নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

মানবতাবাদী চাপাবাজ শিমু নাসেররে ঝাইড়া আসলাম

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৪

মাফ করবেন। খুব রাগ হয়ে গিয়েছিলো। নিজেকে সামাল দিতে পারলাম না। ঝাইড়া কমেন্ট করে আসলাম।

মুখে বড় বড় কথা। উপায় ছিলো না সত্যি।এই লিঙ্কে যান। যা লিখলাম:



আপনি আবার এসেছেন? এনাফ ওয়াজ এনাফ! মানবতাবাদী সাজেন? ল্যান্জা বেরিয়ে গেলো যে দাদা!! মুখে বড় বড় ফুটানী। তা দাদা আপনাদের বহুত জ্ঞান আছে স্বীকার করি। আছে কথার যাদু। কিন্তু আপনারা আত্মিকভাবে বড়ই অন্তসারশুন্য। মিছে আমরা আপনাদের ফলো করি। আমরা আবাল ভুদাই বা্ংগালী তো। আপনাদের চালাকি ধরতে পারি না। তার চাইতে রানার মতই হয়ে যাননা। খামোখা ল্যান্জা বের হওয়ার সম্ভাবনা থাকবেনা। আর যদি সত্যি সত্যিই রানাদের মতো চরিত্র অপছন্দ করেন তাহলে আর সাফাই গাইতে আসবেন না। প্রথম আলোতে চাকরি করেন বলে নিজের স্বত্বা বিক্রি করে দিবেন? প্রথম আলো কি মহাভারত? কোন প্রমান পেয়েছেন? কিঙবা ঐশ্বরীক কোন বার্তা? আপনারা যা মনে করেন তাই ঠিক সবসময়? হাজার হাজার মানুষ কি কিছুই বোঝে না? ন্যায় অণ্যায়, নীতি নৈতিকতার সজ্ঞা কি আপনারাই ঠিক করে দিবেন? হয়তো তর্কে আপনাদের সাথে পারবোনা। আপনাদের মতো অত পড়ালেখা নেই। চাপায় জোড় নেই। বলুনতো আত্মা থেকে আপনারা কি সন্তুষ্ট? যদি সন্তুষ্ট না থাকেন, যদি নিরহঙকারী হয়ে থাকে তাহলে ক্ষমা না চান অন্ততপক্ষে আর সাফাই গাইতে আসবেন না। প্রথম আলো আপনাদের প্রভু নয়। চাকরি হয়তো করেন তাই এক রকম প্রভুও । কিন্তু প্রথম আলো কর্তৃপক্ষের সব দায় আপনার ঘাড়ে কেন নেবেন? আরেকটা কথা মনে রাখবেন। সবসময় জয় দিয়ে জয় আসেনা। হেরে গিয়েও জেতা যায়। তর্ক না করে ভুল বোঝার চেষ্টা করুন। আপনাদের জ্ঞান দিয়ে সব চলে না। মিডিয়ার বাইরেও জগত আছে।তাদের মূল্যবোধ একরকম নয়। সীমিত আকারে নাচ গান এই শোকে গ্রহণযোগ্য নয় এটা আপনাকে বুঝতে হবে । অহ্ংকারে লাফাবেন না।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৯

স্বপন খাঁন বলেছেন: ভাই একটা কাজের কাজ করছেন

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭

উড়োজাহাজ বলেছেন: হ্যা, অনেকদিন পর মনো হলো একটা ভালো কাজ করেছি।

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন: এটা তাহলে আপনার ফেসবুক আইডি! View this link


২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

উড়োজাহাজ বলেছেন: বাশের কেল্লার কোন কিছু শেয়ার করলেই জামায়াত শিবির হয়ে যায় না। ফার্মগেটের ঐ ঘটনা আমার কাছে ভালো লাগছে। তাছাড়া আমি বাশের কেল্লার যেমন লাইকার তেমনি প্রজন্ম চত্তরেরও লাইকার। আবার হেফাজতের ও লাইকার। আমি সবার ব্যপারে খোজ খবর রাখি। বলতে গেলে রাখতে হয়। এই ভিডিও দেখিয়ে আমাকে প্রমাণ করতে চাচ্ছেন আমি জামাত শিবিরি? ভালো করে আমার ওয়াল ভিসিট করুন।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৯

