নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মন কি পড়া যায় ?
কে কী ভাবছে আর কেমন করে ভাবছে ?
কেউ বা কেবল চোখ দেখেই বুঝে নেয় না বলা কথা
কেউ আজীবন পাশে থেকেও বুঝতে পারে না কিছু
বোবা চোখের ভাষা বড় কঠিন তাদের কাছে
তারা কেবল কান দিয়ে শুনতে চায় মনের কথা ।
কান দিয়ে কি আর শোনা যায় তা ?
শুনতে হবে কেবল মন দিয়েই !
যদি মুখ দিয়েই বলতে হয় মনের সব কথা
তাহলে সে কথা মনেই বরং থাক ।
শামুকের মত গুটিয়ে নেয় কেউ বা নিজেকে
মনের কথা গুলো মনেই রয়ে যায়
বলা হয় না আর ।
২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫২
ধূসর সন্ধ্যা বলেছেন: ধন্যবাদ
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর।
৬ নম্বর লাইনের লাস্টে < মনের কথা হবে। একটা ব-এ শূন্য র দিন।
২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫২
ধূসর সন্ধ্যা বলেছেন: ধন্যবাদ ।
ঠিক করে দিয়েছি ।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাললাগলো।
২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৩
ধূসর সন্ধ্যা বলেছেন: ধন্যবাদ
৪| ২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৫
খায়রুল আহসান বলেছেন: সুন্দর লিখেছেন!
মনের কথা মন দিয়েই শুনতে হয়। চোখের ভাষাও মন দিয়েই বুঝতে হয়। শুধু মুখের কথা কান দিয়ে শুনতে হয়, মাঝে মাঝে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে হয়।
০৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫০
ধূসর সন্ধ্যা বলেছেন: জি ঠিক বলেছেন । মনের কথা শুনতে হয় মন দিয়ে বুঝতে হয় চোখের ভাষা দিয়ে ।
৫| ০১ লা আগস্ট, ২০২৩ সকাল ১০:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক দিন পর ব্লগে দেখলাম। ভাই নতুন পোস্ট দেন।
২৫ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪৬
ধূসর সন্ধ্যা বলেছেন: জীবন নিয়ে ব্যস্ত ভীষণ ।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
ভালো হয়েছে।