![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৬৬ : ডা. সেলিনা হায়াৎ আইভীর জন্ম।
**মা: মমতাজ বেগম
**পিতা :। জনপ্রিয় গণমানুষের শ্রমিকনেতা আলী আহম্মদ চুনকা - ১৯৭৪ সালের প্রথম নির্বাচিত পৌরসভার চেয়ারম্যান। পর পর দুবার নির্বাচিত পৌর চেয়ারম্যান।
**৫ ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। স্বামী কাজী আহসান হায়াত -আইভির স্বামী পেশায় একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার। তিনি নিউজিল্যান্ডে থাকেন। রাজবাড়ীর সজ্জকান্দারে।
**প্রথম সন্তান কাজী সাদমান হায়াৎ, দ্বিতীয় সন্তান কাজী সারদিল হায়াৎ।
১৯৭৯ : ট্যালেন্টপুলে পান জুনিয়র স্কলারশিপ।
১৯৮২ : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় স্টার মার্কসহ উত্তীর্ণ হন।
১৯৮৫ : বাবার মৃত্যুর পর চুনকা-পরিবারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন শেখ হাসিনা । তিনি সেলিনা হায়াৎকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়ার পরামর্শ দিলেন। কিন্তু আইভি তো চিকিৎসক হতে চান। একপর্যায়ে লজ্জা-সংকোচ ভুলে শেখ হাসিনাকে জানালেন, তিনি চিকিৎসক হতে চান। একটা সুযোগও এসে গেল। ১৯৮৫ সালে আইভি বৃত্তি নিয়ে পড়তে গেলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ওদেসা নগরের পিরাগভ মেডিকেল ইনস্টিটিউটে।
১৯৯২ : কৃতিত্বের সঙ্গে ডিগ্রি লাভ। একই বছর ঢাকা মিটফোর্ড হাসপাতালে ইন্টার্নি সম্পন্ন করেন।
১৯৯৪ : নারায়ণগঞ্জ ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অনারারি চিকিৎসক হিসেবে যোগ দেন।
** নিউজিল্যান্ডে ইমিউনোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশনের ওপর স্নাতকোত্তর লেখাপড়ায় মন দিলেন আইভি। সন্তানের দেখাশোনা, পড়ালেখা—এই নিয়ে সময় কেটে যাচ্ছিল। লেখাপড়া প্রায় শেষের দিকে; কোল আলো করে এল দ্বিতীয় সন্তান কাজী সার্জিল হায়াৎ। শুধু ইনটার্ন করলেই চার বছরের স্নাতকোত্তর ডিগ্রিটা পাবেন আইভি। এরই মধ্যে একদিন বাড়ি থেকে ছোট ভাই আলী রেজার ফোন, ‘আপা, নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে, পরশু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। যদি নির্বাচন করতে চাও, এখনই চলে আসো।’
একদিকে স্বামী-সন্তান, ক্যারিয়ার; অন্যদিকে বাবার স্বপ্নপূরণের হাতছানি—ত্রিশঙ্কু অবস্থা আইভির। সাহস জোগালেন স্বামী। এক দিনের মধ্যে দেশে ফিরে আসার ব্যবস্থা করে দিলেন।
২০০৩ : নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন।
২০১১ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র।
২০১৬ : উপমন্ত্রীর মর্যাদায় আইভী। এশিয়ার প্রভাবশালী নারী মেয়রদের তালিকায় নাম। দলীয় প্রতীকে (নৌকা) প্রথমবারের মতো মেয়র নির্বাচিত।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০
সাদা মনের মানুষ বলেছেন: আইভি সম্পর্কে অনেক তথ্য জানলাম, ধন্যবাদ এরশাদ ভাই
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৩
রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪
রাফা বলেছেন: বাংলাদেশের একজন সত্যিকারের আদর্শ রাজনিতিক।আইভির বিজয়ে তাকে অভিনন্দন।
আর আপনার পোষ্টের জন্য,ধন্যবাদ।