![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে দেখে তাঁকে মনের কথা জানানোর সাহস থাকে না
হয়তো তা কখনো বুঝতাম না তোমাকে না দেখলে।
পৃথিবীর সকল সুন্দর যে ম্লান হয়ে যায় কেউ সামনে থাকলে
তা হয়তো জানা হতনা তুমি সামনে এসে না দাঁড়ালে।
একটা মানুষ যে কাউকে দেখার জন্য এতটা পাগল হতে পারে
তা হয়তো বুঝা হতনা যদি তোমায় না ভালবাসতাম।
এই পৃথিবীতে আমার অস্তিতের কোন মূল্য নেই তুমি ছাড়া
এটা আমি জেনে গেছি সেদিন যখন তোমায় আমি প্রথম দেখেছিলাম।
আর মনকে তো আমার মাঝে খুজেই পাইনা যখন তুমি আমার সামনে না থাক
কিন্তু তাও আমি সবাইকে বলি আমি তোমায় হারালে থাকতে পারব
কিন্তু মজার কথা তা কিভাবে , তার পথ আমি আজো খুজে পেলাম না..................
©somewhere in net ltd.