![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকুতি
অসিত কর্মকার সুজন
ও পথচারী , আরে শোন না , শোন একটু ভায়া
শহীদ মিনার কতদূরে , দেখা যায় কি তার ছায়া ।।
বার্ধক্যে আজ যাচ্ছি মরে ,নিয়ে এই অস্তমিত প্রাণ
মনে আমার আশা ছিলো , শহীদদের দেবো সম্মান ।।
যাদের রক্তের তাজা ঘ্রাণ এখনও বাতাসে ভাসে,
নিতে পারি যেন তাঁর সুবাস আমার শেষ নিশ্বাসে।।
হায় সেই বুঝি আর হলো না , নিভে যাচ্ছে আয়ু
ধন্য আমার এই মানব-জন্ম নিয়ে বঙ্গের বায়ু ।।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯
অসিত কর্মকার সুজন বলেছেন: বাংলায় জন্মেছি তাই বাংলার আলো বাতাস পেয়ে ধন্য , তাই বুঝাতে চেয়েছি । হয়তো সহজে বুঝাতে পারিনি , ধন্যবাদ ।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর লিখেছেন, অসিতদা।
ব্লগে তো শুধু কমেন্ট করতেই আসেন আপনি। আপনার লেখা দেখতে চাই ব্লগে বেশী বেশী।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৮
অসিত কর্মকার সুজন বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য । হুম চেষ্টা করবো আরো ভালো লিখার জন্য
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪০
টুনটুনি০৪ বলেছেন: সুন্দর লিখেছে!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৮
অসিত কর্মকার সুজন বলেছেন: ধন্যবাদ আপু
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭
নাগরিক কবি বলেছেন: শেষ লাইনটা বুজি নাই ভাই