নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কাছে জীবন মানে ক্ষণিক সুখে অপরকে ভুল না বোঝা।

অসিত কর্মকার সুজন

আমার আকাশে আমি ধ্রুবতারা।

অসিত কর্মকার সুজন › বিস্তারিত পোস্টঃ

ভিনদেশী ডেজার্ট

২৯ শে জুলাই, ২০২০ সকাল ৯:১৮

ঈদের দিনে নাশতার টেবিলে মিষ্টি জাতীয় খাবার থাকবেনা ভাবা যায় না । আজকাল ঈদের দিনে সেমাই এর পাশাপাশ পৃথিবীর অন্যান্য দেশের মিষ্টি জাতীয় খাবার জায়গা করে নিয়েছে ।





সেরকমই দুটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি । নাম শুনে অবাক হলেও উপকরণ গুলো আমাদের কাছে খুব একটা  পুরনো নয়  , শুধু প্রণালী একটু এদিক-সেদিক ।









১ । লুকায় মাত ( অ্যারাবিয়ান )

উপকরণ :

ময়দা ১ কাপ , চিনি ১ চা চামচ , গুড়ো দুধ ১/২ কাপ , ঈষদুষ্ণ গরম পানি ৩/৪ কাপ , ইষ্ট ১/২ চা চামচ , দারচিনি গুড়ো ১/২ চা চামচ , জাফরান ১/২ চা চামচ , চিনির সিরা ১ কাপ , তিল ১/২ চা চামচ সাজানোর জন্য ।

প্রণালী :

একটি বোলে ময়দা , ইষ্ট , গুড়ো দুধ , চিনি , দারচিনি গুড়ো ও জাফরান ভালোভাবে মিশিয়ে নিন । এবার অল্প অল্প করে ঈষদুষ্ণ গরম পানি মিশিয়ে ভালোকরে ফেটিয়ে ঘন ডো করে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখুন । ৩০ মিনিট পর ডো ফুলে দ্বিগুন হলে আবার ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিন ।প্যানে তেল গরম করুন । চামচে মিশ্রণ অল্প পরিমানে নিয়ে তেলের মধ্যে ছাড়ুন । ফুলে উঠে লালচে ও মুচমুচে করে ভাজা হলে নামিয়ে নিন ।কিছুটা ঠান্ডা হলে চিনির সিরায় গড়িয়ে পরিবেশন পাত্রে নিয়ে উপর থেকে তিল ছড়িয়ে পরিবেশন করুন।





২ । আরোজ কন লোচে ( পর্তুগীজ )

উপকরণ :

আতপ চাল ১ কাপ , তরল দুধ ৩ কাপ , চিনি ১ কাপ , ডিমের কুসুম ২ টি , দারচিনি গুড়ো ১ /২ চাচামচ , লেবুর খোসা ১/২ কাপ , ভ্যানিলা এসেন্স মাখন ১ টেবিল চামচ , পানি ২ ১/৪ কাপ , লবণ স্বাদমতো ।

প্রণালী :

চাল ভালো করে ধুয়ে নিন । একটি পাত্রে চাল ও পানি দিয়ে মাঝারি আছে ১৫ মিনিট রান্না করুন । অন্য পাত্রে তরল দুধ গরম করে সাথে ডিমের কুসুম ভালোভাবে মিশিয়ে , লেবুর খোসা , চিনি , ভ্যানিলা এসেন্স , মাখন দিয়ে মিশিয়ে স্বেদ্ধ করা চালের মধ্যে দিয়ে নাড়ুন । আঠালো হয়ে এলে ওভেন অফ ১৫-২০ মিনিট ঢেকে রাখুন । ঠান্ডা হয়ে এলে পরিবেশন ডিশে নিয়ে দারচিনি গুড়া ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার এই ডেজার্ট ।


আমাদের সময় পত্রিকায় রেসিপিগুলো ২৯/০৭/২০২০ সালে প্রকাশিত হয়েছে

রেসিপি ও ছবি : অসিত কর্মকার সুজন

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২০ সকাল ১০:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার মনে হয় আরোজ কন লোচে খাইতে খুবই মজার হবে।

০২ রা আগস্ট, ২০২০ সকাল ১০:২৪

অসিত কর্মকার সুজন বলেছেন: হুম আমাদের পায়েস বা ক্ষীরের মতো কাছাকাছি একটা খাবার । আশাকরি ভালোলাগবে । ধন্যবাদ ।

২| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:০১

সপ্তম৮৪ বলেছেন: এরাবিয়ান অনেক ডেসার্ট খাইছি।
আমার কাছে দেশি রসগোল্লা , চমচম , দই , পায়েস ছাড়া দুনিয়ার সব ডেজার্ট অখাদ্য লাগে।

০২ রা আগস্ট, ২০২০ সকাল ১০:২৫

অসিত কর্মকার সুজন বলেছেন: নিজের সব কিছুই ভালোলাগা স্বাভাবিক । আমার কছে রসোগোল্লা ও দই খুব পছন্দের ।

৩| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: পোস্টে দুইবার লেখা আসছে দাদা ঠিক করে দেন

ধন্যবাদ আপনাকে

২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১২

অসিত কর্মকার সুজন বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।ঠিক করে দিয়েছি এখন .।

৪| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: ভাত পাই না ডের্জাট!!!

০২ রা আগস্ট, ২০২০ সকাল ১০:২৬

অসিত কর্মকার সুজন বলেছেন: হা হা তাই নাকি :((

৫| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৫

শেরজা তপন বলেছেন: মিষ্টি আমার অপছন্দের- তবুও ডেজার্ট দুটো লোভনীয় মনে হচ্ছে।

০২ রা আগস্ট, ২০২০ সকাল ১০:২৮

অসিত কর্মকার সুজন বলেছেন: আমার কাছে মিষ্টি বলতে সন্দেশ কে বেশী ভালোবাসি ।এতে কিছুটা সহনীয় মাত্রায় চিনির স্বাদ থাকে ।হুম ডেজার্ট দুটো খুব সাধারণ কিন্তু খেতে লভোনীয় । ধন্যবাদ

৬| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৭

নেওয়াজ আলি বলেছেন: খাবার বানিয়ে আপনার পাশের বিপদে পড়া মানুষকে খেতে দিন । উপকার হবে ।

০২ রা আগস্ট, ২০২০ সকাল ১০:২৯

অসিত কর্মকার সুজন বলেছেন: হুম , এ কাজ টা আমি করি । আমাদের সবার এ কাজ করা উচিত ।। ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.