![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বদনা ভরে পায়খানায় গিয়ে দেখলেন বদনাতে একটা ছিদ্র আছে। যে পরিমাণ পানি সেখান থেকে ত্যাগ করছে তাতে আপনি শংকিত যে শেষ রক্ষা হয় কিনা। এমত অবস্থায়:
আপনি যদি বুদ্ধিমান হোন তাহলে আপনি চেষ্টা করবেন হাত ধুয়ার সাবান দিয়ে ছিদ্রটা আপাত বন্ধ করে কাজটা সেরে নেয়া। তারপর আপনি কেন ছিদ্র হলো; কে দায়ী; সেটা নিয়ে সংলাপ করবেন।
আর আপনি যদি শাদীন মালিক টাইপের সুশীল হোন তাহলে আপনি সে অবস্থায় ফোন দিবেন বদনা কোম্পানীকে এবং সংলাপ করবেন তার এমডি মেডামের সাথে । কেন বদনাটা আন্তর্জাতিক মানের এবং নিরপেক্ষ টেকসই বদনা বানানো হয়নি সেটা নিয়ে তর্ক করবেন। সুশীলটি কিন্তু সংলাপ করার ফাঁকে পানি হারিয়ে এখন নিজের চুল ছিড়ছে। তাই মাননীয় স্পীকার সংলাপ আগে না পেট্রোল বোমা হামলা থামানো আগে?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৭
আশমএরশাদ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য আমিও তেমন ভালো বোধ করিনি তুলনা দেয়ার সময় যা হোক সাটায়ার হিসাবে নিবেন।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৪
এ কে এম রেজাউল করিম বলেছেন:
আমিও ইমতিয়াজ ১৩-এর সাথে একমত ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: তুলনাটা আমার কাছে ভাল লাগেনি তবে পেট্রোল বোমার হাত থেকে দেশ বাচানো আবশ্যই আগে। এবং কোন প্রকার বির্তক ছাড়াই।