নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মঃ ১লা জানুয়ারি ১৯৯৫ফেনী জেলার শর্ষাদি গ্রামে নিজ নানাবাড়িতে।পিতাঃ মরহুম তাজুল ইসলাম \nমাতাঃ খাদিজা বেগম

আসকার ইকবাল

জন্মঃ ১লা জানুয়ারি ১৯৯৫ ফেনী জেলার শর্ষাদি গ্রামে নিজ নানাবাড়িতে। পিতাঃ মরহুম তাজুল ইসলাম মাতাঃ খাদিজা বেগম সাহিত্যচর্চা শুরু ২০০৯ সালে নবম শ্রেণীতে পড়া অবস্থায়। চলচ্চিত্র নির্মাণের প্রচেষ্টায় কাজ করে যাচ্ছি ক্যামেরার পেছনে। ।নিয়মিত সাহিত্যচর্চায় মনোনিবেশ করতে আগ্রহী।

আসকার ইকবাল › বিস্তারিত পোস্টঃ

সোনার পুতুল

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

অনুভূতির আগুন পুড়ে এতোটাই ছাই হল ঠিক দেখুন একবার।

মহামানবেরা কান্নার বদলে হাসে।

মুক্ত বাতাসের মত আরেকবার সমস্ত চাপা কথা এড়িয়ে যায়।

তীব্র ক্ষুধার্ত হাঙর সম্ভবত জমা হয় তার পেটের শেষভাগে।

একটা সুন্দর পুষিবিড়ালই বলি। কালো,কুৎসিত, কদাকার বা পিশাচ শব্দগুলো এখন

অনেক অনেক সহজে বাজারে কিনতে পাওয়া যায়।

আর মাঝে ফেসবুকের ওয়াল বা নিউজপোর্টালের হেডলাইনে

খুব সহজ কথায় ভেসে ওঠে।

ভাড়াটে দুঃখ অথবা অজস্র গ্লিসারিনের কান্নার সস্তা সুযোগ হয়তো আর নেই।

এখন সব দাড়িয়ে থাকা নিঃশব্দ সোনার পুতুল।

বাজারে তীব্র হাসির রসভাণ্ডারে কিনতে পাওয়া যায়।

অথবা নিজ গাঁয়ের গন্ধে একটু করে উড়িয়ে দেয় তাদের তীব্র

ভাষার কলা দেখানো একরোখা হাসি।

বাতাসের শব্দে দেখা দেয় কত উদাসীন রঙবেরঙ।

নিরাকার কান্নাগুলো মাটির সঙ্গে চাপা পড়ে যায়।

দুর্ভোগ চাপা দিয়ে অজস্র আত্মপ্রশান্তির হাসি জনমনে

এক কথা সৃষ্টি হয়-

মাদারচো... অথবা খা...কিরপোলা!!!

- ০১/০৮/২০১৮

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.