নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রধানমন্ত্রীর নির্দেশেই সাংবাদিক নির্যাতনকারী সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে পূর্ত ভবনের সম্মেলনকক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত ‘সাফল্যের ৪ বছর’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সূত্র: বাংলানিউজ২৪.কম
তথ্য উপদেষ্টার কথা যদি সত্য হয়, তাহলে কয়েকটি বিষয় পরিস্কার হয়ে যায়। তা হলো:
১। প্রধানমন্ত্রির হুকুমে আদালত রনির জামিন বাতিল করেছে।
২। আদালত নিজের বিবেচনায় নয়, ক্ষমতাশীনদের হুকুমের রায় দেন।
আর যদি তা না হয় তাহলে তথ্য উপদেষ্টার মুখ থেকে কিভাবে এই কথা বের হয়?
আদালতের উপর এই রকম কালিমা লেপন করা কি ঠিক?
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:১১
উড়োজাহাজ বলেছেন: যাই হোক! তাই বলে এই ভাবে বলবে? আওয়ামীলীগের উপদেষ্টারাই তো দেখি নেৌকা ডোবাচ্ছে।
২| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫০
বাংলার হাসান বলেছেন: ইকবাল সোবহান চৌধুরী হলেন সেই ব্যক্তি যিনি তার মেয়ের শ্বশুরবাড়ি থেকে দেয়া অলংকার বিক্রি করে দেন। গর্ভবতী মেয়ের গর্ভপাত করে বলেন প্রয়োজনে তোকে এর চাইতে টাকাওয়ালা ছেলের কাছে বিয়ে দিব।
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:১১
উড়োজাহাজ বলেছেন: ছি: ছি: বলেন কি?
৩| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৭
মোমেরমানুষ৭১ বলেছেন: এই হাম্বটার কথা কইয়েন না তো আর?
এই হাম্বাটার কারনেই সাগর-রুনি হত্যাকান্ডের প্রতিবাদ ইস্যুতে সমস্ত সাংবাদিকরা এক হতে পারে নাই। এই আওয়ামী হাম্বাটা এত পা চাটতে ব্যস্ত ছিল যে, সংবাদিকতার নীতি নৈতিকতা বর্জন করে বৃহত সাংবাদিক গোষ্ঠির বিপরীতে চলে গেছে। সরকার বাহাদুর তার অতিমাত্রার চামচামীতে খুশি হয়ে শেষ সময়ে তথ্য উপদেষ্টা বনাল
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:১২
উড়োজাহাজ বলেছেন: অদ্ভুত উঠের পিঠে.....
৪| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৬
ই এইচ মানিক বলেছেন: আমি বিবর্তনবাদ তত্ত্বে বিশ্বাস করি।বানর থেকে মানুষ হয়েছে আর মানুষ থেকে পরিণত হচ্ছে শুয়োরে। বিশ্বাস হচ্ছেনা?????
বাংলাদেশের রাজনীতিবীদদের দেখুন।তাও বিশ্বাস হচ্ছে না??
তাহলে চক্ষু ডাক্তারের কাছে যান।
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৬
উড়োজাহাজ বলেছেন: ডাক্তারকে দেওয়ার মত পয়সা নাই, শুনছি ডাক্তার গলা কেটে টাকা নেয়!
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৯
সরলপাঠ বলেছেন: তথ্য উপদেষ্টা হয়েছেন তিনি সাফল্যের পুরস্কার হিসাবে - কি সে সাফল্য? তিনি অতি দক্ষ্যতার সাথে সাগর-রুণি হত্যা মামলার আন্দোলনকে কবরে সমাহিত করে সরকারকে বিপদ থেকে উদ্ধার করেছেন।
জনাব ইকবালের পরামর্শে সরকার এই কাজটি করতেই পারে - মানে আদালতকে প্রভাবিত করতে পারে।