নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিজয় এক্সপি ব্যবহার করি উইন্ডোজ ৮ এ । সমস্যা হচ্ছে বার বার এরর দেখায় বিজয় প্রপারলি ইনস্টল হয় নি। আমার ল্যাপিতে উইন্ডোজ এক্সপি নেয় না। আবার বিজয় বায়ান্ন বা একাত্তুর ব্যবহার করলে ইলাস্ট্রেটরে স্পেস বাটনে হ্যান্ডটুলে কাজ করছে না। তা ছাড়া আমার টিমে যারা কাজ করে তারা সবাই বিজয় এক্সপি ব্যবহার করে। তাদের ফাইল শেয়ার করলে আমার এখানে ফন্ট ভাঙ্গা দেখায়। আবার আমার এখানকার ফন্ট্ও তারা ভাঙ্গা পায়। এই সমস্যার কোন বিনামূল্য সমাধান কারে জানা থাকলে সহযোগিতা করতে পারেন। অথবা আমাকে লাইসেন্স করা বিজয় কিনতেই হবে কিনা বলতে পারেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭
উড়োজাহাজ বলেছেন: অভ্র ইলাস্ট্রেটরে কাজ করে না। আমার ইলাস্ট্রেটর চালানো ফরজ।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২০
আমাবর্ষার চাঁদ বলেছেন: বিজয় বায়ান্ন ব্যবহার করে দেখতে পারেন..............
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
উড়োজাহাজ বলেছেন: বায়ান্নতে ইলাস্ট্রেটর এর হ্যান্ডটুল স্পেস বাটনা দ্বারা কাজ করানো যায় না।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২
অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: অভ্র ব্যাবহার করেন। বিজয় ফালায়া দেন।