![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দগ্ধ আগ্নেরগিরি
অনুশোচনার আগুনে দগ্ধ হতে হতে এক সময় বুঝলাম সহনশীলিতার আবরণ গুলো সংকীর্ণ হয়ে আসছে ।
কে যেনো বলছে ওহে শোন , তুমি তো ভালোই ধৈর্য্য ধারণ করতে শিখেছো , অনেক উপরে উঠবে তুমি ,
সাফল্য এসে ধরা দেবে তোমারই পায়ের তলায় , সম্মানমুকুট এসে শোভা ছড়াবে তোমার মস্তকে ,
চারিদিকে উল্লসিত হবে তোমারই নাম আর সাধারণ থেকে গুণীজন সবার কাছে তুমি এই তুমিই হবে আদর্শের সেরা ।
আর আমি ভাবছি ...এই যে জ্বলছি আর পুড়ছি তাতে কি আমি আদৌ আমি আমার স্বত্তাকে বিসর্জন দিতে পেরেছি ?
আমার স্বত্বা কি সবসময়য় এভাবেই সয়ে যাবে ?
আগ্নেরগিরি তার অগ্ন্যুৎপাত যে সবসময়য় দেখায় না তা অনেকে জানলেও ভুলে যায় ...
আচ্ছা এই ভুলে যাওয়া কি আসলেই ভুলে যাওয়া নাকি ইচ্ছে করে মনে না রাখার চেষ্টা
নাকি যাতাকলে অন্যকে পিষে ফেলার পুরনো প্রয়াস ?
যা কি না স্বার্থের অনেক পুরনো চাদর দিয়ে ঢাকা ...
একটা হিসেব আসলেই কষে নেয়া দরকার । দগ্ধ হতে হতে এক সময় তো আমারই অস্তিত্ব থাকবে না ...
©somewhere in net ltd.