![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই জীবন নিশ্বাসের সমষ্টি ব্যাতিত আর কিছু নয়। অতএব, প্রতিটি নিঃশ্বাসই একটি মূল্যবান রত্ন যা কোন কিছুর বিনিময়ে এই পৃথিবীতে ক্রয় করা যাবে না। এটি এমন এক অমূল্য রত্ন যার কোন প্রতিস্থাপক নেই। তাই কথা-বার্তা, আনন্দ ও দুঃখ প্রকাশের মাধ্যমে এই অমূল্য সম্পদ অপচয় করা উচিত নয়। একজন বুদ্ধিমান ব্যাক্তি তা কখনই করে না। যখন কেউ সকালে জেগে উঠে, তার নিজের সাথে একটা চুক্তি করা দরকার ঠিক যেমনি ব্যবসায়ীরা তাদের অংশীদারদের সাথে চুক্তি করে। সে সময় তাঁর বলা উচিত :
”হে হৃদয়, তোমাকে জীবনের চেয়ে মহা মূল্যবান আর কোন সম্পদ দেওয়া হয়নি। জীবনের শেষ নিঃশেষ ত্যাগ হওয়ার সাথে সাথে এর বাহকের অস্তিত্ব ও শেষ হয়ে যাবে ও স্ববিষাদে জীবনের প্রাপ্তির খোঁজ নিবে। আজকে একটি নতুন দিন। আল্লাহ সুবাহানাহু তায়ালা তোমাকে সময় দিয়েছে অর্থাৎ তোমার মৃত্যুকে বিলম্বিত করেছে। তিনি তোমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। মনে কর যে তুমি মৃত। অতএব সময়ের অপচয় কর না। প্রতিটা নিঃশ্বাসই অমূল্য রত্ন। মানুষ দিনরাতে ২৪ ঘন্টায় ২৪ টি কক্ষ পেয়েছে। এই কক্ষগুলোকে পূর্ণ কর এবং আখিরাতের প্রতি লক্ষ্য রেখে তা পূর্ণ কর। তুমি যদি ভাল কোন কাজ (নেক আমল) দ্বারা এগুলো পূর্ণ না কর তবে তা তীব্র দুর্গন্ধময় অন্ধকারে পূর্ণ হবে এবং চারিদিকে আচ্ছন্ন করে দিবে। আর যে সময়গুলো তুমি ঘুমিয়ে বা হেলাফেলায় অথবা কোন দুনিয়াবী কাজে ব্যয় করেছ তার জন্য তুমি দু:খিত বা পুলকিত অনুভব করবে না। কিন্তু যে সময়টুকু তুমি কোন কাজে ব্যবহার করনি তার জন্য় অনুশোচনা করবে ।”
©somewhere in net ltd.