নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদেরই

আশমএরশাদ

শিশিরের শব্দের মত

আশমএরশাদ › বিস্তারিত পোস্টঃ

হেরে যাচ্ছে এই বার্তাটা নির্বাচনে খুবই খারাপ ফল দেয়। এজেন্ট পাওয়া যায় না।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

ঐক্যফ্রন্ট এবং বিএনপি একটা ভুল করেছে। সেটা হলো তারা নিজের অসহায়ত্ব বেশি বেশি করে প্রচার করে সিম্পেথি আদায় করতে চেয়েছে। এর পেছনে অন্য কারণটি হলো মানুষকে বুঝানো যে সরকার নির্বাচন কমিশন কতটা অগণতান্ত্রিক সেটা দেখানো । ক্ষেত্র বিশেষে তারা ইচ্ছা করে পোস্টার লাগায়নি। লাগানোর এটেম্পটও নেয়নি। তবুও মিডিয়াকে বলেছে দেখো আমাদেরকে পোস্টার লাগাতে দিচ্ছে না। । হামলার অনেক অভিযোগ সত্য হলেও কিছু হামলার অভিযোগ নিয়ে সন্দেহ আছে। অভিযোগ প্রিয় আফরোজা আব্বাসের অনেক গুলা অভিযোগেরই কোন সত্যতা পাওয়া যায়নি। হেরে যাচ্ছেন এই বার্তাটা নির্বাচনী মাঠে খুব খারাপ সিটুয়েশন তৈরী করে। এজেন্ট সহ সবাই তখন ভবিষ্যত নিরাপত্তার কথা মাথায় রেখে তফাতে চলেন।
এই মুহুর্তে ঐক্যফ্রন্টের নেতাদের যেখানে পুলিশ বা সেনাবাহিনীকে আস্থায় রেখে কথা বলার কথা সেখানে তারা স্ল্যাং ভাষা ইউজ করছে। জামাত মুক্ত হলে যে বিএনপির ভোট কমে যেতো বা সুষ্ঠু ভোট হলে ক্ষমতায় আসতে পারতো না সেটা কিন্তু না। তারা বরং বিদেশী চাপটা সরকারকে আরো বেশি করে দিতে পারতো। আমেরিকা সহ অন্যদের সাপোর্ট বেশি করে পেতো।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

বাংলার মেলা বলেছেন: দেশের ইলেকশনে জিততে হলে আমেরিকার সাপোর্ট বেশি করে পাওয়ার কি দরকার?

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

আশমএরশাদ বলেছেন: ক্ষমতাসীনদেরকে বৈধ চাপ দেয়ার জন্য। আমেরিকার সাপোর্ট পাওয়ার জন্য তাদেরকে লবিষ্ট নিয়োগ করতেও দেখা গেছে।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

যোখার সারনায়েভ বলেছেন: ব্যাপারটা দৃষ্টিকটু লেগেছে আমার কাছেও।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

পবিত্র হোসাইন বলেছেন: ফলাফল ????

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম ঠিক বলেছেন।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

রসায়ন বলেছেন: ভালো বিশ্লেষণ :)

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: বিএনপি এখন শেষ সময়ে যেভাবে মাথাচারা দিয়ে উঠেছে- এক বছর আগে এরকম মাথা চারা দিয়ে উঠা দরকার ছিল।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

নজসু বলেছেন:



ঠিক বলেছেন।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকার সাপোর্ট না পাওয়ার ভয় হাসিনা পায় না।

দাড়ীওয়ালাদের ঝুলানোর সময় সরাসরি অনেক ভয় দেখাইছিল, কোন লাভ হয় নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.