![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের তুলনায় অনেক ছোট দেশ। দেশ ভ্রমন অনেকের সখ। এই দেশ ভ্রমন করতে গিয়ে সাধারন জনগনকে অনেক ভোগান্তি পোহাতে হয়। কোথায় ভাড়া বেশি নেয়। কখনো ভুলবাসে নামের উঠার কারণে ভুল জায়গায় যেতে হয়। বাংলাদেশ ভ্রমন সংক্রান্ত কোন অ্যাপস নেই যা যাত্রীর ভ্রমনকে সহজবোধ্য ও সাশ্রয়ী করে দেবে। এ দেশ ভ্রমনের সহজ যানবাহন হচ্ছে ট্রেন, বাস, সীট্রাক। আপনি যদি পারেন, একটা অ্যাপস তৈরী করুন যাতে কোন ট্রেন/বাস/সীট্রাক কোথা থেকে ছাড়বে, কখন ছাড়বে, কোথায় যাবে, ভাড়া কত হবে? অবশ্য তাকে প্রথমে একটা স্থান নির্দেশ করতে হবে। এতে গুগল ম্যাপ থাকতে হবে।ট্রেন/ বাস/ সীট্রাকের নাম, ভাড়ার পরিমান, ট্রেনের সিড়িউল, ও জোয়ার ভাটার কারনে সীট্রাকের সময়সূচি আপডেটের ব্যবস্থা থাকতে হবে। অ্যাপসটি ব্যবহার করতে ইন্টারনেট থাকতে হবে । যদি পারেন কাজে নেমে পড়ুন। আমিসহ সকল বাংলাদেশী, বাংলাদেশ ভ্রমনকারী সবার উপকার হবে।
২| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৭
asim বলেছেন: আমরা এখন আপাতত চেষ্টা করলে শুধু বাংলাদেশ ট্রেন ভ্রমন অ্যাপস তৈরি করার চেষ্টা করতে পারি। কারণ ট্রেন ঠিক সময়ে চলে।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৮
asim বলেছেন: আমরা এখন আপাতত চেষ্টা করলে শুধু বাংলাদেশ ট্রেন ভ্রমন অ্যাপস তৈরি করার চেষ্টা করতে পারি। কারণ ট্রেন ঠিক সময়ে চলে।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৮
কালীদাস বলেছেন: এটা এই মুহুর্তে কেন সম্ভব না উত্তর আপনার পোস্টেই আছে। একটা শহরেও পাবলিক ট্রান্সপোর্ট সেন্ট্রালি সিনক্রোনাইজড না, এক্সিজটিং গুগল ম্যাপেই কোন রুটে বাস সার্ভিস দেখাতে পারেনা এজন্য। এটা যতদিন ঠিক না হচ্ছে, ট্রাফিক ন্যুনতম প্রেডিক্টেবল না হচ্ছে, গুগল ম্যাপ প্রোপারলি কাজ করবে না, কনসিকিয়েন্স হিসাবে অন্য কোন এপসও ঠিকমত আপনাকে গাইড করতে পারবেনা।