![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমতায় আসার পরে বিএনপির আচরণ কেমন হবে?
এই প্রশ্নের উত্তর নিশ্চিত ভাবে দেওয়া সম্ভব না। তবে আমরা কারো আচরণ কেমন হতে পারে সেটা তার অতীত থেকে খানিকটা আন্দান করতে পারি। বিএনপির অতীত ইতিহাস বলে ক্ষমতা তারা সহজে ছাড়ার দল নয়। কোন টার্মেই বিএনপি স্বাভাবিক ভাবে ক্ষমতা ছাড়ে নি।
বিএনপর জিয়াইর রহমান যত মহান লোকই হৌউন না কেন সে কেমন করে দেশের ক্ষমতা দখল করেছে সেটা তো কারো অজানা নয়। যখন সাতই নভেম্বরের পাল্টা ক্যু হল তখন জিয়াউর রহমান আর্মির চিফ হলেন। মনে রাখা দরকার যে এই ক্যু কিন্তু দেশের জনগনের আন্দোলন নয় । এটা হয়েছিলো আর্মির ভেতরে । এটাকে গনআন্দোলন বলে চালিয়ে দেওয়ার উপায় নেই।
এরপর ৮১ সালে জিয়াউর রহমানের নিহত হওয়ার পরে বিএনপির ক্ষমতা ছুটে যায়।
এরপর যখন ৯২ সালে আবার বিএনপি ক্ষমতায় এল ৯৬ তে তারা কী করলো সেটাও তো কারো অজানা নয়। ভোটার বিহীন বির্বাচন করে তারা ক্ষমতায় গেল কিন্তু আন্দলোনের কারণে বাধ্য হয়ে ক্ষমতা ছাড়তে হল। স্বাভাবিক ভাবে তারা ক্ষমতা ছাড়ে নি।
এরপর ২০০৫ সালে বিএনপি আরেক ভয়ংকর কাজ করলো। নিজেদের পছন্দমত কেয়ার টেকার সরকারের প্রধান বসাতে চাইলো। সেই সময় যদি বিএনপির এই অবৈধ ক্ষমতা আকড়ে ধরার লোভ না দেখাতো তাহলে দেশে জরুরী অবস্থা জারি হত না। আর দূর্নীতির কথা তো বাদই দিলাম।
বিএনপির উপর মানুষহ ভরশা করতে চায় কিন্তু গত সাত মাসে বিএপির লোকজন যা করে দেখিয়েছে, যাচ্ছে তাতে মানুষের মনে কোন সন্দেহ নেই যে ক্ষমতায় গেলে এই বিএনপি আরেকটা আওয়ামীলীগ হয়ে উঠবে। প্রটিটা এলাকাতে, যেখানে আগে আওয়ামীলীগ চাঁদা নিত, একালা নিয়ন্ত্রন করতো সেখানে সব কিছু তেমন ভাবে চলছে কেবল আওয়ামীলীগের জায়গার বিএনপির লোকজন সেই শূন্য স্থান পূরণ করেছে। ভোটে জেতার পরে এসব আরও ব্যাপক হারে শুরু হবে।
২| ০২ রা এপ্রিল, ২০২৫ রাত ২:৪৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: মানুষের মন কত কিছুই না চিন্তা করে। মাঝে মধ্যে আমিও চিন্তা করি, আমি সরকার প্রধান হলে কি কি করতাম। কিভাবে সব কন্ট্রোল করতাম, ইত্যাদি ইত্যাদি। এই চিন্তা কিছুদুর আগাতে না আগাতে মাথায় চিন্তা চলে আসতো, আমি যেহেতু এত এত উন্নয়ন করবো, আমাকেইতো ক্ষমতায় টিকে থাকতে হবে। অন্য কেউ আসলেতো আমার করা ভালো কাজের সুফল লুটেপুটে খাবে!
দিন শেষে বিম্পি-আম্লিগ সবাই ক্ষমতায় থাকতে চাইবে। তার উপরে এমন একটা দেশে, যেখানে ক্ষমতায় থাকলেই ব্যাংক ব্যালেন্স বাড়ে, জায়গা-জমি বাড়ে।
আমি বিম্পিকে প্রচন্ড অপছন্দ করি। আমি একটা বিজনেস করতাম, সেখানে আমার আদতে তেমন কোন কাজ করা লাগতো না। মাত্র ১৮ মাসের মধ্যে দেশের ৫৩টা জেলায় আমি অন্তত ২রাত (তিন দিন) করে থেকেছি। কিন্তু বিম্পির লাগাতার হরতালের কারণে আমি কাষ্টমার হারিয়ে বিপাকেই পড়েছিলাম।
এরপর অবস্থা স্ট্যাবল হলে আমি আর একটা ব্যবসায় জড়াই। সেখানেও আমাকে আম্লিগের লোকজনের পাল্লায় পড়ে শেষ পর্যন্ত দেশই ছাড়তে হয়েছে।
এরা দুই দল যাষ্ট মুদ্রার এপিঠ ওপিঠ। তবে বিম্পির কোন বুদ্ধি নাই, এরা আজীবন চেষ্টা করলেও ক্ষমতায় বেশীদিন থাকতে পারে না। তার উদাহরণ ৯৬ ও ০৫ এ আমরা দেখেছি। আর আম্লিগের বুদ্ধি অনেক, তাই তারা চেষ্টা করলেই বেশীদিন থাকতে পারে, তার উদাহরণ আমরা গত ১৫/১৬ বছর ধরে দেখেছি।
৩| ০২ রা এপ্রিল, ২০২৫ ভোর ৪:৪১
রিফাত হোসেন বলেছেন: অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে বিএনপি ভবিষ্যতে গণতান্ত্রিক পথে চলবে, এমন প্রত্যাশা করাই যুক্তিযুক্ত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অতীতের চেয়ে ভিন্ন, এবং জনগণের প্রত্যাশা পূরণের জন্য তাদের গণতান্ত্রিক পথে চলা উচিত।
কিন্তু ঋণাত্মক শূণ্য যা বলেছেন তার সাথেও একমত।
৪| ০২ রা এপ্রিল, ২০২৫ রাত ৮:২৪
কামাল১৮ বলেছেন: জনগন চাইলে করবে।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০২৫ রাত ১১:৫২
সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি, জামাত ও এনসিপি যেই ক্ষমতায় আসুক কেউ সহজে ক্ষমতা ছাড়বে না। লোভ সব দলের মধ্যে আছে। নির্বাচন হলে বিএনপি ২০০ সিট অনায়াসে জিতবে। জাশি-এনসিপির আসল জনপ্রিয়তার মুখোশ খুলে যাবে। তার জন্য নির্বাচন দরকার নাই তাদের ! এখনি যে ক্ষমতা ভোগ করছে ইহা নির্বাচনের পর পারবে না।