নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

হুয়াট ইজ ভিশন & মিশন

১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৪০

এখন ভিশন এর উপর ভীষণ রকম চাপাচাপি চলতেছে । তাই হালকা একটু জানার চেষ্টা করেছি ভিশন এবং মিশন নিয়ে।
ভিশন এবং মিশন দু'টিকে অনেকটা একই রকম মনে হলেও আসলে দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে।
ভিশন একটি দীর্ঘ মেয়াদী প্রসেস এবং সে প্রসেসকে সার্থকতা দিতে হলে অনেক গুলা মিশন কম্প্লীট করতে হয় । উদাহরণ না দিলে আসলে মাথায় আসে না। যেমন ধরেন আপনি ২০৪১ সালে বাংলাদেশেকে উন্নত রাষ্ট্রে নিয়ে যাওয়ার ভিশন নিয়ে মাঠে নামছেন। সে জন্য আপনাকে অনেক গুলা মিশন সফল করতে হবে। ধরেন তেমনই এক মিশন হলো "ডিজিটাল বাংলাদেশ।" উন্নত রাষ্ট্র মানেই তথ্য প্রযুক্তিতে উৎকর্ষ একটা দেশ এবং এটার উন্নতি ছাড়া সম্ভব না। একটা ফরম আনতে অফিসে অফিসে দৌড়াতে হলে সেটা সম্ভব হতো না। এখন সরকারী সব ফরম একটা ওয়েভে দেয়া থাকে । আপনি মুন্নির ফটোকপির দোকান থেকে সে ফরমটি প্রিন্ট করে নিতে পারেন । একটা ভিশনের পেছনে ছোট ছোট স্বল্প মেয়াদী যে কাজ গুলা বা প্রকল্প গুলা করা হয় মুলত সে গুলাই মিশন। যেমন ধরুন জাতি সংঘের ভিশন হলো হানাহানি মুক্ত বিশ্ব গড়া। সেটার জন্য তারা গৃহযুদ্ধ আছে তেমন দেশে তারা শান্তি রক্ষী পাঠায় যে গুলাকে আমরা মিশন বলি। এর বাইরে কেউ যদি অধিকরতর জ্ঞান আহরণ করতে চান তাইলে কমেন্টে দেয়া লিংকে ক্লিকাইতে হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৭ দুপুর ১:১২

আশমএরশাদ বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.