![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় রাজনীতি বলেই শুরু করি। এ দেশে সবাই তিনটা জিনিসকে বেশী ব্যবহার করে বাজার কাটতির জন্য। সেটির এক নাম্বারে হলো ধর্ম। দ্বিতীয়তে আছে বিজ্ঞা। যে কোন কিছুই কম্পিউটার দ্বারা পরীক্ষীত বলবেই। তৃতীয়তটাও বিজ্ঞান তবে যৌন সুড়সুড়ির হিট বিজ্ঞান। চতুর্থতটা হলো অনেকটা নিরাপদ। দুনিয়ার ক্যামিকেল দিয়ে বানালেও বলবে এটা একশ পারসেন্ট হারবালে তৈরী। জিনিসটা যাই হোক সেটার মধ্যে এ্যালোভেরার উপাদান আছে সেটা জানাবেই। লোকজন এই কারণে আজকাল লেবু না কিনে ১০০টি লেবুর শক্তিযুক্ত ভিম কেনে।
যাই হোক যে কথায় আসছিলাম। ফেসবুকে গত কয়েক দিনে দেখি আল্লাহর উপর ভরসা করার লোকজন বেড়ে গেছে। শুকরিয়া। পোলাপাইন এই আধুনিক যুগেও ধর্মকর্মে মন দিয়েছে মন্দ কি? হঠাৎ এটার শানে নজুল আবিস্কার করে তব্দা খেয়ে গেলাম। আওয়ামীলীগ নাকি একটা এ্যাপ ব্যবহার করেছে যেটাতে লিখা আছে "ভরসা রাখুন নৌকায়।" নৌকার কিছু কিছু পেয়ারী সেটা দেখে নিজের প্রোফাইল পিকচার বদলে ফেলেছেন। রাজনৈতিক দলের কাজই হলো প্রচার এবং প্রতিশ্রুতি দেয়া এবং অভিনব কায়দায় সেটা করার রেওয়াজও ইদানিং বেশ জনপ্রিয়। তো এদের এ্যাপের বদৌলতে বঙ্গীয় ফেসবুকীয় মুসলিম সমাজ সাথে সাথে নিউটনের সমান ও বিপরীত প্রতিক্রিয়ায় বিশাল এক কাজ করে ফেলেছেন। (নৌকার উপর ভরসা কাহাতক সহ্য হয়- দেখাচ্ছি মজা!) তখন তারা করিম উদ্দিন ভরসা এবং রহিম উদ্দিন ভরসা নামের দুই ভাইয়ের সাথে আলাপ করে আরেকটা এ্যাপ বানালেন। যেটিতে নৌকা শব্দের উপর আল্লাহ শব্দটি প্রতিস্থাপিত করে ফেলেছেন। কেউ কেউ চাইলে নাউজুবিল্লাহ বলতে পারেন। তখন কেউ কেউ বলছেন এই জিহাদী জন- তোমরা এতদিন কি আল্লাহর উপর ভরসা করতে ভুলে গেছিলা?
আল্লাহর উপর ভরসা করলে কি সেটা এ্যাপ দিয়ে দেখাইতে হয়? নৌকার বদলে আল্লাহর উপর ভরসা করার ভরসাটাতো আল্লাহ বুঝে ফেলেছেন। এখন তোমাদের কি হবেরে পাগলা। এমনি এমনি ভরসা করো নৌকার পাল্টা ভরসা কেনে করবা !
তাওয়াক্কুল করা এবং কারো উপর ভরসা করা এক জিনিস নয়। যদিও তাওয়াক্কুলের অনুবাদ ভরসাই লিখা আছে। তাওয়াক্কুল মানে সর্বাঙ্গিন ভাবে ভরসা। আস্থা এবং ঈমান রাখা সর্ব অবস্থায়। আমার সব ভালো মন্দের জন্য আল্লাহর ইচ্ছাই একমাত্র সেটা প্রকাশ করার নামই তাওয়াক্কুল করা। আল্লাহর উপর আমাদের তাওয়াক্কুল করা আছে , তার উছিলাদের উপরও আস্থা বিশ্বাস আমরা রাখি। রাখি বলেই হযরত নুহ আলাইহিওয়াচ্ছালাম আল্লাহর নির্দেশে নৌকার উপর ভরসা করেছিলেন। ভরসা করি বলে হুজুরদের দোয়া ঝাড়ফুক নিয়ে থাকি। ডাঃ এর ভরসা করে বলেই হুজুরেরাও এ্যাপোলো ইউনাইটেড এ দৌড়ায়।
আর এই ভরসা ঈমান আকিদার ভরসা না। এই ভরসা একটা নির্দৃষ্ট কাজের উপর ভরসা। আল্লাহ নিজেই ইসলামকে হেফাজত করবেন বলার পরও হেফাজত নামের দল আছে। তখন কেন এর প্রতিবাদ হয় না?/
কালকে সুলেমান সুলতান দেখছিলাম সেখানে দেখি আফিফা খাতুনও বলেছেন হেরেমের সকলে যেন তার উপর ভরসা রাখে। খেয়াল করে দেখলাম ভরসা আমরা আল্লাহর উপর রাখার পাশাপাশি নির্দৃষ্ট সময়ের জন্য নির্দৃষ্ট কাজের জন্য কারো না কারো উপর ভরসা রাখি।
২| ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
কাউয়ার জাত বলেছেন: কোন কবি বলেছেন?
আওয়ামী চামচীয় কবিতা পরিষদের কবি?
৩| ২১ শে মে, ২০১৭ রাত ৮:০১
টারজান০০০০৭ বলেছেন: রাজনীতি আর রাষ্ট্রনীতির মধ্যে হার্থক্য আছে ! প্রচলিত ক্যাডারভিত্তিক , ক্ষমতায় যাওয়ার মাফিয়া রাজনীতির সাথে ধর্ম মেশালে উহা দুধের মধ্যে গোচনা নহে , বরং গোচোনার মধ্যে দুধ হইবে। ইসলামে রাষ্ট্র পরিচালনার সব নীতিই আছে , প্রচলিত ক্ষমতায় যাওয়ার নোংরা রাজনীতি নাই। সুতরাং যেই পাঁঠা কবি উহা বলিয়াছেন তিনি সত্য বলিয়াছেন বটে তবে মতলব ভালো মনে হয় না! ছাগুদের কাছে নিজেদের বস্তাপচা মতবাদের পোঙ্গামারা দেখিয়া পাঁঠা কবিরা একসময় আবিষ্কার করিয়াছিল 'ধর্ম নিয়ে রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি' ! ছাগুরাও বলিয়াছিল 'ধর্মহীন রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি !' উভয়েরই মতলব খারাপ দেখিয়া ম্যাংগো পিপল উহাদের পশ্চাৎদেশ দেখাইয়াছে !
৪| ২১ শে মে, ২০১৭ রাত ১০:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই দেশটার উন্নতি হয়না এসব হুজুগের কারণে...
৫| ২১ শে মে, ২০১৭ রাত ১০:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
ভাইজান মনে হয় এই অ্যাপটার কথাই বলছিলেন। আহ! ধর্মের প্রতি কি মারাত্মক শ্রদ্ধা আমাদের!!!
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৭ বিকাল ৪:২২
চাঁদগাজী বলেছেন:
রাজনীতির জন্য রাজনৈতিক দলের উপর ভরসা, মাছের জন্য জেলের উপর ভরসা, যুদ্ধের জন্য সেনাদের উপর ভরসা, যাতায়তের জন্য বাসের উপর ভরসা, কমন সেন্স! ইডিয়টদের কমনসেনস কম!