নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা পোষ্ট দিয়েছিলাম সকল ব্লগারদের উদ্দেশ্যে। কোন একটা কারণে তা আর প্রথম পাতায় খুজে পাইনি এবং দীর্ঘ সময় এই ব্লগে লগইন করতে পারছিলাম না। অবশেষে লগইন করতে সমর্থ হলাম। সকলের উদ্দেশ্যে একটা প্রস্তাব তুলে ধরেছিলাম। অনেকে প্রশংসা করেছিলেন। কেউ কেউ এমনও বলেছেন যে এই পোষ্টে শত শত কমেন্ট পড়ার কথা। জানি না কেন সবাই তা করে নি। কমেন্ট আমার কাছে জরুরী নয়। নামী দামী ব্লগার হওয়াও উদ্দেশ্য আমার নাই। আমি শান্তিকামী সাধারণ গোবেচারা আমজনতার একজন। ঝগড়া করে অন্যকে বাঁশ দিতে পারলে আমারও ভালো লাগে। এটা সম্ভবত একধরণের বিকৃত রুচী। অথচ এই রোগে আমরা অধিকাংশ ব্লগাররা আক্রান্ত। ক্যাচাল জাতীয় ব্লগে হামলে পড়ি। কিন্তু আমার কোন ক্যাচাল ছিলো না। চেয়েছিলাম আমরা যেনো এ থেকে বের হয়ে আসার একটা পথ বের করতে পারি। হতাশ হলাম। তবে পুরোপুরি হতাশ এখনো হইনি। আবারও আপনাদের আহ্বান করছি এখানে আসুন। প্রথম পাতাই নাই বলে অনেকেই জানতে পারেন নি। দয়া করে একটু ঢু মেরে যান। এই পোস্টের আলোকে আপনার মতামত জানিয়ে যান দয়া করে।
পোষ্টের শিরোনাম ছিলো সকল ব্লগার ভাইদের প্রতি একটি করুণ অনুনয়! কোনদিন আমি খুব বেশী দৃষ্টি আকর্ষণ করিনি । আজকে একটু তাকান এই গরীবের পানে! না, টাকা পয়সা চাইছি না। একটা কথা শুধু!
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩১
উড়োজাহাজ বলেছেন: স্বাগতম। আসেন, প্লীজ। আপনি আমার মেহমান। আশা করি আপনাকে পাশে পাবো।
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৬
আব্দুল্লাহ নাটোর বলেছেন:
আমি ভাই শান্তি প্রিয় মানুষ ক্যাচাল বুঝিনা । ব্লগ া আসছি ১১ টায় ওকে জাইতাছি । দেখি কি আছে।