।
আপনার মত শত শত ব্লগারের তার উপর ঘৃনা জমে আছে। কিন্তু সবাই নিজ ক্বলবে ধিক্কার জানাচ্ছে কলমে না।
ধন্যবাদ!!!
৬| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫
আলাউদ্দীন বলেছেন: ভাইজান কি ইমরানের বিরুদ্ধে যুদ্ধে নামলেন নাকি?
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমি চাই না ব্লগারদের কেউ ভুল বুঝুক।
একটি মানুষ ব্লগ না লিখে ব্লগারদের নেতা হয় কিভাবে?
৭| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯
লেখোয়াড় বলেছেন:
বুঝসি, আপনি যুদ্ধের বাজারে হিট কামাইতে চান।
চালায়ে যান।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমি হিট চাই না। আমি চাই সত্য উম্মোচন হোক!!!!
ব্লগারদের কেউ যেনো নাস্তিক না ভাবে!!!
৮| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২০
সবখানে সবাই আছে বলেছেন: ভাই ইতিহাসগত ভুল হইসে আপনার। ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজী তার পুরো নাম। সো আসল ক্রেডিট বখতিয়ারের ছেলে ইখতিয়ারের। সেইরকম আধা জানা ইতিহাস নিয়ে লিখসেন পুরো পোস্টটা।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ভাই ওটা লেখার টানে হয়ে গেছে। এখানে লেখার ভাষা সুন্দর করার জন্য ঐ বীরের নাম লিখেছি।
আশাকরি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
৯| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১
আশিকুর রহমান ১ বলেছেন: জাতির এই মহান ব্লগারের নামে ভবিষ্যত্ পদ্মা সেতুর নামকরনের দাবী জানাচ্ছি!
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: বর্তমান পরিস্থিতিতে ডাঃ ইমরানের নামে পদ্মা সেতু হলেও তা অসম্ভব কিছু না।
১০| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১
দায়িত্ববান নাগরিক বলেছেন: তিনি মাহমুদুর রহমানের মতো বস্তুনিষ্ট সাংবাদিকে ৪৮ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছেন। এ কেমন কথা
ছাগু কোনখানকার
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: এই লাইনটিই আপনার চোখে পড়লো ভাইজান?????
১১| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩
ফোর টোয়েনটি বলেছেন:
আপনার আগের পোষ্টে ব্লগ কর্তাদের এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেলো !!!!
আমি কি শুধু ভুল ধারণাই এতদিন করছিলাম .....
একজন ব্লগার এর সাথে সাথে সামুতে পরিচয় হয়েছিলো, তিনি "সামু" মাইন্ডের ছিলেন না, পরের কাহিনী ফেসবুকে আমার প্রশ্ন ও তার জবাব
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২১
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সামু হল স্বাধীন মত প্রকাশের প্লাটফর্ম
১২| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭
একজন ঘূণপোকা বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: তিনি মাহমুদুর রহমানের মতো বস্তুনিষ্ট সাংবাদিকে ৪৮ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছেন। এ কেমন কথা
ছাগু কোনখানকার
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬
লেখক বলেছেন: এই লাইনটিই আপনার চোখে পড়লো ভাইজান?????
১৩| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১
আলাউিদ্দন আিরফ বলেছেন: শিগগিরই আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেয়া হবে। কারন আপনি সরকারের পৃষ্ঠপোষকতায় একটি সাজানো নাটকের বিরুদ্ধে কথা বলেছেন। কতিথ ডা. ইমরান নিজেকে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের যোদ্ধাদের সঙ্গে তুলনা করেছেন। আমি মাত্রই শাহবাগ চত্ত্বর থেকে আসলাম। সেখানে দেখলাম চারস্তরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। র্যাব পুলিশ ও ডিবি পুলিশের সশন্ত্র অবস্থান। তার ওপর শাহবাগের কথিত গণজাগরণ মঞ্চে প্রবেশের দুই পাশে আর্জওয়ে মিরর বসানো।
আপনি বলতে পারেন এই আন্দোলন কার বিরুদ্ধে, কার কাছে? নিশ্চয় সরকারের বিরুদ্ধে, এবং সরকারের কাছে। কারণ সরকার নিরপেক্ষভাবে যুদ্ধাপরাধের বিচার করলে এই আন্দোলন হতো না। তাই সরকারের বিরুদ্ধেই সরকারের কাছে আন্দোলন। কিন্তু সেখানে আর্চওয়ে মিরর কেন?
