নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কাছে জীবন মানে ক্ষণিক সুখে অপরকে ভুল না বোঝা।

অসিত কর্মকার সুজন

আমার আকাশে আমি ধ্রুবতারা।

অসিত কর্মকার সুজন › বিস্তারিত পোস্টঃ

নিখোঁজ...... সময় না অনুভূতি , সত্যি কে নিখোঁজ ?

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪৬





নিখোঁজ
অসিত কর্মকার সুজন

আজকে হঠ্যাৎ করেই বইয়ের তাক গুছাতে গিয়ে পড়লো চোখে
আঁতকে উঠলাম সেই চিরচেনা গোটা গোটা হাতের লিখা চিঠি দেখে
এতো বছর দেখি নি কেন , কিঞ্চিৎ প্রশ্ন জাগে আমার মনের কোণে
একটু একটু করে নিজের অজান্তেই ফিরে যায় স্মৃতির নিজ নিকতনে
প্রথম যেদিন আড়চোখে তাকালাম , সেদিনই আগমন ঘটলো কলেজ ক্যাম্পাসে
দু'পা আগাই তো তিন'পা পেছায় ,যেনো হাঁটছে পা আমার জ্যামিতিক কম্পাসে
এইভাবে চলতে চলতে একসময় দুজন বাঁধা পড়লাম ভালোবাসার স্রোতে
অবশ্য মাঝে দ্বিমত থাকতো , ঝগড়াও হতো , কিন্তু দিনশেষে মিলতাম আবার সেই এক মতে
এভাবে চলতে থাকে কিছুদিন , কি এক অজানা কারণে তার দেখা মেলা হলো ভার
নানা রকম চিন্তা-ভাবনা মনে বাসা বাঁধে, ভাবে এই জনমে হলাম না বুঝি তার
কতজনার মাধ্যমে জানতে চেয়েছিলাম তার বাড়ির ঠিকানা
কেই বা দেবে ... আমিই তো ছিলাম ওর একমাত্র চেনাজানা
সময়ের প্রয়োজনে আমিও ধীরে ধীরে কিভাবে যে আজ হয়ে গেলাম ব্যস্ত
এখনো সেই ব্যস্ততার জালে নিজেকে ফেলে রেখেছি , নিয়মের অনিয়মে অভ্যস্ত
মাঝে মাঝে যে দেখেছি তাকে , পেয়েছি স্বপ্নের রাজপথে অথবা হৃদয়ের আঙ্গিনায়
ঘুমের ঘোর কেটে গেলে মন টা খারাপ করে ফিরে আসতাম আবার বাস্তবতায়
কখনো একা একা বৃষ্টিতে ভিজে অথবা শান্ত বাতাস ছুঁয়ে নিয়ে চলে যেতাম নিতে তার খোঁজ
আর হয়তো দেখা মিলবে না , এভাবে দিন মাস বছর পেরিয়ে আজো সে আমার কাছে নিখোঁজ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: লেখা সুন্দর হয়েছে ।

টাইপিং সচেতন হতে হবে।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:৪৮

অসিত কর্মকার সুজন বলেছেন: কবিতা লিখায় তেমন পারদর্শী নই। শুধু একটু সময় বের করে নিজের খেয়ালে কিছু লিখে যাই । ভালো লেগেছে শুনে আমি আনন্দিত । আমার ভুল গুলো ধরিয়ে দিলে আরো বেশী খুশি হবো ভাইয়া :)

২| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫৬

অরুনি মায়া অনু বলেছেন: নিখোঁজ হয়েছে শুধুই তার উপস্থিতি, তার অনুভূতি নয়।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৬

অসিত কর্মকার সুজন বলেছেন: হুম , ঠিক বলেছো আপু। উপস্থিতি টাই আজকে অনুপস্থিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.