নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমায় কি কেউ বলতে পার,
ঠিক কতটি সিগারেট একসাথে পোড়ালে
একটি আণবিক বা পারমাণবিক বোমার মত ধোঁয়া ছঁড়াতে পারে?
আমায় কি কেউ বলতে পার,
ঠিক কতটি সিগারেট পোড়ালে তদ্রুপ একটি বোমার ন্যায় উত্তাপ ছড়াতে পারে?
বলতে পার ঠিক কতটি সিগারেট পান করলে
মুহূর্তের মধ্যে ২ লাখ মানুষ কিছু ভাববার আগে
জলীয় বাষ্প হয়ে বাতাসে মিশে যাবে?
বলতে পার হিরোশীমা আর নাগাসাকিতে যে দুটি বোমার আঘাত হানা হলো-
তার সমপরিমাণ ক্ষতিকর সিগারেট পৃথিবীতে উৎপাদিত হয়েছে কিংবা হবে কি না?
বলতে পার ঠিক কতটি সিগারেট বাতাসে মিশিয়ে দিলে
বংশপরম্পরায় মানবজাতি বিষক্রিয়ায় প্রতিবন্ধি হয়ে জন্ম নেবে?
বলতে পার কোন দেশ অপর একটি দেশকে এই বলে হুমকি দিতে পারে যে,
আমাদের প্রভুত্ব মেনে নাও;
নয়তো এত কোটি সিগারেট ছুঁড়ে দিয়ে তোমাদের দেশকে জ্বালিয়ে দেব?
আর বলতে পার সিগারেটহীন ঐ দেশটি ভয়ে, সসম্ভ্রমে মাথা নুইয়ে দেবে কি না!
জানি, তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর হবে, না সূচক।
তবে কেন এত লেখালেখি সামান্য ধোঁয়ার কুণ্ডুলি পাকানো
চিকন একটি শলাকা নিয়ে?
ভেবে দেখেছ কত লক্ষ টন কাগজ নষ্ট করেছ এর পিছে লিখে লিখে?
আর কয় ছত্র লিখে কাগজ নষ্ট করেছ পারমাণবিক বোমা নিয়ে লিখে?
তবে কী ভেবে দেখবে না, কেন এই প্রচারণা?
টেলিভিশনে, সিনেমায় আর নাটকে ধূমপানের দৃশ্য এলে কতবার সতর্ক করা হয়েছে?
আর কতবার সতর্ক করা হয়েছে দেশে দেশে পৃথিবীর পেটের ভেতর লুকানো
বিধ্বংসী এই বোমার ব্যাপারে?
যার কিছুও যদি ফেটে যায় ইচ্ছা কিংবা অনিচ্ছায়
এক মুহূর্তে ধ্বংস করে দেবে পৃথিবী নামক এই গ্রহটাকে
কই, সভ্যতার দাবীদার মোড়ল দেশগুলোতো নিজেদের জন্য
পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি তৈরি করে নি!
গুটিকয় দেশের জন্য তার বৈধতা দিয়ে তারা আইন রচনা করেছে!
আর সামান্য সিগারেটের ক্ষতিকর দিক নিয়ে তারা অতি সোচ্চার!
তাই বলি ধিক সভ্যতা! ধিক মিছে সভ্যতা!!
তুমি বাজে কাজে ব্যস্ত আছ, মিছে জুজুর ভয় দেখাও আমাদের;
আর আসল হন্তারককে তুমি সযতনে লালন-পালন করো দুধ কলা খাইয়ে!
তাই প্রশ্ন আসে- কে আসলে বোকার হদ্দ, আমি না তুমি? -
-বোকার হদ্দ
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩
উড়োজাহাজ বলেছেন: আপনাকে এক প্যাকেট আকিজ বিড়ির শুভেচ্ছা।
২| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫
ইমানুয়েল নিমো বলেছেন: বিড়ি মোবারক।
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮
উড়োজাহাজ বলেছেন: শুভ বিড়ি মোবারক।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬
হিংস্র ঈগল বলেছেন: টেলিভিশনে, সিনেমায় আর নাটকে ধূমপানের দৃশ্য এলে কতবার সতর্ক করা হয়েছে?
