![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, রাষ্ট্রনীতি সব কিছু মিলে "নীতির রাজা-রাজনীতি।" সুতরাং "হেট পলিটিক্স" বলার আগে আমি ভেবে নিয়েছি -আমার কী নিজস্ব একটা দর্শন নেই ! আমার কোন চয়েজ নেই ! উত্তর হ্যাঁ হওয়ার পর ভেবেছি আমি তাইলে একজন সুবিধাবাদী, আমি দায়িত্বশীল না। আমি শুধু উপরে উপরে কথা বলার লোক? সমালোচনা করার লোকের অভাব আছে কি এই দেশে? ভালো ভালো কথা বলার লোকের অভাব আছে কি এই দেশে? দায়িত্ব নেয়ার মানুষ কম আছে- সেটা বিশ্বাস করি। নিরপেক্ষ লোক মানেই সুশীল লোক মানেই সে প্রচন্ড রকম সুবিধাবাদী। সুবিধা মানে শুধু টাকা পয়সার সুবিধার কথা বলছি না। সুবিধাজনক সময়ে সুবিধাজনক কথা বলাই তাদের কাজ। জনপ্রিয় থাকার তরিকা , লাইকারদের কথা মাথায় রেখে লিখে। "ধরিবো মাছ ছুঁবনা পানি" টাইপ -এই কুল ঐ কুল দুই কুলের সাথে সম্পর্ক অটুট রাখতেই তাদের যত ন্যাকা ন্যাকা কথাবার্তা। নিজেরটা বলুন - আপনার নিজের ইজম-দল ভুল হোক প্রতিযোগীতায় আসুন।
দলান্ধ এটাও একটা বদ্ধমুল ধারণা- আবদ্ধ ধারণা। নিরপেক্ষ বলে দাবীদারেরা এই আবদ্ধ বৃত্তের বাইরে গেছে বলে দেখিনি। আজন্ম সে সেটাই শুনে এসেছে। যাচাই করেনি, করার ইচ্ছা প্রকাশ করেনি। নিজের যে কোন বদ্ধমুল ধারণা মানেই সেটা যাচাইকৃত প্রমানীত সেটা বলা যায় না। দলের লোক যেমন চায় সবাই তার দলে আসুক তেমনি নিরপেক্ষ বলে দাবীদার লোক চায় সবাই তার দলে তার মতো হোক -নিরপেকক্ষ সুশীল হোক। সুতরাং উদ্দেশ্যগত ভাবে দুইজনই একই পথের পথিক।
একজন রাজনৈতিক সমর্থককে দেখলে নিরপেক্ষ বলে দাবীদার (যাদের বেশীর ভাগই চুপা বিএনপি বলে জেনেছি) লোকেরা মনে করে তার বুদ্ধি কম। দলান্ধ দলদাস ইত্যাদি খিস্তি খেওর শুনতে হয় । তার মাথা থেকে ভালো কিছু বের হতে পারে বলে ঐ সুশীল মনে করে না। যেখানে রাজনৈতিক দল মানেই গণতন্ত্রের প্রাণ, শক্তি এবং একক। "হেট পলিটিক্স" দিয়ে ভালো উন্নতমানের গণতন্ত্র তাহারা কোথা থেকে আনবেন আমি জানি না। আপনি যা বিশ্বাস করেন যে ইজম বিশ্বাস করেন তা প্রকাশে দ্বিধা কেন? সৎ হই নিজের মত প্রকাশে। নিরপেক্ষতার বেশি বেশি ভান ধরাও একধরনের নিরপেক্ষান্ধতা !
২| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫১
বিজন রয় বলেছেন: নিরপেক্ষান্ধদের বলা "দলান্ধ" শব্দটিও একটি বৃত্তবন্দি আবদ্ধ ধারণা-
................. কঠিন শিরোণাম।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৪
আজাবুল মরফুদ বলেছেন: ”একজন রাজনৈতিক সমর্থককে দেখলে নিরপেক্ষ বলে দাবীদার (যাদের বেশীর ভাগই চুপা বিএনপি বলে জেনেছি) লোকেরা মনে করে তার বুদ্ধি কম”-----একমত।