![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাবলিক বাস মানে পুরা একটি বাংলাদেশ। আমরা যারা সাধারণ জীবনে নানা জায়গায় হেরে চলেছি তাদের মনে হয় এই একটি জায়গা আছে যেখানে জেতার সম্ভাবনা অনেক বেশী। জেতার জন্য পাবলিক বাসে সহযোদ্ধা আছে সহ যাত্রী বেশে। সংসারের প্রয়োজন মেটাতে হারছি, স্ত্রীর মুখে হাসি ফোটাতে হারছি, অফিসের বসের কাছে/কলিগের কাছে হারছি , পাশের বাড়ির সচিবালয়ের কোটিপতি পিয়নের কাছে হারছি । এসব হারের জন্য বিলম্বিত প্রতিক্রিয়াটা পড়ে বাস কন্ডাক্টরের উপর। সমস্ত হারের প্রতিশোধ তখন নেয়ার জন্য মনটা মুখিয়ে থাকে। সে কেন বাঁয়ে চাপালো; সে কেন মাঝ পথ থেকে যাত্রী তুললো এসব নিয়ে আমরা আক্রোশ দেখাই। বাস কন্ডাক্টর গরীব মানুষ, ড্রাইবারও সচ্ছল নয়; যে হারে জানজট তাতে ৫ বার আপ ডাউন করা যায় না একটা রুটে। এসব না ভেবেই আমরা হামলে পড়ি কন্ডাক্টরের উপর, কিছু বাড়তি টাকা না হয় তার পকেটে ঢুকলো তাতে আমার পরশ্রীকাতরা জেগে উঠবে কেন। রাষ্ট্রের যত আইন সবই যেন শুধু তাহাদের মানতে হবে। আমাদের কথার ধরণ, কন্ডাক্টর-ড্রাইবারের সাথে চ্রম ব্যবহার , দুই টাকা একটাকার জন্য জঘন্য শব্দ চয়ন; পাশের সীটে বসতে চাইলে রাজ্যের বিরক্তি প্রকাশ; নিজে মাঝ পথ থেকে উঠলেও অন্য কেউ মাঝ পথ থেকে উঠতে চাইলে সিটিং সার্ভিসের আইনের সবক দিই; সিগনালে সিট খালি থাকা স্বাপেক্ষে কোন যাত্রী তুললেও হইচই করি। নিজের মধ্য হাজারো অসঙ্গতি থেকেও রাষ্ট্র-সরকার রাজনীতি নিয়ে অহেতুক প্যাঁচাল সবই পারি এই পাবলিক বাসে। বিশেষ করে প্রধানমন্ত্রী পাসিং এর সময় প্যাঁচালের অধিক্য বেশী। ভদ্র মানুষেরা বাসে কথা সাধারণত বলে না। হালকা গোছের মানুষেরা একটু বেশী বলে। আজকে অনেক্ষণ চুপ থাকার পরেও পারলাম না; শেষে বললাম ভাই আপনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিই তাইলে সব ল্যাঠা চুকে যাবে; প্রধানমন্ত্রী মুভিং এর সময় ওয়েট করাটা নতুন নয় এবং অদুর ভবিষ্যতে অন্য কেউ প্রধানমন্ত্রী হলেও এটার সমাধান হবে এমন কোন আশা নাই( মেক আপের শেষ আচড় না দিয়ে উনি বাহির হবেন না) এবং ঐ প্যাঁচাল করা যাত্রীকে প্রধানমন্ত্রী বানালেও সে ভিভিআইপি সুবিধা নেবেই। ওবামার সফর উপলক্ষে ইন্ডিয়া বিমান চলাচল পর্যন্ত রদ করেছিল। বিশেষ করে খ্রাপ লাগে যখন কন্ডাক্টরের সাথে বড় বেশী অসৌজন্য আচরণ করে, এই ব্যাটা, তুই তুকারী সবই করছে ক্লীন সেভ আর এলিগেন্সের স্যুট গায়ে দেয়া লোকটি পর্যন্ত। মাঝে মাঝে ভাবি এইতো আমার পুরা বাংলাদেশ !!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮
আশমএরশাদ বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০
বিজন রয় বলেছেন: সমগ্র বাংলাদেশ ৫ টন। বাসে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯
আশমএরশাদ বলেছেন: সকল টাইপের মানুষ পাবেন সেখানে
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১
আমিই মিসির আলী বলেছেন: জটিল বিশ্লেষন!
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২
আর্টিফিসিয়াল বলেছেন: আপনার সাথে একমত । খারাপ ব্যবহার কারো সাথেই করা ঠিক না । প্রশাসন যদি শক্ত হয় এবং লোকাল বাস গুলো যদি নিয়ম মেনে চালায় তবে ঢাকার যানজট অনেক খানি কমে যাবে । কে যেন বলে ছিল , ঢাকার বাস চলে গ্যাস আর পা্বলিকের গালি দিয়ে । ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯
হোসেন হৃদয় বলেছেন: নির্মম কিন্তু সত্য.