১৯৭১ সালে বা ১৯৫২ সালে কি পাকিস্তানীরা মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা দিয়েছিল। গানম্যান দিয়ে পাহারা দিয়েছিল? যদি না করে থাকে তাহলে শাহবাগে গণজাগরণ মঞ্চে আর্চওয়ে মিরর পুলিশি পাহারা কেন থাকবে।
ব্লগারদের নামে এসব ভন্ডামি এখুনি বন্ধ করা উচিত।
কারন এখন দেশের শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মানুষ ব্লগার মানেই মনে করেন একজন ভন্ড, নাস্তিক
এই অবস্থা থেকে পরিত্রাণ চাই
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৫
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমার একাউন্ট ব্লক করলেও সমস্যা নেই।
সত্য বলার মত সৎসাহস এখনও অনেকের আছে। তারা ঠিকই এগোবে।
আমার বৃটিশদের তাড়িয়েছি। পাকিস্তানীদের তাড়িয়েছি। নতুন করে কেউ জুলুম করলে প্রয়োজনে তাকেও তাড়াবো। আমরা সবাই মিলে এক।
ধন্যবাদ!!!
১৪| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বিখ্যাত ব্লগার হয়ে অনলাইনে দুই চার লাইন লেখে প্রতিবাদ করার চাইতে স্বঘোষিত ব্লগার হয়ে দুই তিনটা পোস্ট লেখে রাজপথে আন্দোলনের ডাক দেয়াটাই শ্রেয় ।
আপনি ব্লগার হয়ে যে কাজটা করতে পারেন নি,ডাঃইমরান স্বঘোষিত ব্লগার হয়েই সে কাজটা করে দেখিয়েছে ।
দুই গ্রুপ এখনো শাহবাগ নিয়া বলতেছে । একদল-যারা দালাল হিসাবে মঞ্চ থেকে সরকারী ভাষায় কথা বলাইতে পারছে, আরেকদল-যারা বিশ্বাস করে এই দালাল মুক্ত কইরা আন্দোলন আবারো ট্র্যাকে আনবে ।
আপনার অবস্থান পরিস্কার করুন ।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৬
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমার অবস্থান আমার লেখার মধ্যেই স্পষ্ট ভাবে তুরে ধরা হয়েছে। আবার পড়ুন।
ধন্যবাদ!!!
১৫| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২
হোদল রাজা বলেছেন: আসিফ ভাই, ভালো লিখছেন তবে সামুতে একটা কথা শিখছি !
''লেন্জা ইজ এ ডিফিকালক্ট থিংক টু হাইড !" এইটা একবার, বার বার প্রমান পাইছি!
আজকেও পাইলাম ! মিস হয় নাই !!!
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৭
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ধন্যবাদ!!!
অনেক অন্ধকারের একটি সুবিধা কি জানেন?
অল্প আলোতেও সব কিছু দেখা যায়।
১৬| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
স্বাধীকার বলেছেন:
আম্লীগ প্রযোজিত,বাম পরিচালিত শাহবাগ চত্ত্বরের আন্দোলন এখন চলছে- শুরুতে আর তা সাধারণের নেই। এদেরমিশন এখন অন্য, কোনোভাবে কলংকিত আম্লীগকে রক্ষা করতে, আগামী নির্বাচনে নৌকাডুবি ঠেকাতে এখন তারা মাঠে আছে-যেমন গত নির্বাচনে ছিলো সেক্টর কমান্ডার ফোরাম। কিন্তু কিছুতেই আগামী নির্বাচনে নৌকাডুবি ঠেকানো যাবেনা। খালেদা জিয়া সঠিক পথেই আছে। নির্বিচারে ভিন্নমতকে রাজাকার বলা গেলে, শাহবাগকে নাস্তিক বলা যাবেনা কেন? যেখানে মিথ্যাচার চলছে অনবরত, সেখানে মিথ্যাচারকে মিথ্যাচার দিয়েই প্রতিরোধ করা সহজ উপায়। যদিও আমরা জানি শাহবাগীরা সবাই নাস্তিক নন।
ইমরান এখন আম্লীগের কাছে সোনার ডিম দেওয়া হাঁস!!
ইমরান এখন বিপ্লবী বামদের কাছে স্বয়ং মাও সে তুং!!
ইমরান এখন দলদাস ব্লগারদের কাছে দ্বিতীয় জাতির পিতা!!
