![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) সারাদিন যারা ঘুমিয়ে কাটাবেন তাদেরকে ঘুমন্ত শুভেচ্ছা।
২) যারা দুই রাকাত নফল নামাজ পড়িয়া শুরু করতে চাইছেন তাদেরকে জান্নাতি শুভেচ্ছা । (এটাকে বৈশাখী নামাজ বানিয়ে বেদাতে জড়াবেন না নিশ্চয়) ।
৩) যারা জাটকা ইলিশ এবং ঝটপট এক মিনিটে তৈরী পান্তা খেয়ে ছবি আপলোডাবেন তাদেরকেও শুভেচ্ছা এবং এডভান্স লাইক।
৪) যারা খিঁচুড়ি বেগুন ভর্তা /তরমুজ খেয়ে কাটাবেন তাদেরকেও গণভবনময় শুভেচ্ছা ( বেশী লাল তরমুজে টেক্সটাইল রঙ মিশানো হয়- এটা মনে রাখলেই চলবে
৫) যারা মানবতা দেখানোর জন্য কেবল মাত্র কালকের দিনটাকেই বেছে নিবেন তাদের জন্যও মানবতাবাদী শুভেচ্ছা।
৬) কালকে যারা গরমকে শরম দিয়ে পই পই করে ঘুরে বেড়াবেন ও সেলফি মারবেন তাদেরকেও গরম গরম শুভেচ্ছা এবং অগ্রিম লাইক।( দুপুর ১২টা থেকে ৩ টার সময়টা এভয়েড করার জন্য আবহাওয়াবিদেরা সতর্ক করেছেন) ।
৭) যারা মঙ্গল শোভা যাত্রা /আনন্দ শোভা যাত্রা করবেন তাদেরকেও শুভেচ্ছা। (দেয়াল অংকনে পোড়া মোবিল দেয়ার দরকার নাই। যিনি আঁকেন তিনিই জানেন তার সৃষ্টিটাতে তিনি কতটা শ্রম/ আবেগ দিয়েছেন।) চিত্রশিল্পীদের ছাড়াও আপনি ভালো কাজ করলে বেহেস্তে যেতে পারবেন
৮) যারা বৈশাখে ঘুরে ফিরে মজা করে রাত্রে স্ট্যাটাস লিখবেন-" হায়রে একদিনের বাঙ্গালি" তারেও বাঙ্গালময় শুভেচ্ছা।
৯) চেংড়া ব্যাচেলর পোলাপাইন যারা "মেলায় যাইরে" কিন্তু সুন্দরীরা হেঁটে গেলেও ডিস্টার্ব দিবে না, নারীর প্রতি সম্মান প্রদর্শন করবে তাদেরকেও শুভে্চ্ছা এবং শীঘ্রই চাকুরী হবার এবং বিয়ে হবার জন্য দোয়া রইলো।
সবাই সবার রুচি মতো দিন কাটান।
একজন আরেক জনের শত্রু হবার দরকার নাই।
"তোমাদিগওরে ছাড়া আমরা বেহেস্তে যাবো না এমন পণ করা" হালকা সমিস্যা তৈরী করতে পারে।
২| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৮
শহিদুল ইসলাম মৃধা বলেছেন: আপনার পাঠকদের জন্য কোন শুভেচ্ছা না রাখায় .... ....!
৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: আহা এত শুভেচ্ছায় আমরা শুভেচ্ছাসিত হইয়া গেলুম।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৬
অতঃপর হৃদয় বলেছেন: আইলো আইলো আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে
৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২০
গোধূলির * পথচারী বলেছেন: অনেক ভাল লাগলো। আপ্নাকেও শুভেচ্ছা!
৬| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪২
তুমি আমি সে বলেছেন: আপনাকে লিখানীর শুভেচ্ছা দিলাম।।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৬
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হা হা হা। লেখাটির জন্য আপনাকে লিখন শুভেচ্ছা।