নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কাছে জীবন মানে ক্ষণিক সুখে অপরকে ভুল না বোঝা।

অসিত কর্মকার সুজন

আমার আকাশে আমি ধ্রুবতারা।

অসিত কর্মকার সুজন › বিস্তারিত পোস্টঃ

মধু মাসের ফলের রসের রেসিপি

০১ লা জুলাই, ২০২০ সকাল ১১:৫২

এই মধুমাসে যেকোন ফল বা ফলের রস খুব সহজেই প্রশান্তি এনে দেয় । ব্লগবাসীদের জন্য সেরকমই চার রকমের পানীয় রেসিপি নিয়ে হাজির হলাম।    





ওয়াটার মেলন ওয়ান্ডার

উপকরণ ঃ তরমুজের রস২ গ্লাস , আদার রস ১/২কাপ , লেবুর রস১/২ কাপ, মধু ১/২কাপ , গোলমরিচ গুঁড়ো১/২ চাচামচ , বিট লবণ১/২ চাচামচ ।

প্রণালী ঃ একটি জগে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।



লামখাই রিফ্রেশার

উপকরণ ঃ লটকন ২৫০গ্রাম , নারকেল পানি১ লিটার , আইসিংসুগার ১/২কাপ , বিট লবণ১/২ চাচামচ , লেবুর রস১/২ কাপ, আদার রস ১/২ কাপ ।

প্রণালী ঃ লটকনের খোসা ফেলে নারকেল পানিতে ভালোকরে চটকিয়ে ছাঁকনিতে ছেকে নিন। এবার ছাঁকা তরল পানিতে বাকী সব উপকরণ ভালোভাবে মিশিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।  





ব্যানানা-ওটস মিল্কশেক

উপকরণ ঃ পাকা কলা১ টি , ওটস ১কাপ , তরল দুধ ২ কাপ , মধু২ চা চামচ, ক্রিম ২ চাচামচ  ।

প্রণালী ঃ তরল দুধে ওটস ৫ মিনিট ভিজিয়ে নিন। এবার সব উপকরণ একসাথে ব্লেন্ড করে পছন্দমতো গ্লাসে ঢেলে পরিবেশন করুন।




ম্যাংগো সুদিং


উপকরণ ঃ পাকা আমের প্লাপ ২৫০ গ্রাম , বাদাম বাটা ১ চা চামচ , মধু ২ চা চামচ , লেবুর রস ১ চা চামচ , ঠান্ডা পানি পরিমানমতো।

প্রণালীঃ ব্লেন্ডারে সব উপকরণ ব্লেড করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন ।





আমাদের সময় পত্রিকায় রেসিপিগুলো আজ প্রকাশিত হয়েছে

রেসিপি ও ছবি : অসিত কর্মকার সুজন

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ১২:১০

ঢুকিচেপা বলেছেন: ভাল লাগলো। ট্রাই করতে হবে।

ধন্যবাদ।

০৬ ই জুলাই, ২০২০ সকাল ১০:০৪

অসিত কর্মকার সুজন বলেছেন: স্বাগতম

২| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ১:২৪

নেওয়াজ আলি বলেছেন: ভীষণ ভালো লাগলো ।

০৬ ই জুলাই, ২০২০ সকাল ১০:০৪

অসিত কর্মকার সুজন বলেছেন: স্বাগতম । রেসিপি বানিয়ে জানাবেন ।ধন্যবাদ

৩| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ১:৩৫

ইসিয়াক বলেছেন: ট্রাই করবো নিশ্চয়।
শুভকামনা।

০৬ ই জুলাই, ২০২০ সকাল ১০:০৫

অসিত কর্মকার সুজন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৪| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: ফল জুস করে খাওয়ার চেয়ে কামড়ে খেয়ে বেশি আরাম।

০৬ ই জুলাই, ২০২০ সকাল ১০:০৭

অসিত কর্মকার সুজন বলেছেন: একদম সত্যি বলেছেন । তবে কিছু কিছু ফ্লের জুস খেতেই মজা ।ধন্যবাদ

৫| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৩:৫৮

ডি মুন বলেছেন: উপকারী পোস্ট।
ধন্যবাদ

০৬ ই জুলাই, ২০২০ সকাল ১০:০৮

অসিত কর্মকার সুজন বলেছেন: স্বাগতম

৬| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

০৬ ই জুলাই, ২০২০ সকাল ১০:০৯

অসিত কর্মকার সুজন বলেছেন: আশা করি রেসিপি গুলো ট্রাই করবেন ।ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.