আর কতবার সতর্ক করা হয়েছে দেশে দেশে পৃথিবীর পেটের ভেতর লুকানো
বিধ্বংসী এই বোমার ব্যাপারে
চরম হইসে বস। কিন্তু আবালের দল সিনেমায় বিড়ি ফুঁকার সিনে যতবার সতর্ক করে মদ, শূকর খাওয়ার সময় আর নায়ক নায়িকার রোমান্সের সময় কিছুই করে না। আর দেশি কিছু আবাল আছে এরা এই বিড়ি নিয়াই হুদা হুদি ফাল পাড়ে।
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯
উড়োজাহাজ বলেছেন: আরো খবর শুনছেন নি, বস? আগে শুনতাম খালি পেটে সিগারেট খেলে মারাত্মক ক্ষতি হয়। এখন শুনি খাওয়ার পরে সিগারেট খেলে না কি স্বাভাবিকের চেয়ে ৭গুণ ক্ষতি হয়!!!
৪| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৭
অবাধ্য সৈনিক বলেছেন: আইতো গোল্ড লিফ খাই
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২
উড়োজাহাজ বলেছেন: আমি যা পাই, তাই খাই। অভাবে পড়লে পুটুও খাই। আপাতত আকিজ লইয়া খুশি থাকেন।
এইখান থেকে লইয়া লন। ছবি দিতে পারছি না।
Click This Link
৫| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২২
ঢাকাবাসী বলেছেন: ভাল বিষয়।
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৩
উড়োজাহাজ বলেছেন: ভালে বিষয় চর্চা করুন।
৬| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৭
রহস্যময়ী কন্যা বলেছেন: কে আসলে বোকার হদ্দ, আমি না তুমি? :-& :-&
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৩
উড়োজাহাজ বলেছেন: রহস্যময়ী কন্যা! বোকার হদ্দ আসলে আমিই।
৭| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৭
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ব্রাদার নেন একটা টান দেন . ঈদ মোবারক
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৪
উড়োজাহাজ বলেছেন: কোন দিকে টান দিমু? আসেন!
৮| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৩
হুমায়ুন তোরাব বলেছেন: aj ke 2ta black marsi..
boro loker sigeret
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩১
উড়োজাহাজ বলেছেন: ভাব দেখায়েন না। আমার কাছে এক প্যাকেট আছে। তরতাজা।
৯| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৮
হুমায়ুন তোরাব বলেছেন: ki ase AKIJ ???
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩০
উড়োজাহাজ বলেছেন: ধুমা বেরোনো হচ্ছে শর্ত। আকিজ কী খুব খ্রাপ?
১০| ১৭ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:৫৩
টিনের চশমা বলেছেন: বিড়ি টানতে টানতেই কমেন্টটা দিলাম ! বিড়ি মোবারক । থুক্কু !! ঈদ মোবারক ।
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১
উড়োজাহাজ বলেছেন: প্রথমটায়-ই খুশি হইছিলাম। বিড়ি মোবারক খুব কম পাই। ঈদ মোবারক জানাইনাদের সংখ্যার অভাব নেই।
১১| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০২
আমার দেশ বাংলাদেশ বলেছেন: একটি সিগারেট খেলে নাকি ১০ মিনিট আয়ু কমে। আমার দাদুর ৮০ বছর বয়স। সে মোটামুটি বাল্যকাল থেকেই বিড়ি ফুকায়। ৫বছর আগেও তার প্রতিদিন ১প্যাকেট বিড়ি লাগতো।
কেউ একটু হিসাব কইরা কন আমার দাদা বিড়ি না খাইলে কয়'শ বছর বাচতো?
তবে যাই হোক, ধুমপান অপচয়, ধুমপান সাস্থের জন্য ক্ষতিকর।
১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০
উড়োজাহাজ বলেছেন: হিসাব করার প্রয়োজন নেই। তাছাড়া আমি হিসেবে খুবই কাচা।
ধূমপানে ক্ষতি, তবে রাস্তায় দশ মিনিট থাকলে আরো বেশি ক্ষতি- এইটুকু বুঝতে পারি।
১২| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৭
মোমেন মুন্না বলেছেন: Enjoy the classic satisfying test of Golde Leaf the result of 130 years of tobacco experience
Know what matters - a test apart.
J O H N P L A Y E R
১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৮
উড়োজাহাজ বলেছেন: 30 years of tobacco experience - ভেরি গুড।
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২০
অবাধ্য সৈনিক বলেছেন: চুপার লাইক