নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

দি লায়ন অব দ্যা ডেজার্ট দেখার পর

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৮

তোমরা কি করে ভুলে আছো তোমাদের সেই অতীতকে?

তোমাদের কি তাড়া করে না সেই অতীত ইতিহাস?

কি করে এতো বিস্মৃতিপরায়ণ জাতি হোয়ে গেলে তোমরা?

এইতো মাত্র কিছুদিন আগে তোমাদের পদানত করতে গিয়ে,

ট্যাংক আর বেয়নেটের তীক্ষè ফলার ভয় দেখিয়ে তাড়িয়ে নিয়ে গেলো

তোমাদের পশুপালসহ ক্ষূদ্র খোয়ারে

আর তোমরা মৃত্যুবরণ কোরলে পশুদেরই সাথে পশুদেরই মত!

মৃত্যুকে আলিঙ্গন কোরলে কাপুরুষের মত।

তোমাদের লড়াকু ভাই ওমর আল মুখতার,

যে লড়াই কোরে গেছে মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও

তিনি তো পান কোরেছেন শাহাদাতের অমিয় সুধা

যদিও তাকে তোমাদেরই চোখের সামনে

সামান্য অপরাধী চোরের মতো ফাঁসিতে ঝুলিয়ে

মৃত্যু কার্যকর কোরেছিলো শত্র“রা।

তিনি তো দমেন নি, পলায়ন করেন নি ময়দান ছেড়ে

যদিও তার হাতছানি ছিলো পার্থিব বিলাসের

তোমরা কি ভুলে গেছো তার কথা?

তোমরা কি শত্র“কেই গ্রহণ কোরেছো বন্ধুরূপে?

জেনে রেখো তারা তোমাদের বন্ধু নয়,

কসম সেই সত্ত্বার, কসম সেই রবের পবিত্রতার;

তারা কখনোই তোমাদের বন্ধু নয়।

কখনোই তারা তোমাদের বন্ধু নয়।

যে জীবন নিয়ে বেচে আছো তাতো গোলামীর জীবন।

কি হোয়েছে তোমাদের ?

দেখনি কি কোন দানব চেপে বসেছে তোমাদের ঘাড়ে

তোমরা তাকে জানো বন্ধু, আর সে জানে তোমরা তার শত্র“।

যদিও দেখছি তোমরা তাদের উপযুক্ত শত্র“ও নও

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৮

বাংলাদেশী দালাল বলেছেন: তোমরা কি শত্র“কেই গ্রহণ কোরেছো বন্ধুরূপে?

সুন্দর কবিতা।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩২

উড়োজাহাজ বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৬

পাগলাগরু বলেছেন: "লায়ন অফ দ্যা ডেজার্ট" কি?

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩১

উড়োজাহাজ বলেছেন: ইয়ার্কি করছেন নাকি আসলেই জানতে চাইছেন?

৩| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩

পাগলাগরু বলেছেন: গুগলে সার্চ দিলাম। এইটা একটা মুভি

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫

উড়োজাহাজ বলেছেন: হ্যা এটা একটা মুভি। আর এটা ্ওমর আল মুখতারের উপাধিও।

৪| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫

পাগলাগরু বলেছেন: ওমর আল মুখটার কে?

২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৮

উড়োজাহাজ বলেছেন: গুগলে সার্চ দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.