নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহ আদ সামুদ প্রভৃতি জাতিকে তাদের কৃত অপকর্মের জন্য শাস্তিস্বরূপ ধ্বংস করে দিয়েছিলেন। তাদের আবসস্থলগুলো আজও নিদর্শন হয়ে আছে। কি কি অপরাধ করেছিল তারা? তারা যা যা করেছে তার কোনটা আমরা করিনি? অথবা কোনটা আমরা বাদ দিয়েছি? ঠান্ডা মাথায় আইন করে আমরা আজ অপরাধ করছি। তাই হিসেব করলে দেখা যাবে বহু আগেই আমাদের উপর শাস্তি নেমে আসার কথা।( কেন শাস্তি নেমে আসছে না তার কারণ আল্লাহর রহমে আমি জানি।) কিন্তু এ অবস্থায় কেউ যদি আমাদের উপর শাস্তি স্বরূপ গজব নিয়ে আসে তাহলে আমরা কি তাকে বা তাদেরকে কোন দোষ দিতে পারব? আমাদের কি কোন নৈতিক অধিকার আছে তাকে বা তাদেরকে দোষ দেয়ার?
©somewhere in net ltd.