![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই দেশে অবৈধ টাকার লোভ থেকে সবাই নিজেকে রক্ষা করতে পারে না। আমরা ভেবেছিলাম যে হয়তো ছাত্র সমন্বয়করা হয়তো পারবে। কিন্তু না। তারা এই এক বছরেই প্রমান করেছে যে তারা মহান কেউ না। তারাও সেই চোরই। অন্যেরা তো পড়াশোনা শেষ করে চাকরি পেয়ে তারপর চুরি করে, এরা তার আগে থেকেই চুরি শুরু করেছে। এদের দুিয়ে দেশের কোন পরিবর্তণ আসবে না। আসা সম্ভবও না। এরা স্রেফ আরেকটা ডাকাতের দল হয়ে উঠবে। আমাদের দেশে এমতেই চোর ডাকাতের দলের অভাব নেই। আরেক নতুন চোরের দরকার নেই কোনো।
বৈছার যে চাঁদাবাজির ব্যাপারটা যে সামনে এসেছে এই জন্য কি সকল কমিটি স্থগিত করা হয়েছে নাকি তারা কাজ কর্ম সিসিটিভিতে ধরা পরেছে বলেই এই কাজ করেছে? কেন্দ্র কমিটি কি তাদের এই চাঁদাবাজি সম্পর্কে জানতো না? ব্যাপারটা তো এই রকম না যে তারা এই সেদিনই এই চাঁদাবাজি শুরু করেছে আর সেদিনই ধরা পরেছে? যেদিন থেকে তারা ক্ষমতা হাতে পেয়েছে, সেদিন থেকে এই অপকর্ম শুরু করেছে। ঐ শুয়োয়ের বাচ্চার বাপ ছিল রিক্সাচালক, সেই শুয়োরের বাচ্চা লাখ টাকা দিয়ে যখন গরু কুরবানি দেয় তখন এই কথা কেন্দ্র জানে না? নতুন বাড়ি করছে, দামি গাড়ি দামি ফোন এসব কোথা থেকে আসছে? এই ব্যাপারে কেন্দ্র জানে না? খেয়েছে সবাই কেবল সিসিটিভিতে ধরা পড়েছে ঐচারজন।
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যখন প্রসাশনে ছাত্র প্রতিনিধি যুক্ত করা হল তখন থেকেই এই চাঁদাবাজি, বদলি নিয়োগ বানিজ্যে এরা সক্রিয়ভাবে অংশ গ্রহন করেছে। এই কথা তো গোপন না। কদিন পরপরই এই সব নিউজ পত্রিকাতে এসে উঠে এসেছে। এই কথা কেন্দ্র জানে না? কেন্দ্রের এমন একটা ভাব যেন তারা একেবারে দুধ খাওয়া শিশু কিছুই জানে না। হঠাৎ করে তাদের সামনে এসব চলে এসেছে তাই সব কমিটি বাতিল করে দিয়েছে। ব্যাপারটা কি এই রকম নাকি এই প্রথম সবার সামনে তাদের চাঁদাবাজির ভিডিও ধরা পরেছে, চোর চুরি করতে গিয়েছে হাতেনাতে ধরা পরেছে। যদি এই ধরা না পড়ত, যদি সিসিটিভিতে এই ডাকাতি সবার চোখের সামনে না আসতো তাহলে কেন্দ্র কি এই কাজ করতো?
২| ৩০ শে জুলাই, ২০২৫ রাত ১১:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: লিগ ও আমলা ধরতে গিয়ে এরা বেচা গিয়েছে। এই কাজ ছিলো পুলিশ আর সেনাবাহিনির ।
৩| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ১:১৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চোরে চোরে মাসতুতো ভাই,
রাজনীতিতে নেংটা বাবার
কেমনতর বড়াই ???
৪| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ১:২০
ইপিআর সৈনিক বলেছেন:
@কুতুব,
আপণি একটু বেশী বুঝেন, সেজন্য সবকিছুর ব্যাখ্যা দিতে পারেন সহজেই।
এদেরকে আমি ১৯৫৮ সাল থেকে জানি; এরা আইয়ুবের ক্যু'এর সমর্থক ছিলো, এরা ৭১'এর রাজকার, এরা শেখ হত্যার সমর্থক।
৫| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ১:২২
ইপিআর সৈনিক বলেছেন:
এরা বেপ্লবী, শীঘ্রই আপনার বেপ্লবী সরকার গঠন করবে।
৬| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ১:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: ইপিআর @বিপ্লবী সরকার হবে না আর। একটা কোটা আন্দোলন কে পুজি করে সবাই ধান্দা করছে এটা সহ্য হয় না। তাই মাঝে মাঝে বেশি বলে ফেলি। ছবির দুইটা নাকি আবার টিউশান করে, টিচার। ছাত্রদের কি পড়ায়েছে কে জানে।
৭| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ২:০৪
কামাল১৮ বলেছেন: বাবার কথায় প্রমান হয়, পুরা পরিবার চাঁদাবাজ।
৮| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ৩:৫৪
ইপিআর সৈনিক বলেছেন:
@কুতুব,
বেপ্লবী সরকার কি হবে না?
৯| ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: চারিদিকে এত চাঁদাবাজি- এজন্য দায়ী ইউনুস। অই অযোগ্য লোকটার জন্য দেশের আজ এই অবস্থা।
১০| ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৫০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ছাত্র বা অন্যকোন পরিচয়ে চাঁদা চাইলেই ধরে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিতে হবে ।
১১| ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ১১:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: গুন্ডা ছাত্রলীগের মতো এখনো হয়নি আরো সময় লাগবে। খারাপ কাজ করলে এখনো মানুষ বলে, তুই মানুষ না আম্লিগ?
১২| ০১ লা আগস্ট, ২০২৫ রাত ১২:০৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সৈয়দ মশিউর রহমান বলেছেন: গুন্ডা ছাত্রলীগের মতো এখনও হয়নি, আরো সময় লাগবে। খারাপ কাজ করলে এখনও মানুষ বলে, তুই মানুষ না আম্লিগ? ছাত্রলীগের তো অনেক বছর লেগেছে, সমন্বয়করা একবছর সময়ও নেয়নি। স্ট্রাইক রেট দেখেন আগে।
১৩| ০১ লা আগস্ট, ২০২৫ সকাল ১০:৪৩
জুল ভার্ন বলেছেন: সমন্বয়কদের পেশা উন্নয়ন।
১৪| ০১ লা আগস্ট, ২০২৫ সকাল ১১:০১
ক্লোন রাফা বলেছেন: রাজাকাররা
যা করেছিলো ১৯৭১ সালে! লুট তরাজ, অগ্নিসংযোগ , ভাঙচুর, এবং হত্যা।
এখন এই রাজাকারের বাচ্চারা ঠিক তাই করছে! মব সৃষ্টি করে হত্যা করছে! মানুষের বাড়িতে ঢুকে লুট করছে, ব্যাবসা প্রতিষ্ঠানে গিয়ে চাদাবেজি করছে। আর বীপরিত মতাদর্শের মানুষদের অপমান ও লান্ছিত করে পৈশাচিক উল্লাস করছে।
শুধু ভুলে গেছে এই অবৈধ দখলদার বাংলাদেশের শেষ সরকার না । সামনে আরো অনেক সরকার আসবে.....
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০২৫ রাত ১১:৩৭
কলিমুদ্দি দফাদার বলেছেন: