নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা আমি

ধূসর সন্ধ্যা

ধূসর সন্ধ্যা › বিস্তারিত পোস্টঃ

ভারতে ইলিশ রপ্তানিতে ইলিশের দামের উপরে কোন প্রভাব পড়ে?

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৩

বর্তমানে ভারত বিরোধী বাংলাদেশীর অভাব নেই। তবে এদের ভেতরে কিছু আছে আহম্মক। এদের কিছু সংখ্যক মনে করে যে দেশে ইলিশের দাম বেশি কারণ ভারতে ইলিশ যাচ্ছে। ভারতে প্রতি বছর ইলিশ যায় সত্যি কথা কিন্তু তাতে ইলিশের দামের উপর কোন প্রভাব পড়ে না। এদেশে যে বিশাল সংখ্যক ইলিশ ধরা ধরা পড়ে তার অতিক্ষুদ্র পরিমান যায় ভারতে।

ইলিশ উৎপাদন:
-২০২১-২২ অর্থবছর: বাংলাদেশে মোট ইলিশ উৎপাদন ছিল ৫,৬৬,৫৯৩ মেট্রিক টন। সুত্র
-২০২২-২৩ অর্থবছর: মোট ইলিশ উৎপাদন ছিল ৫,৭১,৩৪২ মেট্রিক টন। সুত্র
-২০২৩-২৪ অর্থবছর: জুলাই-আগস্ট মাসে ইলিশ আহরণ হয়েছে ৫৬,০২৭ মেট্রিক টন, যা আগের বছরের (৮১,৮৭৬ মেট্রিক টন) তুলনায় কম। সুত্র

বাংলাদেশে বছরে গড়ে প্রায় ৫.৫ থেকে ৬ লাখ মেট্রিক টন ইলিশ ধরা পড়ে, যার অধিকাংশ সমুদ্র থেকে আসে।সুত্র

ভারতে ইলিশ রপ্তানির চিত্র:
-২০১৯-২০ অর্থবছর: ৪৭৬ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়, যা মোট উৎপাদনের প্রায় ০.০৮৪% (৫,৬৬,৫৯৩ টনের তুলনায়)।সুত্র
-২০২০-২১ অর্থবছর: ১,৬৯৯ মেট্রিক টন রপ্তানি হয়, যা মোট উৎপাদনের প্রায় ০.৩%। সুত্র
-২০২১-২২ অর্থবছর: ১,২৩০ মেট্রিক টন রপ্তানি হয়, যা মোট উৎপাদনের প্রায় ০.২২%। সুত্র
-২০২২-২৩ অর্থবছর: ১,৩৯১ মেট্রিক টন রপ্তানি হয়, যা মোট উৎপাদনের (৫,৭১,৩৪২ টন) প্রায় ০.২৪%।সুত্র
- ২০২৩-২৪ অর্থবছর: ৬৬৪.৮৬ মেট্রিক টন রপ্তানি হয়, যা মোট উৎপাদনের প্রায় ০.১২% (আনুমানিক ৫.৫ লাখ টন ধরে)। সুত্র


- গড়ে বাংলাদেশে বছরে ৫.৫-৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়।
- ভারতে রপ্তানি সাধারণত মোট উৎপাদনের ০.১% থেকে ০.৩% এর মধ্যে থাকে। গত পাঁচ বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গড়ে ০.২৯% ইলিশ ভারতে রপ্তানি হয়। সুত্র
- ২০২৪-২৫ অর্থবছরে দুর্গাপূজা উপলক্ষে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে, তবে এর পুরোটুকু রপ্তানি নাও হতে পারে (যেমন গত বছর ৩,৯৫০ টনের অনুমোদনের বিপরীতে মাত্র ৮০২ টন রপ্তানি হয়েছিল)।সুত্র সুত্র

প্রতি বছর মোট উৎপাদনের মাত্র ০.১% থেকে ০.৩% যাচ্ছে, আর এতেই নাকি দেশের মানুষ ইলিশ খেতে পারছে না। এই ০.১% থেকে ০.৩% মাছের কারণেই নাকি ইলিশ মাছের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৩

জেনারেশন একাত্তর বলেছেন:



ভারতে যদি ১টি ইলিশ যায়, উহা ১ জন হিন্দু খায়, ইহা মুসলমানদের জন্য সমস্যা

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৭

nicolai বলেছেন: Thanks for sharing these outstanding works. Would be happy to speak with you using entertaining games for you to unwind, either [url=https://skribblio.online]skribbl io[/url] click here.

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কথা ঠিক আছে। কিনতু শেখ হাসিনার পতনের সাথে ইলিশের পলিটিক্স জড়িত বলে কেউ কেউ মনে করেন । আবরার ফাহাদ কে মরতে হয়েছিলো ইলিশ নিয়ে লেখার কারণে । এখন এডভাইজার ফরিদা আখতার শুরুতে বলেছিলেন যে আমার দেশের মানুষ আগে ইলিশ খাবে । কিনতু বাংলাদেশের ইলিশ মাছ এক্সপোরট করে ইনকাম হয় সেটা উনার ও জানা । তাহলে সে কথা কেনো বলতে গেলেন ? আবার বলেছেন ডিজেলের দামের কারণে ইলিশের দাম বেড়ে গেছে । এসব বেহুদা কথা জাতি উনাদের কাছে শুনতে চায় না ।

মানুষ ইলিশ না খেতে মারা যাইতেসে এমন কখনো হয় নাই । বাজারে বাকি মাছের দাম ও কিনতু কম না । যদি তেলাপিয়ার হিসাব করেন গত এক বছরের একশত টাকা বেড়েছে। রুই মাছ, পাঙগাস , তেলাপিয়া এসব মাছের দাম সহনিয় থাকলেই মানুষ খুশি ।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৮

nicolai বলেছেন: Let's create more to make the skribbl io game more attractive and interesting.

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:২৭

কামাল১৮ বলেছেন: বাজারে এখন ইলিশ কেনার লোক নাই।মাগনা বললেও কেই নেয় না।হাসিনার পতনের কারিশমা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.