![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজনের ছেলে এস,এস,সি পরীক্ষা দিলো পাশের প্রতিবেশী ঘষেটি বেগম বলে বেড়ালো- দেখিস অমুকের ছেলে পরীক্ষা দিবে, কিন্তু হবে পাশ করতে পারবে না।
----রেজাল্ট হলো যথারীতি ভালোভাবে পাশ করলো তখন
-----ঘষেটি বেগমের প্রতিক্রিয়া হলো ---সে এস,এস,সি পাশ করলে কি হবে; এইচ,এস,সি পাশ করতে পারবে না- এত সোজা না।
ডিগ্রী/মাষ্টার্স পাশ করলো তখনও ঘষেটি বেগম বললো দেখেন ঐ ছেলের কপালে কিন্তু চাকুরী নাই।
যথারীতি ঐ ছেলে ভালো চাকুরী পেলো তথাপি ঘষেটি বেগম কিন্তু মুখ বন্ধ করেনি বললো ----"চাকুরী পেলে কি হবে ঐ ছেলের কপালে কিন্তু বউ নাই, বউতো দুরের কথা "ব' ও পাবে না।"
যথারীতি সুন্দরী কারিনা স্টাইল বউ বিয়ে করলো - ঘষেটি বেগম এবারো জোরের সাথে বললো
-------"বউ পেলে কি হবে, ছেলে পুলে হবে না- আমি গ্যারান্টি দিলাম।"
ঘষেটি বেগমের মুখে ঝাটা মেরে গাইনি ওয়ার্ডে নার্স হাসি মুখে হস্তান্তর করলো তার ফুটফুটে ছেলে।
৭ দিনের মাথায় আকিকার আয়োজন দেখে ঘষেটি বেগম বললো --
ঐ লোকটা সন্তান পেলে কি হবে , দেখিস সে একদিন বুড়া হয়ে মরে যাবে--
#মাজেজা:
আপনি কি মনে করেছেন ঘষেটি বেগম শুধু ঐ পাড়ায় আছে? তাহলে আপনি ভুল করছেন- এই যে যুদ্ধপরাধীর বিচার হলো একটার পর একটা রায় হলো প্রত্যেকটা স্থরেরই কিন্তু ঘষেটি বেগমরা একটা না একটা অভিশাপ দিয়েছে।
শেষে ঐ বুড়ির মতো বলছে রায় হয়েছে "বাট" "কিন্তু" তবে বিচার চলছে "শম্ভুক গতিতে" --
রায় হলেও ফাঁসি হবে না ফাঁসি হলেও -- ইত্যাদি বলতেই আছে।
আবার সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেবার ক্ষেত্রেও একই কথা ৫ই জানুয়ারী২০১৪ তে পার পেলে কি হবে, ২০১৫তে পারবে না। হেফাজতের ৫ই মে পেরেছে বলে এই বার টানা অবরোধে আর পারবে না। পদ্মা সেতু ভিত্তি প্রস্থর স্থাপন করলে কি হবে দেখিস শেষ করতে পারবে না -- এখন শেষ ম্যাস বলতেছে দেখিস হাসিনা একদিন বুড়া হয়ে মরে যাবে।:
ফেস বুক আইডি-https://www.facebook.com/asm.arshad
০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০১
আশমএরশাদ বলেছেন: এই জোকসটা ঘোষনা পাঠক পার্টির কর্মীদের জন্য এলার্জি তৈরী করতে পারে । তবে ভাগ্য ভালো এলার্জি আপনারে পায় নাই যার কারণে কাশিও আসে নাই।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০
প্রামানিক বলেছেন: চমৎকার গল্প উপমা
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৬
কাউন্টার নিশাচর বলেছেন: কি জোকস দেছেন এইডা? হাসি তো দুরের কথা কাশিও আইল না