নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কাছে জীবন মানে ক্ষণিক সুখে অপরকে ভুল না বোঝা।

অসিত কর্মকার সুজন

আমার আকাশে আমি ধ্রুবতারা।

অসিত কর্মকার সুজন › বিস্তারিত পোস্টঃ

হাঁসের মাংসের রেসিপি : এক হালি (প্রথম পর্ব )

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪১

শীতকাল এলেই হাঁসের মাংস খাওয়ার হিড়িক পরে,এ অবশ্য নতুন কিছু না।তবে গ্রাম বাংলায় হাঁসের মাংস ভুনার সাথে চিতই পিঠা বা ছিট রুটি দিয়ে খাওয়ার মজাই আলাদা। যেহেতু রন্ধন শিল্পের সাথে জড়িত সুবাধে রেসিপিতে কিছু নতুনত্ব তৈরি করতে হয় , তবে  অবশ্যই পুরনো রেসিপিগুলোর সাথে সামঞ্জস্য রেখে। তারই ধারাবাহিকতায় আজ আপনাদের জন্য হাঁসের মাংসের রেসিপির প্রথম পর্ব নিয়ে হাজির হলাম ।



সাতকড়ায় হাঁসে মাংস

উপকরণ :

মাংস ৫০০ গ্রাম ,সাতকরা  ১টি , পেঁয়াজ কুচি  ১ কাপ , রসুন বাটা ১/২  চা চামচ ,আদা বাটা ১/২  চা চামচ , হলুদ গুঁড়া ১ চা চামচ , মরিচ গুঁড়া ১ চা চামচ , ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ , জিরা গুঁড়া ১/২ চা চামচ , এলাচ ২ টি , দারুচিনি  ১ টুকরা  , লবঙ্গ ৩টি গোলমরিচ ৫টি , তেজপাতা  ২ টি   ,সরষে তেল ১/২ কাপ ,লবণ স্বাদমতো ।

প্রণালি:

সাতকড়া টুকরো করে কেটে ধুয়ে রাখুন ।প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে বাকী সব মশলা দিয়ে দিন  । এবার সামান্য পানি দিয়ে  ভালোভাবে মসলা কষিয়ে হাঁসের মাংস গুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ২০ মিনিট রান্না করুন। ঢাকনা তুলে  ৪ কাপ পানি দিয়ে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন । স্বেদ্ধ  হয়ে এলে সাতকরা টুকরো দিয়ে আরও ১/২ কাপ পানি দিয়ে  ১০ মিনিট ঢেকে রান্না করুন । কিছুটা মাখো মাখো হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন ।




হাঁসের মাংসের তেহারি

উপকরণ: 

মাংস ১ কেজি, চিনিগুঁড়া চাল ১/২ কেজি, পেঁয়াজ কুচি ৩ কাপ, রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়ো ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়ো ১ চা চামচ, জিরা বাটা ১ চা টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, টক দই ১/২ কাপ, দারুচিনি ৩টি, এলাচ ৪টি, কাঁচা মরিচ ৮টি, লবঙ্গ ৪টি, সরষে তেল দেড় কাপ,  তেজপাতা ২টি, , সাদা গোলমরিচ ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, ফুটন্ত পানি প্রয়োজনমতো।

প্রণালি: 

চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন । মাংস ছোট টুকরো করে কেটে ধুয়ে নিন।  হাঁড়িতে তেল গরম করে  সব ধরনের বাটা ও গুড়ো মশলা সহ মাংস স্বেদ্ধ করে নিন । এবার অন্য হাড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি সামান্য ভেজে,  তেজপাতা, দই ও গরম মসলা দিয়ে কষিয়ে নিন ।তেল উপরে এলে মাংস ও  সামানয় পানি দিয়ে  আরো ভালোভাবে  রান্না করুন । পানি কিছুতা কমে এলে মসলা থেকে  মাংস আলাদা করে তুলে রাখুন । অন্য  হাড়িতে তেল ও চাল  দিয়ে কয়েক মিনিট ভেজে পানি দিয়ে মাঝারি  আঁচে রান্না করুন । চাল ফুটে এলে রান্না করা মাংস ও তেল মশলা  ভালভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করুন । পানি শুকিয়ে এলে ঢেকে রাখুন । মিনিট দশেক পর ঢাকনা খুলে পছন্দমতো পাত্রে সাজিয়ে পরিবেশন করুন ।





হাঁসের মাংসের চপ

উপকরণ :

হাড় ছাড়া মাংস ২ কাপ ( সামান্য লবণ দিয়ে স্বেদ্ধ করা ) , সেদ্ধ আলু ১ কাপ  , বেসন ১/২ কাপ , পেঁয়াজ কুচি  ১/২ কাপ ,  আদা-রসুন বাটা ১/২ চা চামচ ,  কাঁচামরিচ  কুচি ৫ টি  , গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ ,ডিম ১ টি ,  লবণ স্বাদমতো , সরষে তেল ১ কাপ ( ভাজার জন্য ) ।

প্রণালি  : 

