নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কাছে জীবন মানে ক্ষণিক সুখে অপরকে ভুল না বোঝা।

অসিত কর্মকার সুজন

আমার আকাশে আমি ধ্রুবতারা।

অসিত কর্মকার সুজন › বিস্তারিত পোস্টঃ

কাল্পনিক কথোপকথন পর্ব- ২

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১০




তুমি তো বলেছিলে আমার কোনকিছুতেই তোমার সমস্যা নাই । আর এখন সমস্যা ভাবছো আমাকে ?

হুম , তোমার সব কিছুতেই সমস্যা আমার । হলো তো ...

আমি তো এখন তোমার জীবনের সবচেয়ে বড় একটা সমস্যার কারণ ।

হুম , তাই তো দেখছি এখন ।

তাহলে সমস্যা মিটিয়ে নাও । সমস্যা নিয়ে এগিয়ে যেতে পারবে না ।

তোমাকে এগিয়ে যেতে কে বলেছে ?

তোমার সমস্যা আমি , আমার সমস্যা তুমি না । সুতরাং , সমস্যাগুলো তুমি শেষ করে দাও । আমি সব কিছুই সহজভাবে নিতে পারি ।

ও , আচ্ছা ।

তুমি তো আমাকে সেই অনেক ধরে চেনো তাও আমার একটা জিনিস আজো চিনলে না ?

কি এমন জিনিস যা আজো চিনলাম না ? শুনি ?

আমার মন টা ।

মন দেখা যায় বুঝি ?

চাইলে সৃষ্টিকর্তার দেখা মেলে , আর মন তো সাধারণ ... যদি দেখার দৃষ্টি থাকে , বুঝলা পিচ্চি বাবু =D ।

হুম, তা অবশ্য ঠিক বলেছো ...

আচ্ছা শুনো ...তোমাকে একটু বেশী ভালোবাসি আমি ।

(চলে যেতে গিয়েও দৌড়ে এসে জড়িয়ে ধরলো দুজন দুজনকে )

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৬

নোমান প্রধান বলেছেন: হেহেহ এত্তো মজা না মিয়া

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৩

অসিত কর্মকার সুজন বলেছেন: হুম , সেতো অবশ্যই । কিন্তু , কাল্পনার মজায় সব মজাই মজা :)

২| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩০

আলভী রহমান শোভন বলেছেন: আসলেই কল্পনা ছিল পুরোটুকু? আমার কেন যেন বাস্তব মনে হচ্ছে কথোপকথনটা। শুধু শেষের লাইনটা ছাড়া। ;)

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২১

অসিত কর্মকার সুজন বলেছেন: তাই নাকি , তোমার কাছে বাস্তব মনে হচ্ছে । তার মানে তোমার সাথে ঠিক এমন করে কেও কথা বলে :) যেহেতু সব বাস্তব লাগছে শেষ লাইন ছাড়া , তবে তুমি শেষ লাইনটা তুমি বাস্তব করে দিও। তোমার বাস্তবের ভালোলাগার মানুষের সাথে :) :-

ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্যটাই
বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই

ঠিক এইভাবেই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.