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: একজন সত্যিকারের মুসলিম ঢালওভাবে সবাইকে নাস্তিক বলতে পারেন না।
আপনার বক্তব্য ভালো লেগেছে।
১৭| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
জাহাজ ব্যাপারী বলেছেন: ব্লগাররা নয়, ইমরানকে নিয়োগ দিয়েছে বিশেষ ক্ষমতার অধিকারীরা। পারলে প্রপার চ্যানেলে গিয়ে কথা বলুন।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: কেউই চিরকাল ক্ষমতায় থাকে না। একদিন না একদিন সত্য বেড়িয়ে আসে।
প্রচলিত একটি কথা আছে, "ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হল ইতিহাস নিয়ে কেউ শিক্ষা নেয় না"
১৮| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
পলাতক আসামী বলেছেন: ইমরান কে এই মুহূর্তে পদত্যাগে বাধ্য করা হউক।।
গুণী-নিষ্ঠাবান-সুশীল-আমজনতার আশা-র প্রতীক-এ যুগের শ্রেষ্ঠ ব্লগার মোঃ আসিফ-উদ-দৌলাহ কে সেই আসন দেয়া হোক।।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমি ডাঃ ইমরানের মত ভন্ড না।
১৯| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৩
বি পজেটিভ বলেছেন: কি ভাই পাতা খাইবার মন চায়?
নে পাতা খা।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ঠিক বলেছেন ভাই।
ডাঃ ইমরান'কে ব্লগারদের পক্ষ থেকে কাঁঠাল পাতা উপহার দেয়া উচিৎ।
২০| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬
মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: জাহাজ ব্যাপারী বলেছেন: ব্লগাররা নয়, ইমরানকে নিয়োগ দিয়েছে বিশেষ ক্ষমতার অধিকারীরা। পারলে প্রপার চ্যানেলে গিয়ে কথা বলুন।
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সেই বিশেষ ক্ষমতার অধিকারী কারা বলতে পারেন ভাই?
এখানেই ধোঁয়া!!!
২১| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭
নষ্ট শয়তান বলেছেন: ভাল লিখছেন। অনেকের গায় আগুন লাগবো
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০২
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সত্য বেশীরভাগ সময়ই আগুনের মত।
২২| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩
রওনক বলেছেন: এই প্রশ্ন তোলায় আমার নিক ২ সপ্তাহ পোস্ট ব্লক ছিলো।
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৯
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমারটা ফিরিয়ে দিলো কেনো। হয়তো শাহবাগ আন্দোলন এখন পুরোপুরি পলিটিক্যাল বা একপেশে হয়ে গেছে তাই হয়তো ফিরিয়ে দিলো।
সত্যি লিখে পোস্ট হারানো কষ্ট আমি বুঝি।
২৩| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬
শিপু ভাই বলেছেন:
প্রথম অংশটুকুর জন্য++++++++++
কিন্তু ইমরানের বিষয়ে এসেই প্যাচ খাইয়া গেলেন।
ইমরান প্রথম দিন থেকেই ছিলেন। আই আন্দোলনের উদ্যোক্তাদের একজন তিনি। সবাই মূখপাত্র হয় না। সাহস করে, জীবনের ঝুকি নিয়ে ইমরান এই মঞ্চের মুখপাত্র হয়েছেন এজন্য তাকে স্যালুট!!! কারন আমি আপনি পারি নি হতে।
সব আন্দোলনেই পুলিশ নিরাপত্তা দেয়। জা-শি হিংস্র জঙ্গী দল। ইমরান বা অন্য কোন কর্মি আক্রান্ত হোক তা নিশ্চই চান না।
বস্তুনিষ্ট মাহমুদুর!!!! হাহাহাহ হাসাইলেন!!! এই কুলাঙ্গারের জন্যই আজকে দেশে এমন সংঘাতময় পরিস্থিতি। তার মিথ্যাচার ও সত্যমিথ্যা মিশ্রিত সংবাদ পরিবেশনের জন্যই এমন অবস্থা। তার কার্যকলাপ স্পস্টতই জামাত শিবিরের সহায়ক হয়েছে।
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ডাঃ ইমরানকে যে স্যালুক করে সে আর যাই হোক সে ব্লগারের পক্ষে না।
আপনি কি চান ব্লগার বলতেই সবাই নাস্তিক বুঝুক?
২৪| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: মুক্তিযুদ্ধ কারো বাপ-দাদার সম্পত্তি না,কোন দলেরও একার না।সারা বাংলাদেশীর অহংকার আমাদের মুক্তিযুদ্ধ আর স্বাধিনতা।যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাদের বিচার সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এক কাতারে দাড়িয়ে করতে হবে।মুক্তিযুদ্ধকে নিয়া কাউকে অপরাজনীতি করতে দেয়া হবে না।বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন।
২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: একমত পোষন করছি!!!
২৫| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮
আব্দুল্লাহ নাটোর বলেছেন: ভালো বলেছেন
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ধন্যবাদ!!!
২৬| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯
আব্দুল্লাহ নাটোর বলেছেন: পোস্টটা িস্টকি করা হোক
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২০
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: এই পোস্টটি স্টিকি হোক বা না হোক। আমি চাই এরকম একটি পোস্ট যদি ব্লক করে দেয়া হয় তাহলে সবাই যেনো সত্য লিখতে পিছ-পা না হয়।
২৭| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: এই নিয়ে একটি ছড়া দিলাম মাত্র....
তিনি (ইমরান) প্রজন্ম ব্লগে লিখেন জেনে সেখানে দেখলাম তিনি মাত্র ২টি পোষ্ট দিয়েছেন তাও আবার এই ফেব্রুয়ারীতে তবে ব্লগার বলি কি ভাবে????
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৮
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: এই ভন্ডদের ভন্ডামি সবার সামনে তুলে ধরার দ্বায়ীত্ব আপনার আমার।
২৮| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০
ধ্রুব মহাকাল বলেছেন: ভাই চরম লিখছেন ।
তয় ছাগু আর কুত্তারা আপনার পোস্টের মুলবিষয় বুঝতে না পেরে হাততালী বা গালি দিতে থাকবে ।পুলকিত বা হতাশ হওয়ার কিছু নেই ।উভয়ের স্বভাবই ত্যানা পেঁচানি আর ল্যাদানি ।
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমি জানি ভাই।
আমি লাঞ্চনা সইতে রাজী আছি যদি তা সত্য বলার জন্য হয়।
ধন্যবাদ ভাই!!!
২৯| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬
তাকীব বলেছেন: ভাই আপনি হুদাই ইমরইন্নার লইগা এত সময় নষ্ট করছেন
হেরতো খাওন এমনে কইমা গেছে
ময়লা নিয়া ঘাটলে খাল গন্দ বের হয়
তয় লেখাটা আরো একমাস আগে দিলে কামে লাগতো
তারপরেও সাহসকে সাধুবাদ জানাই
আপনার বিরুদ্বে রাষ্টদ্রোহীতার মামলা হতে পারে কারন আপনি রাষ্টপতির বিষয়ে লিখছেন
সাবধানে থাইকেন
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ভালো বলেছেন।
৩০| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩
বলাক০৪ বলেছেন: কাউকেই আর বিশ্বাস করা যাচ্ছে না। স্যরি আপনাকেও না।
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আসলেই বিশ্বাস আস্তে আস্তে ডায়নোসর/পান্ডার মত বিলুপ্ত হয়ে যাচ্ছে।
বিশ্বাস'কে কিভাবে বাঁচানো যায় বলতে পারেন?
৩১| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯
নায়করাজ বলেছেন: তিনি মাহমুদুর রহমানের মতো বস্তুনিষ্ট সাংবাদিকে ৪৮ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছেন।
..........................................................................
কাবা শরীফ নিয়া মিথ্যাচার করে যেই লোক তাকে আপনি বলছেন বস্তুনিষ্ঠ সাংবাদিক ?
Click This Link
আপনার লেঞ্জা এক লাইনেই বাইরায়া গেছে ।
ইমরানকে সহ্য না করাটাই আপনার মতো লোকের পক্ষে স্বাভাবিক।
Click This Link
০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আপনি ডাঃ ইমরান সাহেবের কি হন?
সে আপনার মতো মানুষের নেতা হতে পারেন। কিন্তু একজন নিঃস্বার্থ ব্লগারের নেতা কখনই না!!!
মাহমুদুর রহমানের ভাল/খারাপ দু'টো দিকই আছে। কিন্তু সে তো সম্পাদক। তিনি তো সম্পাদক না হয়ে নিজেকে সম্পাদক বলেন না। আর আপনার ওস্তাদ ডাঃ ইমরান ব্লগ না লিখেই ব্লগারের মুখপাত্র সেজে বসে আছেন। কত বড় অন্যায় খেয়াল করেছেন?
৩২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২
নায়করাজ বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯
বাগসবানি বলেছেন: আমার ভাই তোমার ভাই, আসিফ ভাই আসিফ ভাই