![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমটা হঠাৎ ভেঙ্ঘে গেল
আজ ঘুম থেকে ওঠে সবকিছু
কেন ফাকা ফাকা লাগছে
গতকালও তো সব ঠিক ছিল
তবে আজ কেন.........?
কেন এই অস্থিরতা, কেন এই ব্যাকুলতা
কালও তো সবকিছু ঠিক ছিল
তবে কি............
হা তুমি কাল বলে গেলে
তোমার সাথে আমার আর দেখা হবে না
তবে কি এই জন্যই , নাকি
রোজ আমার ঘুম ভাঙতো তোমার ফোনে
ঐ একটি ফোনের জন্যই কি এই অস্তিরতা
কিছুদিন ধরে,
যতই তুমি আমাকে বুঝাতে চেয়েছ
তোমার মনের কথা
আমি এড়িয়ে গিয়েছি তা বারবার
কারন তোমার বন্ধুত্ব হারানোর ভয়ে
তবে কি আমার এই অস্তিরতা আমাকে
আমার মনের গুপ্ত কথা জানিয়ে দিচ্ছে
নাকি,
তোমার বন্ধুত্ব হারানোর জন্যই এই ব্যাকুলতা
আমি জানি না, আমি জানতেও চাইনা
তবে এটা জানি
তোমাকে এই জীবন থেকে হারালে
আমি আমার নিজেকে হারিয়ে ফেলব।
©somewhere in net ltd.