নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

<<মধ্যরাতের হাইওয়ে>>

<<মধ্যরাতের হাইওয়ে>>

আসকওয়ানমি

সাদাসিধে.....মন যা বলে, তাই করার চেষ্টা করি। ঘুরতে খুবই ভাল লাগে। পথ আমাকে টানে। পথের শেষ দেখতে চাই না, শুধু পথের পথিক হয়ে থাকতে চাই। হারিয়ে যেতে চাই, কিন্তু পারি না। (মধ্যরাতের হাইওয়ে)

আসকওয়ানমি › বিস্তারিত পোস্টঃ

ছোট বেলায় খেলেছেন এমন খেলার অন্তত একটি নাম দিয়ে যান

১৩ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৩৬

কানা-মাছি, রুমাল চোর কিংবা বরফ পানি ! মনে পড়ে ছোটবেলার খেলাগুলোর কথা? তবে আমি চাচ্ছি, আপনি খেলেছেন এমন খেলাগুলোর নাম। এখানে আমরা ছোটবেলায় যে খেলাগুলো খেলতাম তার একটি তালিকা করতে চাই। লিঙ্কে ক্লিক করে মূল পোস্টে চলে যান।

ক্লিক করুন

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৪৩

নষ্ট কবি বলেছেন: পাথর চুরি, মাংস চুরি, গোল্লা ছুট , ফুটবল, টেপ টেনিস ক্রিক্রেট

১৩ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৪৭

আসকওয়ানমি বলেছেন: ফুটবল, ক্রিকেট এই টাইপের খেলাগুলো আসলে দিতে চাচ্ছি না। তবে অন্যগুলো ঠিক আছে। একটু বর্ণনা দিবেন কি খেলাগুলোর ?

২| ১৩ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৫১

জাকিয়া তানজিম বলেছেন: আপনার উল্লেখিত তিনটাই খেলেছি..এগুলো ছাড়া তো আর মনে পড়ছে না..।
ছক্কা খেলা, পুতুল খেলা তো ছিলই মাষ্ট :)

১৩ ই আগস্ট, ২০১১ সকাল ১১:০০

আসকওয়ানমি বলেছেন: আপু এটা কিন্তু সাময়িক পোষ্ট। মূল পোস্টে ২৮টা খেলার নাম দেয়া হয়েছে।
এখানে দেখুন

৩| ১৩ ই আগস্ট, ২০১১ সকাল ১১:৩৪

জিসান শা ইকরাম বলেছেন:
আচ্ছা মুল তালিকায় দেব খেলার নাম :)

১৩ ই আগস্ট, ২০১১ সকাল ১১:৪৬

আসকওয়ানমি বলেছেন: ঠিকাচে....অপেক্ষায় রইলাম

৪| ১৩ ই আগস্ট, ২০১১ সকাল ১১:৪১

নীলতারা বলেছেন: "পলানটুক"
এই খেলাটাতে যে কী মজা পেতাম! আহ, আমার শৈশব!
কয়েকজনে একজনকে "চোর" বানিয়ে সবাই পালাতাম। তারপর চোরের কাজ পড়তো পালানো সবাইকে খুজে বের করা। সবার আগে যাকে পাওয়া যেতো, সে হতো নতুন চোর...

এই খেলাটার একেক অঞ্চলে একেক রকম নাম হতে পারে। নস্টালজিক হয়ে গেলাম!

১৩ ই আগস্ট, ২০১১ সকাল ১১:৪৭

আসকওয়ানমি বলেছেন: অনেক খেলার নামই এলাকাভেদে আলাদা ......

ধন্যবাদ আপনাকে

৫| ১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:১৩

কৃষ্ণকমল বলেছেন: দারিয়াবান্ধা

৬| ১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:২০

কৃষ্ণকমল বলেছেন: ডাঙ্গুলী, হাডুডু, বৌচি, বোম্বাস্টিং, গোল্লাছুট, কানামাছি, দাড়িয়াবান্ধা আর মনে পরছে না

১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:২৪

আসকওয়ানমি বলেছেন: ভাইয়া এটা কিন্তু মূল পোষ্ট না। মূল পোষ্টের লিঙ্ক দেয়া আছে। আর আপনি যেগুলোর নাম বললেন, সেগুলো সবগুলোই ওই পোষ্টে দেয়া হয়েছে।

৭| ১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:২৬

দূর্ভাষী বলেছেন: দাড়িয়াবান্ধা, বৗচি, কানামাছি, মোরগ লড়াই..............
.............................

১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৩৯

আসকওয়ানমি বলেছেন: ভাইয়া এটা কিন্তু মূল পোষ্ট না। মূল পোষ্টের লিঙ্ক দেয়া আছে। আর আপনি যেগুলোর নাম বললেন, সেগুলো সবগুলোই ওই পোষ্টে দেয়া হয়েছে
মূল পোষ্ট

৮| ১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৩৯

জুন বলেছেন: ও আচ্ছা রুমাল চুরি লিখেছেন :) এটা আমার একটা প্রিয় খেলা।
এ ছাড়া বৌ চি কানামাছি এক্কা দোক্কা, হাডুডু, দাড়িয়াবান্ধা, ফুলটোকা, কুমির
কুমির, লুকোচুরি ছাড়াও মার্বেল আর ঘুড়ি উড়ানো । আমার ৫ পাউন্ডের ডানোর এক টিন ভর্তি খুব সুন্দর মার্বেল ছিল, সব খেলায় জেতা আর কাচঁ গুড়ো করে মান্জা দিয়ে ঘুড়ি কাটাকাটির নেশা। এসব চলতো দুপুরে আম্মা ঘুমিয়ে থাকলে। বাকিগুলো বিকেলে ভদ্রভাবে :প
এছাড়াও ক্রিকেট ব্যাডমিন্টন টেবিল টেনিস তো ছিলই।
এখনকার বাচ্চাদের জন্য মায়া লাগে। সব খেলা কম্পিউটারে ।

১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৪৩

আসকওয়ানমি বলেছেন: রুমাল চুরিটা লিখেছি তো...মূল পোস্টে আপনার নামেই সংযুক্তি দেয়া হয়েছে। ওখানে একটু ঘুরে আসুন। দাড়িয়াবান্ধার নিয়মটা ভুলে গেছি। মনে থাকলে একটু লিখে দিন। এক্কা-দোক্কা কোনটা যেন মনে নেই।

৯| ১৩ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:৩২

মাইন রানা বলেছেন: মার্বেল গুল্লি খেলা। বাটু খেলা ( সিগারেটের প্যাকেট দিয়ে টাকা বানিয়ে খেলা), চাড়া খেলা (মাটির হাড়ি পাতিলের ভাঙ্গা অংশ), কুতকুত খেলা, কিলাকিলি খেলা, পিঠ গরম কেলা, ডিলা ডিলি খেলা (দুই দল হয়ে জমিনে দাগ দিয়ে ইচ্ছা মত ডিলাডিলি; ভয়ংকর খেলা), লোকালুকি খেলা (পালান টুকটুক) আরো অনেক খেলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.