নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

আমার বাংলা লিখার জায়গাটাও আজ বন্ধ

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩২

আমি অনলাইনে গত দশ বছর যাবৎ যা লিখেছি তা এই সামুর কমেন্ট বক্স ব্যবহার করে। বাংলা ফোনেটিকে লিখার ক্ষেত্রে সামুই আমার কাছে সেরা মনে হয়েছে। ডাউনলোড করা অভ্রতে লিখে অভ্যস্ত নই। ফেসবুকের সব পোস্টও এই সামুর কমেন্ট বক্স ওপেন করা লিখা।
অভ্র ইনস্টল করে আমার মনে হয়েছে পিসি স্লো হয়ে থাকে তাই সেটা ডিলিট দিয়েছিলাম।
যা হোক আজকে অন্যকোন ব্যবস্থা করতে হবে। মনের কষ্ট মনে চেপে রাখতে পারলাম না। সামুর রাইট বাটন অপশন বন্ধ দেখে সকালে মনে হয়েছে আমার পিসির রাইট বাটনই কাজ করছে না। অনেক চাপাচাপি করে সেটাও নষ্ট হবার পথে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: একটু সময় দেন। সামু এই ব্যাপার নিয়ে দেখছে।

২| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রাইট বাটন ক্লিক আগের অবস্থায় ফিরিয়ে আনা উচিৎ।

৩| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সামু কর্তৃপক্ষ বিকল্প ব্যাবস্থা না করা পর্যন্ত রাইট বাটন ক্লিক ফিরিয়ে আনাই উচিত |

৪| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

মোস্তফা সোহেল বলেছেন: আমি বেশিরভাগ সময় লেখা ড্রাফ করে রাখি।বা একটা লেখা কিছুটা লিখে ড্রাফ করে পরে আবার হয়তো লিখি।কিন্তু এখন নিজের লেখা যদি কপি পেষ্ট না করতে পারি তবে একটানা লিখে লেখা পোষ্ট দেওয়া অনেক কষ্ট হয়ে যাবে।আর এর জন্য হয়তো সামুতে পোষ্টের সংখ্যাও কমে যাবে।
আশা করি কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।
আমরা যেন নিজের লেখা কপি-পেষ্ট করতে পারি সে ব্যবস্থা খুব দ্রুত করুন।

৫| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মোস্তফা সোহেল এর সাথে একমত।

৬| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনার পোস্ট টপ টু বটম কপি করলাম


আমার বাংলা লিখার জায়গাটাও আজ বন্ধ

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩২

আমি অনলাইনে গত দশ বছর যাবৎ যা লিখেছি তা এই সামুর কমেন্ট বক্স ব্যবহার করে। বাংলা ফোনেটিকে লিখার ক্ষেত্রে সামুই আমার কাছে সেরা মনে হয়েছে। ডাউনলোড করা অভ্রতে লিখে অভ্যস্ত নই। ফেসবুকের সব পোস্টও এই সামুর কমেন্ট বক্স ওপেন করা লিখা।
অভ্র ইনস্টল করে আমার মনে হয়েছে পিসি স্লো হয়ে থাকে তাই সেটা ডিলিট দিয়েছিলাম।
যা হোক আজকে অন্যকোন ব্যবস্থা করতে হবে। মনের কষ্ট মনে চেপে রাখতে পারলাম না। সামুর রাইট বাটন অপশন বন্ধ দেখে সকালে মনে হয়েছে আমার পিসির রাইট বাটনই কাজ করছে না। অনেক চাপাচাপি করে সেটাও নষ্ট হবার পথে।

৭| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬

করুণাধারা বলেছেন: অনেকের অবস্থাই আপনার মত। গলা ব্যথা কমাতে গলায় দড়ি দেওয়া!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.