সেদ্ধ আলুর সাথে মাংস ভালো করে মিশিয়ে দশ মিনিট ফ্রিজে রাখুন । এবার বাকী সব উপকরণ মিশিয়ে আঠালো মিশ্রণ তৈরি করে নিন ( প্রয়োজনে বাড়তি বেসন ব্যবহার করা যেতে পারে )। এবার হাতে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল বল তৈরি করে চেপে চপের আকারে গড়ে নিন। ফ্রাইংপ্যানে ডুবো তেল নয় আবার বেশি শুকনোও নয় এমন ভাবে তেল দিয়ে গরম করে নিন । চপগুলো  প্যানে দিয়ে হালকা থেকে মাঝারী আঁচে  দুপাশ ভেজে নামিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন  ।





ঝাল গোল্লা 

উপকরণ : 

হাঁসের মাংস কিমা  ১ কাপ  , স্বেদ্ধ হাঁসের ডিমের সাদা অংশ কুঁচি ১  কাপ , স্বেদ্ধ ডিমের কুসুম ৪ টি , মেথি শাক কুঁচি ১/২ কাপ , পেঁয়াজ কুঁচি  ২ চা চামচ, রসুন কুঁচি ১/২ চা  চামচ , আদা কুঁচি ১/২ চা  চামচ , কাঁচা মরিচ  কুঁচি ১/২ কাপ  , গোলমরিচ গুঁড়ো ১  চা চামচ, লেবুর রস ১/২ চা চামচ , পাউরুটি টুকরো ১/২ কাপ , , লবণ স্বাদমতো , তেল ৩ কাপ ।

প্রণালি :

ডিমের কুসুম বাদে  বাকী সব উপকরণ ভালোভাবে মিশিয়ে  নিন ।পরিমানমতো মিশ্রণ নিয়ে তাতে   ডিমের কুসুম  দিয়ে  ভালোভাবে গোলাকার করে ময়দায় গড়িয়ে ফ্রিজে রাখুন । দশ মিনিট পর ডুবো তেলে   ভেজে  পছন্দমতো সাজিয়ে  গরম পরিবেশন করুন ।








রেসিপি গুলো "কালের কন্ঠের A2Z  "তে ০৭/১২/২০২০ সালে প্রকাশিত হয়েছে


রেসিপি দিয়েছেন : অসিত কর্মকার সুজন 
ছবি তুলেছেন : নিরব

হাঁসের মাংসের রেসিপি : এক হালি এক জোড়া ( শেষ পর্ব )

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৯

জুল ভার্ন বলেছেন: হাঁসের মাংশের রঙ ভালো হয়নি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২০

অসিত কর্মকার সুজন বলেছেন: আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৭

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: এত কিছু করতে পারবো বলে মনে হয়না তার চেয়ে দাওয়াত দিন খেয়ে আসি...

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪২

অসিত কর্মকার সুজন বলেছেন: চলে আসেন ভাই সমস্যা নেই । জমিয়ে খাওয়া-আড্ডা হবে

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৭

অসিত কর্মকার সুজন বলেছেন: স্বাগতম। আশাকরি ট্রাই করবেন রেসিপি গুলো

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৮

কবিতা ক্থ্য বলেছেন: হাঁসের মাংস আমারও খুব পছন্দের।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৯

অসিত কর্মকার সুজন বলেছেন: আমাদের অনেকেরই খুব পছন্দের একটি খাবার ।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৮

করুণাধারা বলেছেন: চমৎকার সব রেসিপি। অনেক ধন্যবাদ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৯

অসিত কর্মকার সুজন বলেছেন: আপনাকে স্বাগতম ।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৮

অসিত কর্মকার সুজন বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৫

এম ডি মুসা বলেছেন: ভাই, কেউ দাওয়াত দেয়না খাইতে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৭

অসিত কর্মকার সুজন বলেছেন: ভাই দাওয়াত দিলাম চলে আসেন ।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৮

নেওয়াজ আলি বলেছেন: সামনে দাওয়াত দিবেন রান্না করে

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৬

অসিত কর্মকার সুজন বলেছেন: ভাই বলেন কবে আসবেন। দাওয়াত দিয়ে দিলাম কিন্তু

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২২

আহমেদ জী এস বলেছেন: অসিত কর্মকার সুজন,






মুখে পানি এনে দেয়া খাবারের রেসিপি।
হাঁসের মাংশ আমার খুব প্রিয় । তবে এখন যে হাঁস বাজারে মেলে তা শুকনো - হাড় জিরজিরে এবং চর্বিহীন। কোনও স্বাদ নেই ছেলেবেলার সময়ের মতো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৬

অসিত কর্মকার সুজন বলেছেন: আপনার কথার সাথে আমিও একমত ।আগের সেই স্বাদ আসলেই পাওয়া যায় না । তবে বেঙ্গল মিট এ দেশী হাঁস প্রসেস করা পাওয়া যায় । সেগুলো বেশ ভালোই ।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫১

কাছের-মানুষ বলেছেন: হাসের মাংস জাল করে রান্না করে খেতে ভাল লাগে!

আপনার রেসিপিগুলো ভাল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৫

অসিত কর্মকার সুজন বলেছেন: হুম , যেকওন মাংস ঝাল ঝাল হলেই খেতে বেশ সুস্বাদু হয় । ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.