ফারুক মাহমুদ বলেছেন: আমিও একটু ঝাইড়া দিয়া আসছি - ইংরেজিতে

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

উড়োজাহাজ বলেছেন: ধন্যবাদ।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭

উড়োজাহাজ বলেছেন: অন্যদের কমেনট:
ভাই শীমূ নাসের আপনি দালালি করবেন আমরা ধরেই নিয়েছি, বা দালালী যদি নাও হয় এমন পরিস্থিতিতে মনের এইসব দুষ্ট মিষ্টি ভরা কৈশরের আবেগী ভাবালুতা লেদাসম প্রতিভাত হচ্ছে। প্রথম আলোরে বলি সেই দিন আর নাইরে পাগল- যেদিন অফসেট কাগজের মত সাদা মসৃণ নিউজপ্রিন্ট পেপারে ঝকঝকে ছাপা রঙিন ২৪ পৃষ্ঠার দৈনিক টির প্রেমে পড়েছিলাম প্রথম দেখাতেই। সেই প্রেম ছিল আবেগ, আনন্দ, ঢেউয়ের হিল্লোল। ছিল কানায় কানায় ভরপুর টইটুম্বুর। নিত্য নতুন বিভাগ, প্রতিদিনকার মনকাড়া সাপ্লিমেন্টারি , ক্রীড়া প্রতিবেদনের হৃদয়গ্রাহী ভিন্নধর্মী আনকোরা স্টাইল। সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতার ভূমিকা- আমাদেরকে আপ্লুত করেছিল। তোমাকে অন্তরের অন্তঃস্থলে, চোখের মণিকোঠায় রাখতে আমাদের দ্বিতীয় বার ভাবতে হইনি। এক লাফে নামমাত্র কয় দিনে বিপুল ব্যবধানে চ্যাম্পিয়ন বনে গিয়েছিলে। তোমাদের চোট্টামি, ভণ্ডামি, প্রপাগান্ডা সত্ত্বেও বিচারহীন সমর্থন দিয়ে গেছি। কারন পাঠকের উলুবনে তোমাদের ছড়ানো মুক্তা ছাড়া আর কোন হিরা-চুন্নি পান্না ছিলনা। এই বাধভাঙা ভালবাসাকে পুঁজি করে যখন তোমরা Blackmail করা শুরু করলে তখনও তোমাদের হলুদাভ ভাবটা আমাদের চোখে পড়লেও ignore করতাম। ক্রমে তোমার গা হলুদাভ থেকে হলুদ- হলুদতর- হলুদতম-কটকটে হলুদে পরিণত হল আমাদের চোখের সামনেই। কার্টুনিস্ট আরিফ দেশ ছাড়ল, তার আগে খালদা অন্তরিন, হাসিনা বাধ্য-প্রবাসে, রাঘব বোয়ালেরা তত্তাবধায়কের আন্তরিক তত্তাবধানে ভিডিও সিডি কনফেশনে পেট উগরানো সত্যবাদী যুধিস্টির আর তোমরা ব্যস্ত ছিলা মাইনাস টু র সরল অংকে। বলে বলে হয়রান হতে হবে , আর কটা বলব। পত্রিকায় ছবি ছাপাও ছবিয়ালের নাম দিতে গা করনা কর অনুমতি তো পরের ব্যপার। গণজাগরণে মানুষের জোয়ার দেখে দুরনিতি আর তত্তা বধায়ক ইস্যু ফেলে রেখে শাহবাগে যেদিন আসন গেরে বসলে, সেদিন থেকে কটকটে হলুদ থেকে জন্ডিসের উদ্ভব। আর এইতো সেদিন হাসাণাত আঃ হাই ণামক ভাইরাসে আক্রান্ত হয়ে তুমি আজ ভয়াবহ সিরোসিসে । তোমার মৃত্যু কামনা ছাড়া সেই আমরা এখন আর অন্য কিছু ভাবতেই পারিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.