![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবছিলাম সানি লিউনের আগমন নিয়ে কিছু লিখবো না। কিন্তু এটা নিয়ে এত শত কথা ,স্ট্যাটাস প্রতিবাদ দেখে কিছু একটা লিখার তাড়না অনুভব করছি। ব্যাক্তিগত ভাবে আমি সানির একান্ত ব্যক্তিগত বিষয় গুলাকে অপছন্দ করতে পারি। কিন্তু সে আইনগত যে অধিকার গুলা পায় সেটা সে ভোগ করবেই। এখন প্রশ্ন হলো সানি কি এ দেশীয় রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠনকারীদের চেয়ে খারাপ; লুটেরাদের চেয়ে খারাপ? যারা রেলের জমি এবং হেলিকপ্টার ভ্রমনের সুযোগ পেয়ে আদর্শ বিচ্যুত হয় এবং যে হুজুরের ছেলে দিনে দিনে ডেবলপার বনে যাওয়া ভন্ডদের থেকে খারাপ? দেওয়ানবাগীদের নামে সারাদিন শিরক করে চলা , চন্দ্রপুরী, কুতুববাগীদের থেকে খারাপ? এ দেশে কি প্রষ্টিটিউশন ইন্ডাষ্ট্রী নাই- অভিজাত এলাকা দ্রষ্টব্য। সানি তার জীবনে যা করেছে তা বলেছে এবং সেই জায়গা থেকে সে নিজেকে উত্তরণ করে মুল ধারার চলচিত্রে সে জায়গা করে নিচ্ছে। আজ যারা সানির আগমন নিয়ে শারিরীক ভাবে বাঁধা দেয়ার জন্য হুমকী ধামকি দিতেছেন তারাতো ডঃ জাকির নায়েক আসলেও বাঁধা দিবে? বুদ্ধি যদি কলাপস করে তাইলে এমন কাজ করতে পারে। সানির ভিডিওর মতো বাংলাদেশেও অনেক নায়িকার এমন ভিড়িও আছে তাদের প্রতি কি বিচার? হুজুরদের অনেকেই এতিম খানার ছেলেদের বলৎকার করেছে - তাদের বিচারের জন্যতো হেফাজত হুজুরেরা তোলপাড় করেন না যতটা সানির আগমনে করেন? হ্যাঁ এখন প্রশ্ন হলো কারো আগমনে কি প্রতিবাদ করা যাবে না? অবশ্যই যাবে সেটা আইনের ভিতর থেকে- রাষ্ট্র যেখানে ভিসা দিয়ে অনুমুতি দিয়েছে সেখানে শারিরীক ভাবে বাঁধা দেয়ার আর সুযোগ নেই। আপনি প্রতিকী ভাবে আপনার প্রতিবাদটা জানাতে পারেন। সানিকে দেখা আপনার জন্য বাধ্যতামুলক করেনি কেউ। বিভিন্ন দেশে ওবামার সফরের সময়ও প্রতিকী প্রতিবাদ হয় সেটা অবশ্য অর্থনৈতিক কারণে। এখন প্রশ্ন হইলো সানির আগমনে আপনি এত গোস্বা কেন? খৃতুপুর্না আসিলেতো করেন না ? সানিতে সমস্যাটা কি? এটা কি আসলে আঙ্গুর ফল টকের মত ঈর্ষনীয় কোন কারণ? অথবা সানিকে(আপাতত সহজ লভ্য) পেতে চাওয়ার যে আদিম প্রবণতা সেটাতেই কি আসল উস্কানীটা? সানি কেন আসতে পারবে না- সেটার যৌক্তিক কারণ গুলা কোথাও কেউ লিখেনি।
২| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৮
মো কবির বলেছেন: তাহলে এই বার আপনিও আপনার মেয়েকে এমন বানান আর ভিবিন্ন দেশে নিয়ে গর্ব করে বেড়ান।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩১
জর্জ মিয়া বলেছেন: ভালো বলেছেন ।।