নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমার এক বন্ধু ভোরে আযানের সময় ঘুম থেকে উঠতে পারে নি। তাই বলে নাকি তার রোজ ভেঙ্গে গেছে। আসলে রোজা কি? রোজা কি কোন জিনিষ, আপনি ছুড়ে মেরে ভেঙ্গে ফেলবেন; নাকি কোন কাঁচের জিনিষ হাত থেকে পড়ে ভেঙ্গে যাবে। রোজা হচ্ছে ঐতিহাসিক রমযান মাস পালনের একটা উৎসব। এ মাসে উপবাসের মাধ্যমে আমরা আমরা শরীরের সঞ্চিত অতিরিক্ত চর্বি মেদ ভুড়ি দুর করে থাকি। অল্প একটু ভুলের জন্য রোজা ভেঙ্গে যাবে! যাহা আধৌ ভাঙ্গার বস্তু নয় তাহা আবার ভাঙ্গে কিভাবে? ও আরেক কথা, আচ্ছা, রোজা কি ওজন করা যায়? রোজা কি বাতাস যে অনুভব করে ওজন করবো? রমযান মাসে রোজা থেকে গান শুনলে, অতি উচ্চস্বরে কথা বললে রোজা হালকা হয়। যাহা ওজন করা যায় না তাহা আবার হালকা হয়। হা.হা.হা. কি অদ্ভুদ সুন্দর কথা!
=>অসীম
২| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:১৫
আহলান বলেছেন: জ্বি, রোজা অবশ্যই ওজন করা যায় , তবে সেটা আপনি আমি করতে পারব না। আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য, এর পুরস্কার /প্রতিদান আমি দেবো .... সুতরাং ওজোনটাও উনিই মাপবেন ...
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৬ সকাল ১০:২৫
সেলিম৮৩ বলেছেন: উল্টাপাল্টা সাইজের কথা।