![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার আনন্দের আজ আমি পেলাম ভাগ ...
একটু করে তোমায় ছুঁলাম সে হলো ভালবাসার দাগ ...
কই ছুইলা?
পাই নাই তো তোমার স্পর্শ ?
যদি কোনদিন ছুঁয়ে দেই তবে এই দুই লাইন তুমি মনেমনে ভেবে নিও ।
তাই ? আমার ওপর এতো অধিকার তোমার?
কই না তো ...এ নহে অধিকার ...এ শুধু আমার মনের বাক্য ব্যাবহার ...অধিকার পাওয়া অনেক কঠিন ...আর পেলেও রাখা কষ্টকর আর সে যোগ্যতা কি আছে নাকি আমার ? বলো তুমি ?
যোগ্যতা ঠিকই আছে, শুধু কতটুকু কাজে লাগাতে পারো সেটার বিষয় ।
তুমি প্রকাশ হবে যত ... আমিও প্রকাশ হবো তত
ওহহো ! ৫০-৫০ ব্যাপার স্যাপার তাহলে !
শতভাগ কিছু হয় নাকি ?
আমি তোমার কাছে ভালোবাসার , অন্য কারো কাছে হয়তো ঘৃণার পাত্র ।
এটাই তো নিয়ম ...অন্যর কাছে ঘৃণার পাত্র তুমি , আর তোমার ভালোবাসার কাঙ্গাল আমি ।
মনে রেখো একজন মানুষ সবার কাছে ভালো / খারাপ হতে পারে না , আর এটাই চরম সত্যি ।
আচ্ছা শুনো , শুধু তোমায় ভালোবাসি
( তার সেই মুচকি হাসিটা আবার আমার চোখে ধরা পরলো =D )
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২২
অসিত কর্মকার সুজন বলেছেন: খুবভালো একজন বন্ধুর সাথে আলাপচারিতার কিছু অংশ এটি । ধন্যবাদ দাদা
২| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৮
আলভী রহমান শোভন বলেছেন: ভালো বন্ধুর সাথে আলাপচারিতা যেন এমন হয় !
বন্ধু নাকি বন্ধুর চেয়ে বেশী কিছু।
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২২
অসিত কর্মকার সুজন বলেছেন: বলেছেন: সাধারণ পরিচয় থেকে ভালো বন্ধু । সেখান থেকে বন্ধুর চেয়ে বেশী কিছু হতে গেলেও অনেকটা সময়ের ব্যাপার । সেই সময়ের সময়ের অপেক্ষায় আছি । কারণ আমার সেই বন্ধুটি বলে , সময় সব বলে দেবে। ভাইয়া তুমি আমার আর আমার সেই ভালো বন্ধুটির জন্যে দোয়া কইরো হুম আর তুমিও ভালো থেকো
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:২৪
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছো