নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

R>P>S

Don't know...............

আসলাম পারভেজ

I don't know about me...................

আসলাম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

নৌকায় পারাপার বা ফেরীঘাট সমস্যা নিয়ে, মজাদার গণিত!!

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৭

একটি লোক তার সাথে একটি কুকুর, একটি ছাগল আর এক বোঝা কাঁঠালপাতা নিয়ে নৌকা বা ফেরি পার হতে এসে দেখলো যে, নদীতে একটি মাত্র নৌকা আছে। আর সেই নৌকায় সে সহ তার সাথে থাকা কুকুর, ছাগল আর কাঁঠালপাতা একসাথে পার হতে পারবে না। একসাথে পার হতে গেলে নৌকাটি নদীতে ডুবে যাবে। তবে তার সাথে একটি একটি করে জিনিষ নিয়ে পার হতে পারবে। কিন্তু সমস্যা হলো লোকটি যদি প্রথমে কুকুরটি নিয়ে পার হয় তবে ছাগলে কাঁঠাল পাতা সব খেয়ে নিবে, আবার যদি আগে কাঁঠাল পাতা নিয়ে পার হয় তবে কুকুর ছাগলটিকে আক্রমন করবে, কারণ কুকুরটি যেকোন ছাগল একা একা পেলেই আক্রমণ করে, এছাড়া নদীর অপর পাড়েও অন্য কোন লোকের ছাগল রয়েছে। এই অবস্থান লোকটি কোন প্রকার ক্ষতির সম্মুখিন না হয়ে কিভাবে কুকুর, ছাগল ও কাঁঠালপাতা নিয়ে পার হবে।



দেখি কে কে সঠিক উত্তর দিতে পারেন। আমি উত্তর দিব রাত ১২ টার পর, তখন মিলিয়ে নিবেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:২২

এম আর সুমন বলেছেন: ছাগলটাকে ঐপারে রেখে আসুন।

– এইপারে আসুন।

– কুকুরটাকে ঐপারে নিয়ে যান।

– ছাগলটাকে এইপারে নিয়ে আসুন।

– কাঠালপাতা ঐপারে নিয়ে যান।

– এইপারে ফিরে আসুন।

– এইবার ছাগলটাকে ঐপারে নিয়ে যান।

২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪২

যোগী বলেছেন: ব্রিটিস পিরিওডের লোকজন আবার নতুন কইরা জন্ম নিলো নাকি?

এটা সে ২০১৩ সেটা কি তারা বুঝতে পারছে না?

৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

একজন খেটে খওয়া মানুষ বলেছেন: যদি নদীর ওপর পাশেও ১টা ছাগল থাকে তাইলে এইটা সম্ভব না ।

১. প্রথম আবার পার হবার সময় আপনি কিছুই না নিতে পারেন, সেক্ষেত্রে কুকুর ছাগল অথবা ছাগল কাঠাল পথ খেয়ে ফেলবে, যদি নেন তাইলে নিতে পারবেন অনলি ছাগল টা, ফিরে আসার সময় হয় ছাগল টা হয় নিয়ে আসতে পারবেন অথবা রেখে আসতে পারবেন ।

১.১ নিয়ে আসলে আমরা আগের অবস্থায় ফিরে আসলাম, so invalid

১.২ যদি রেখে আসি তাহলে এবার নেবার সময় হয় কুকুর অথবা কাঠাল পাতা নিতে পারব ।

১.২.১ যদি কুকুর নেই তাইলে তাইলে ফিরবার সময় আপনি একাই ফিরে আসতে পারেন অথবা যে কোনো ১ টা ছাগল নিয়ে আসতে পারেন, এক্ষেত্রে কুকুর ছাগল খেয়ে ফেলবে, so invalid আর যদি ককুর নিয়ে আসেন তাইলে আমরা আগের অবস্থায় ফিরে গেলাম, so invalid

১.২.২. যদি কাঠাল পথ নেই তাইলে ফিরবার সময় আপনি একাই ফিরে আসতে পারেন অথবা যে কোনো ১ টা ছাগল নিয়ে আসতে পারেন, এক্ষেত্রে ছাগল কাঠাল পাতা খেয়ে ফেলবে, so invalid আর যদি কাঠাল পাতা নিয়ে আসেন তাইলে আমরা আগের অবস্থায় ফিরে গেলাম, so invalid

৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

আসলাম পারভেজ বলেছেন: Answer

প্রথমে ছাগল নিয়ে যাবে(কুকুর কাঠালপাতা খাবেনা)

তারপর কুকুর নিয়ে যাবে (যেহেতু অই পাড়ে অন্য লোকের ছাগল সহ দুইটা ছাগল,তাই কুকুর আক্রমণ করতে পারবেনা)

তারপর কাঠালপাতা নিয়ে যাবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.