![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার মত কিছু এখনও অর্জিত হয়নি।
এহেম এহেম অনিন্দিতা,
তোকে চিঠি লিখতে সম্ভাষন লিখতে হবে? না মনে হয়।তারপরেও লিখছি কারন কি বলতো? কারন এটা উড়চিঠি। তুই হয়তো চিঠিটা পড়লেও পড়তে পারিস। কিন্তু বুঝতেও হয়তো পারবি না যে এটা তোকে লেখা। এই যে অামি এতটা স্বার্থপর তারপরেও তোর অপেক্ষায় থাকি তুই কি বুঝিস কিছু? জানি বুঝিস না। কেন বুঝিস না বলতো? মেয়েদের নাকি ৩ টা চোখ! অদৃশ্য চোখ দিয়ে তারা নাকি বুঝতে পারে যে তাকে সোলমেট হিসেবে দেখে। তুই কখনও বুঝেছিস? এইযে অামি তোর জন্য হুলস্থুল ছেলেমানুষী, বড়রা যাকে বলে বেয়াদবি করেছি সেটা কি তুই জানিস? উঁহু জানিস না। এইযে অামি মাইগ্রেনের জন্য দেয়া ঘুমের ওষুধ ১ টার জায়গায় ১৬-১৭ টা করে খেতাম অার ভুল বকতাম সেটাও তুই জানিস না। এই যে প্রচুর ক্ষোভে যে কেন তোকেই অামার ভালোবাসাতে হলো সেটা ভেবে হাতপা কেটে রক্তারক্তি অবস্থা করে ফেলি সেটা জানিস? এই যে অামি ২ মাস ধরে ছ্যাকাক্রান্ত হয়ে ঘুরেবেড়িয়েছি সেটাও তুই জানিস না। এই যে তোর সাথে কথা না বলে এতদিন কষ্টে কষ্টে ছিলাম সেটাও তুই জানিস না। তোর জন্য যে অামার কানে সবসময় হেডফোন গুঁজেরাখা থাকে সেই অামি গান শোনায় বাদ দিয়েছিলাম সেটাও তুই জানিস না। তুই কিছুই জানিস না। কেন জানিস না সেটা কিন্তু অামি ভালই জানি। তবুও সমস্যা কি বলতো? সমস্যা হলো মানতে অামার একদম ভালো লাগেনা। তোকে পাব না জানি, হয়তো মনেপ্রাণে বিশ্বাসও করি। কিন্তু তোকে নিয়ে ভাববোনা,স্বপ্ন দেখবো না, তোকে ভেবে কাঁদবো না, তোকে নিয়ে অামার অদ্ভুত ভাবনার কথা অাবার ভেবে হাঁসবো না সেটা কোনোভাবেই সম্ভব না। এরকম হলে অামিতো অামিই থাকবোনা। উঁহু তোকে কিছু ভাবতে হবে না। তবে হ্যাঁ কখনও অামাকে ভেবে তোর খারাপ লাগবে সেটা অামি চাই। অামার কিন্তু সেটা ভেবেভেবে ভালোই লাগে। তুই ভালো থাক অামি চাই? নাকি চাইনা? জানিনা। অামাকে ছাড়া কেন ভালো থাকবি তুই বলতো? অামার ভালো লাগবেনা। না না একটুও ভালো লাগবেনা । একটা গানের লাইন অাছে না? 'স্বার্থপর এই অামি তোমার সুখে সুখি নই' অামার সাথে বড্ড মানায় গানটা বুঝলি। অাচ্ছা.. থাক বাদ দে। ভালো থাক সত্যিই ভালো থাক তুই। কিন্তু হুট করে মারা গেলে কাঁদিস কিন্তু। তুই না কাঁদলে অামি মরেও শান্তি পাবো না। অবশ্য অামার অাগে তুইও মরে যেতে পারিস।অামি কাঁদবো না। সত্য...তবে তোর বর কে অবশ্যই শ্বান্তনা দিবো। মরার পর তাকে ভেবে মরিস না!
ইতি....
স্বীকৃত স্বার্থপর
২| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৬
অাসমা সাদিয়া বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৩
প্রামানিক বলেছেন: কষ্ট কথা