![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা অনেক সময় কাজ করতে করতে আমাদের ক্লান্তিকর একঘেয়েমি চলে আসে , ইন্টারনেটের এমন কিছু আকর্ষনীয় সাইট আছে এই সাইট গুলো থেকে অনেক কিছু শিখা যায় আবার অনেক সাইট আছে একেবারে বাজে তা থেকে দূরে থাকা আমাদের জন্য ভালো।
নেটে ঘুরতে ঘুরতে ৬ টি সাইট পাইলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে তাই সবার মাঝে শেয়ার করলাম আমার বিশ্বাস সকলের ভালো লাগবে।
১. ফটোসপ অনলাইন, এই সাইটটি অনলাইন ফটোশপ সার্ভিস । এখানে বিনামূল্যে ছবি এডিট করা থেকে শুরু করে , ছবি বানানো ছবি সংরক্ষণ এবং শেয়ার করা যায় ।
২. এখানে পুরুষ এবং মহিলার ছবির সাহায্যে মানব দেহের স্বাসযন্ত্র ও মাংশপেশী নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করা হয়েছে ।
৩. ফ্লাশ এডিটর , এই সাইটটিতে অতি সহজে যে কোন ছবি এডিট করে এডিটরের সাহায্যে ছবিটিকে মুভির ন্যায় চোখ ও মুখ নাড়িয়ে কথা বলানো বা গান গাওয়ানো সম্ভব ।
৪.টাইপিং ওয়েব, দক্ষ ও পেশাদার টাইপিস্ট হতে আগ্রহীদের জন্য এটি একটি শিক্ষামূলক সাইট। বিনামূল্যে টাইপ শিক্ষাদানের এই সাইটটিতে দুইটি পর্যায়ে টাইপ শিক্ষার ব্যবস্থা দেয়া আছে।
৫. ভোজ মে, এই সাইটের পেজে কোনো শব্দ বা টেক্স লিখে সেটাকে বক্তৃতা আকারে পুরুষ বা নারী কন্ঠে রুপান্তরিত করা যায় ।
৬. ফ্লাশ ব্যানার মেকার, যদি আপনার কম্পিউটারে অফিসিয়াল ফ্ল্যাশ অ্যানিমেশন ইনস্টল করা না থাকে কিন্তু আপনি প্রযুক্তির সহায়তায় অ্যানিমেটেড ব্যানার বানাতে চান তাহলে এই সাইটটি ভিজিট করুন। এই সাইটটি আপনাকে ব্যানার বানাতে সাহায্য করবে।
Link
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৩ রাত ৯:০০
বটের ফল বলেছেন: দরকারী পোষ্ট। অনেক কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।